জুলাই হত্যাকান্ড: ইন্টারনেটবিহীন প্রপাগান্ডা-ভিশন

১০ম বর্ষ আগাম প্রকাশ

মোশাহিদা সুলতানা

এই লেখাটি শুরু করেছি সোমবার (২২ জুলাই ২০২৪)। কারফিউ শুরুর পর আজ তৃতীয় দিন, ইন্টারনেট বন্ধ হওয়ার পর চতুর্থ দিন, এবং কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ শুরুর পর ২২তম দিন। এই ক’দিনে শাসকগোষ্ঠীর হঠকারিতা, দ্বিচারিতা, উন্নাসিকতা ও সাধারণ মানুষের প্রতি অবহেলা নগ্নভাবে হাজির হয়েছে। ইন্টারনেট না থাকায়, সোশ্যাল মিডিয়ার অনুপস্থিতিতে টেলিভিশন সরকারের পক্ষে একতরফা প্রচারণা চালাচ্ছে। খবর পাওয়ার আশায় একটানা কয়েক দিন টিভি দেখে আর সহ্য করতে না পেরে এই লেখাটি শুরু করেছি, কেবলই নিজের অনুভূতি ও অভিজ্ঞতাগুলো লিখে রাখতে। এটাকে গবেষণা প্রবন্ধ বলা যাবে না। বলা যাবে নিজের সঙ্গে নিজের আলাপ।

গতকাল সারা দিন কোথাও কোনো খবর না পেয়ে একটু পরপর টিভির সামনে বসছিলাম। ঘুরেফিরে বারবার দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর ও আগুন দেওয়ার খবর আসছে প্রতিটি চ্যানেলে। রামপুরায় বিটিভি ভবনে আগুনে কী কী পুড়েছে দেখাতে গিয়ে, ঝুলে পড়া ফলস সিলিং, পুড়ে যাওয়া টেবিল, চেয়ার, ফ্যান দেখাচ্ছে একটু পরপর। মেট্রোরেল স্টেশনের কাউন্টার, প্রবেশপথ, কন্ট্রোল রুম দেখা যাচ্ছে বারবার। রাস্তায় টায়ার পোড়ানো, ব্যারিকেড, আগুন দেওয়ার পর ভস্ম ও বর্জ্য দেখাচ্ছে। অথচ কেউ বলছে না যে টিয়ার গ্যাস থেকে নিজেদের রক্ষা করতে আন্দোলনকারীরা রাস্তায় আগুন জ্বালাতে বাধ্য হয়েছেন, আর সে জন্য কিছু পুড়ে যাওয়া জিনিসের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন ভবন, বিআরটিএ ভবন ভাঙচুর ও পোড়ানো দেখাতে গিয়ে বেশিরভাগ চ্যানেলে টিভি ক্যামেরা জুম করে ক্লোজ শটে দেখাচ্ছে পোড়ানো গাড়ির কংকাল, এলোমেলো টেবিল, পুড়ে যাওয়া চেয়ার। ভাঙা কাচের ওপর জুম করে এমন আবহ সৃষ্টি করছে যেন ফরাসীয় কায়দায় সিনেম্যাটিকভাবে বাংলাদেশের ভগ্নদশার প্রতীক হয়ে উঠেছে এই ভাঙা কাচ। দেখতে দেখতে মনে প্রশ্ন জাগে: এই জড়পদার্থ দেখানোর পেছনের নির্দেশ দিয়েছেন কোন জড়পদার্থরা? তাদের কাছে কাত হয়ে ঝুলে পড়া বড়জোর ৭০-৮০ হাজার টাকার এসিটা অনেক বড় ক্ষতি। গুলি খেয়ে হেলে পড়া আবু সাইদ, ফারহান, ইমন, দীপ্ত, তাহমিদ, ওয়াসিম, ফয়সাল, শাহজাহান, নুরুল আমিন, শুভ, প্রিয়সহ প্রায় দুই শতাধিক জলজ্যান্ত মানুষের মৃতদেহ যেন সে তুলনায় কিছুই না। তাই আজ আমাদের এসি, চেয়ার-টেবিল, পোড়া গাড়ির দৃশ্য দেখে যেতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা ভাঙা রেকর্ডের মতন। যারা এই ভাঙা জিনিসপত্র দেখে আফসোস করছেন, তারা এখন নিজেদের ভিকটিম হিসেবে হাজির করছেন, ঠিক যেমন ইসরায়েল ৭ অক্টোবরের হামলার ক্ষয়ক্ষতির কথা এখনো বলে যাচ্ছে। তফাত শুধু একটাই। ইসরায়েল কিছু মৃত মানুষের ছবি দেখিয়েছে, আর বাংলাদেশ সরকার দেখাচ্ছে কিছু জড়পদার্থ।

দেখতে দেখতে মনে প্রশ্ন জাগে: এই জড়পদার্থ দেখানোর পেছনের নির্দেশ দিয়েছেন কোন জড়পদার্থরা? তাদের কাছে কাত হয়ে ঝুলে পড়া বড়জোর ৭০-৮০ হাজার টাকার এসিটা অনেক বড় ক্ষতি। গুলি খেয়ে হেলে পড়া আবু সাইদ, ফারহান, ইমন, দীপ্ত, তাহমিদ, ওয়াসিম, ফয়সাল, শাহজাহান, নুরুল আমিন, শুভ, প্রিয়সহ প্রায় দুই শতাধিক জলজ্যান্ত মানুষের মৃতদেহ যেন সে তুলনায় কিছুই না।

ইন্টারনেট নেই। মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে। বাংলাদেশের লাখ লাখ ফ্রিল্যান্সার কাজের অর্ডার পেয়ে সময়মতো কাজ বুঝিয়ে দিতে পারছেন না, কেউ কেউ কাজ হারাচ্ছেন। টিভিতে দেখা যাচ্ছে বিল দিতে না পেরে পানি-বিদ্যুৎ ছাড়া দেশবাসী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমার মা খবর দিলেন উনি একটা চ্যানেলে দেখেছেন, একজন প্রবাসী শ্রমিক যানবাহনের অভাবে সময়মতো এয়ারপোর্টে পৌঁছাতে না পেরে ফ্লাইট মিস করে এয়ারপোর্টে মেঝেতে গড়িয়ে গড়িয়ে কাঁদছেন। আমি সেই দৃশ্য দেখার জন্য দুই ঘণ্টা বসেছিলাম, কিন্তু দেখতে পারিনি। শুধু খবর আসছে ফ্লাইট বন্ধ হয়েছে কিছু, আর প্রবাসীরা যেতে পারছেন না। একবার কোনো এক চ্যানেলে হয়তো প্রবাসী শ্রমিকের কান্নার খবর আসার পর তা আর আসেনি। কিন্তু যেই খবরটা বারবার আসছে তা হলো, কিছু তারের ছবি সমেত ভয়েসওভার: ‘মহাখালীর ডেটা সেন্টারে আগুন ধরায় ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। মেরামতের চেষ্টা চলছে।’ এই একই কথা অন্তত প্রতি দুই মিনিট পরপর সময় টিভি আর ইনডিপেনডেন্ট টিভিতে স্ক্রল হিসেবে যাচ্ছে। আমরা যারা জানি সরকার আসলে নিজেই ইন্টারনেট বন্ধ করেছে নিজের অপকর্ম ঢাকতে, এই ‘এক্সক্লুসিভ তামাশায়’ তাদের বক্তব্যের কোনো স্থান নেই।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ইন্টারনেট পুরোপুরি বন্ধ হওয়ার আগে থেকেই সরকার ইন্টারনেট অ্যাক্সেস নিয়ন্ত্রণ করছিল। বুধবার (১৭ জুলাই) আশুরার দিন সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফোর-জি বন্ধ ছিল। ছবি পাঠানো তো দূরের কথা, হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজই পাঠানো সম্ভব ছিল না। সেদিন বেলা ১১টায় আগের দিনের শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে শিক্ষক নেটওয়ার্কের প্রতিবাদী সমাবেশ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে। বিশ্ববিদ্যালয়ে ১৬ বছরের শিক্ষক জীবনে সেদিনই প্রথম শাহবাগ দিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশের সময় পুলিশ থামিয়ে পরিচয়পত্র দেখতে চেয়েছিল। অনেকেই ঢুকতে পারছিলেন না বলে সমাবেশ শুরু করতে দেরি হয়ে গিয়েছিল আমাদের। পুলিশ মাইক প্রবেশ করতে দিচ্ছিল না। বয়স্ক শিক্ষকদের জন্য ২০টি চেয়ার অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলোও আনতে দেওয়া হয়নি। শিক্ষক নেটওয়ার্কের দুজন শিক্ষককে মূল গেটে গিয়ে পুলিশদের অনুরোধ করে একটা হ্যান্ডমাইক ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে হয়েছিল। কথা ছিল, সমাবেশ সরাসরি লাইভ করা হবে ফেসবুকে। সেটা করা সম্ভব হয়নি ইন্টারনেটের অভাবে। লাইভ করার জন্য একটি টিভি চ্যানেলের সংবাদকর্মীরা আমার সামনে মাইক নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে ফিরে গেলেন।

সেদিন আমরা শ-খানেক শিক্ষক যখন শাহবাগ থানায় গিয়ে দুজন শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলাম, সেদিন সেই খবরটা লাইভ দেখতে পেলে হয়তো অনেকেই সময়মতো পরিস্থিতি সম্পর্কে জানতে পারতেন। কিন্তু তখন কেউ জানেন না কী ঘটছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেদিন দুপুর ১২টায় কোটা আন্দোলনকারীদের গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি ছিল। কিন্তু পুলিশের বাধার কারণে ছেলেমেয়েরা হল থেকে বের হতে পারছিল না, আবার কেউ কেউ হল থেকে বের হয়ে ঢুকতে পারছিল না। কেউ বলছিল ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, কেউ বলছে ৬টায় নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন টিভিগুলো সম্প্রচার করছিল দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এভাবে নানারকম তথ্য ছড়িয়ে প্রতিটি বিষয় নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছিল। পরে আমরা ৩টার দিকে ফিরে আসার পর ৪টায় গায়েবানা জানাজা শুরু হয়। এবং তারপর থেকে শিক্ষার্থীদের জমায়েতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এই পুরো সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট ধীর ছিল।

পরদিন, বৃহস্পতিবারও সারা দিন ইন্টারনেট সেবা সীমিত ছিল। কোনো কোনো স্থানে ইন্টারনেট সাময়িক বন্ধ হয়ে আবার চালু হয়েছে। সন্ধ্যায় আমরা যখন জানলাম মহাখালীতে ডেটা সেন্টারে আগুন ধরেছে, তারপরও রাত ১০টার আগ পর্যন্ত ইন্টারনেট ছিল। অর্থাৎ মহাখালী ডেটা সেন্টারে আগুন লাগার সঙ্গে ইন্টারনেট না থাকার কোনো সম্পর্কই ছিল না। সারা বাংলাদেশের বেশি হলে ৩০ শতাংশ সংযোগ আগুন লাগার কারণে বিঘ্নিত হতে পারে। পুরো দেশের ইন্টারনেট একযোগে বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সরকারের নির্দেশেই যে ইন্টারনেট বন্ধ করা হয়েছে, আর তা জনগণের কাছে স্বীকার করতে যে অসুবিধা, তা লুকানোর জন্য প্রতিটি টিভি চ্যানেল একযোগে সরকারি ভাষ্য প্রকাশ করে গেল। দায় চাপালো অদৃশ্য সন্ত্রাসীদের ওপর। নাশকতার কারণে নাকি ইন্টারনেট সেবা দিতে পারছে না সরকার। এ রকম একটা বয়ান চালু করতে টিভি চ্যানেলের এমন অপচেষ্টা ইতিহাসে লেখা থাকবে। আরও লেখা থাকবে এই কথা যে এই বয়ান কেউ বিশ্বাস করেনি। কারণ, সময়ের গরমিল এবং এর আগের ইন্টারনেট সেবা সীমিত করার শিকার আমার মতো বেশিরভাগ মানুষই হয়েছেন। আসল ব্যাপার হলো পাবলিক আসল সত্য জানে, তারপরও সরকার ধরে নিয়েছে পাবলিক বোকা। এটা অনেকটা কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপনের ভাষার মতো ঔদ্ধত্যে ভরপুর সুপেরিয়রিটি কমপ্লেক্স। তফাত হলো কোকাকোলার একটি বিজ্ঞাপনে নির্মাতা ধরে নিয়েছিলেন পাবলিক কিছু বোঝে না, এবার সরকার ধরে নিয়েছে পাবলিক কিছু বোঝে না। তখন ইন্টারনেট ছিল বলে পাবলিক প্রতিক্রিয়া দেখাতে পেরেছিল, কিন্তু এখন ইন্টারনেট নেই বলে পাবলিক বলতে পারছে না: ‘আমাদের বোকা পাইছেন?’

সন্ধ্যায় আমরা যখন জানলাম মহাখালীতে ডেটা সেন্টারে আগুন ধরেছে, তারপরও রাত ১০টার আগ পর্যন্ত ইন্টারনেট ছিল। অর্থাৎ মহাখালী ডেটা সেন্টারে আগুন লাগার সঙ্গে ইন্টারনেট না থাকার কোনো সম্পর্কই ছিল না।

হামলার পর প্রথম দুদিন দু-একটি টিভি চ্যানেল আহত ও নিহতদের খবর দিত হয়তো। তখন আমি টিভি দেখতাম না। টিভি দেখা শুরু করেছি শুক্রবার (১৯ জুলাই) থেকে। এই ক’দিন টিভিতে সংঘর্ষের কথা এসেছে; কিন্তু কাদেরকে গুলি করা হয়েছে, কেন গুলি করা হয়েছে এবং ঠিক কতজন গুলিবিদ্ধ হয়েছে, সে সম্পর্কে কোনো খবর আসেনি। কিছু কিছু টকশোতে প্রিন্ট মিডিয়ার রেফারেন্স উল্লেখ করে কিছু বক্তা হত্যাকাণ্ডের কথা বলেছেন। শুক্রবার বাংলাদেশের ইতিহাসে আন্দোলনে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন, কিন্তু টিভি দেখে মনে হয়েছে যেন কিছুই হয়নি।

শুক্রবার আমার এক বন্ধুর কাছে জানলাম তার প্রতিষ্ঠানে একটি ছেলের সামনের সপ্তাহেই চাকরি নিয়ে জয়েন করার কথা ছিল। ছেলেটির নাম প্রিয়। বয়স ২৬। বাড়ি রংপুরে। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের ওপর হামলা, গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ সহ্য করতে না পেরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে প্রতিবাদ করতে দাঁড়িয়েছিল। নীরবেই দাঁড়িয়ে ছিল প্রিয়। পুলিশ ধাওয়া দেওয়ার পর নাকি প্রিয় গলির ভেতরে দৌড় দেয়। কিন্তু পুলিশ গুলি করে। পরে প্রত্যক্ষদর্শীর ভাষ্য থেকে জানা গেছে যে গুলি খেয়ে পড়ে যাওয়ার পর পুলিশ বুট দিয়ে প্রিয়র শরীরে ধাক্কা দিয়ে দেখেছে সে মরেছে কি না। তখনও প্রিয় জীবিত ছিল। তা দেখে পুলিশ তার মাথায় আরেকটি গুলি করে। প্রিয়কে ঢাকা মেডিকেলে আনা হয়। প্রিয়-র মাকে ৫২টি গুলিবিদ্ধ লাশের স্তূপের মধ্য থেকে তার ছেলেকে শনাক্ত করতে হয়েছে। অথচ এই প্রত্যক্ষদর্শীর দেওয়া লাশের সংখ্যার সঙ্গে পরদিন প্রকাশিত মৃতের সংখ্যার কোনো মিল ছিল না। মৃত্যুর পর সব আনুষ্ঠানিকতা শেষ করে স্বজনদের লাশ পেতে সময় লেগেছে প্রায় ২৫ ঘণ্টা। এ রকম প্রথম আলোর খবরেও জানা গেছে একজন বাবা প্রায় ৪১ ঘণ্টা অপেক্ষা করে ছেলের লাশ পেয়েছেন। ঢাকা মেডিকেলে গেলে এত দীর্ঘ সময় লাগে বলে অনেক স্বজন মৃত্যুর পর এই দীর্ঘ অপেক্ষা করতে চান না। আর পত্রিকা অফিসগুলোও পাবলিক মেডিকেলগুলোর দেওয়া আনুষ্ঠানিক তথ্য ছাড়া মৃত্যুর খবর প্রকাশ করতে পারে না। টিভি চ্যানেলগুলো সে সময় যদি এই অপেক্ষমান মা-বাবা এবং স্বজনদের দেখাতো তাহলে সংখ্যা দিয়ে নয়, মানুষের সত্যিকার অনুভূতি দিয়ে এই সময়টাকে তুলে ধরা যেত। ইন্টারনেট যদি চালু থাকত আমরা শুনে না, নিজ চোখে দেখে যাচাই করতে পারতাম। আর এই সুযোগটা যেন আমরা না পাই, সে কারণেই ইন্টারনেট বন্ধ করা। ইন্টারনেট বন্ধ থাকার সময় টেলিভিশন একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত। কিন্তু বাংলাদেশের কোনো টিভি চ্যানেল তা করেনি। প্রতিটি টিভি চ্যানেল সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।

প্রিয়-র মাকে ৫২টি গুলিবিদ্ধ লাশের স্তূপের মধ্য থেকে তার ছেলেকে শনাক্ত করতে হয়েছে। অথচ এই প্রত্যক্ষদর্শীর দেওয়া লাশের সংখ্যার সঙ্গে পরদিন প্রকাশিত মৃতের সংখ্যার কোনো মিল ছিল না।

টিভি চ্যানেলগুলো হত্যাকাণ্ড এবং লাশের চিত্র না দেখালেও ১৪ জুলাই রাতে শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগান দিয়ে মধ্যরাতের মিছিল দেখাতে কিন্তু একটুও হেলা করেনি। ১৪ জুলাই আন্দোলনকারীদের দাবি সম্পর্কে প্রধানমন্ত্রীর তুচ্ছ-তাচ্ছিল্য ভরা অবমাননাকর মন্তব্য শোনার পর প্রতিক্রিয়া হিসেবে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। সকালে পত্রিকা পড়ে যখন জানতে পারি শিক্ষার্থীরা মধ্যরাতে স্লোগান দিয়েছে: ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ তখনই বুঝতে বাকি থাকে না, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দাবিকে অধিকারের জায়গা থেকে না দেখে রাজাকার বনাম মুক্তিযোদ্ধার দাবি হিসেবে উসকে দিয়ে সফল হয়েছেন। আর বুঝে গেলাম এই স্লোগান দেওয়ার ঘটনাকে শিক্ষার্থীদের বিপক্ষে ব্যবহার করা হবে। হলোও তাই। ব্যাপারটা যেন ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের মতো ব্যাপার। দীর্ঘদিনের বঞ্চনা, অধিকারহীনতা, ইতিহাস বাদ দিয়ে একটা স্লোগান দিয়ে একটা আন্দোলনকে বিচার করার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। যেন আগে-পরে কিছুই ঘটেনি। যেন এই এক স্লোগান দিয়েই বিবেচিত হবে কে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা। যেন হাশরের ময়দানে শুধু দুটি পথ, ডানে গেলে সরকারি ‘মুক্তিযুদ্ধের চেতনা’, আর বাঁয়ে গেলে সরকারি ‘রাজাকার’।

বুঝতে বাকি থাকে না, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দাবিকে অধিকারের জায়গা থেকে না দেখে রাজাকার বনাম মুক্তিযোদ্ধার দাবি হিসেবে উসকে দিয়ে সফল হয়েছেন। আর বুঝে গেলাম এই স্লোগান দেওয়ার ঘটনাকে শিক্ষার্থীদের বিপক্ষে ব্যবহার করা হবে। হলোও তাই।

কোটা আন্দোলনের এই রাজাকার ট্যাগ কিন্তু পরে আর প্রাসঙ্গিক রইল না, যখন শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার পর জনমত আন্দোলনকারীদের পক্ষেই যাওয়া শুরু করল। একদিক থেকে আন্দোলন দমন করতে গেলে অন্যদিক দিয়ে আগবাড়িয়ে রাস্তায় নামে আরও নতুন ছেলেমেয়ে। দক্ষিণে পুলিশি হামলা শুরু হয়ে গেলে উত্তর দিক থেকে হাজির হয় আরেক দল। উত্তরে ধাওয়া দিলে পূর্বে, পূর্বে ধাওয়া দিলে পশ্চিমে। এভাবে বাংলাদেশের প্রতিটি প্রান্তে জেগে ওঠে নতুন নতুন আন্দোলনকারী। পুলিশ বাহিনী নাজেহাল হয়ে নামিয়ে আনে আনসার, বিজিবি, র‍্যাব। যেন আকাশ-বাতাস মাটি ফুড়ে উঠে আসছে মানুষ। আর সামলাতে না পেরে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার, ড্রোন এবং অস্ত্রসজ্জিত সাঁজোয়া যান।

উত্তরে ধাওয়া দিলে পূর্বে, পূর্বে ধাওয়া দিলে পশ্চিমে। এভাবে বাংলাদেশের প্রতিটি প্রান্তে জেগে ওঠে নতুন নতুন আন্দোলনকারী। পুলিশ বাহিনী নাজেহাল হয়ে নামিয়ে আনে আনসার, বিজিবি, র‍্যাব। যেন আকাশ-বাতাস মাটি ফুড়ে উঠে আসছে মানুষ। আর সামলাতে না পেরে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার, ড্রোন এবং অস্ত্রসজ্জিত সাঁজোয়া যান।

পথে যেতে যেতে দেখেছি, স্কুলপড়ুয়া সাদা শার্ট পরা বালক পুলিশের দিকে ঢিল ছুড়ে দিচ্ছে; যদিও সে ভালোমতো জানে তার ঢিল পুলিশের সাঁজোয়া বাহন পর্যন্ত পৌঁছাবে না। এই ক্ষোভ, এই বুক পেতে দেওয়া দৃশ্য ধারণ করতে পারল না টিভি ক্যামেরাগুলো। প্রচার করতে পারল না সেই মুহূর্তগুলো যখন এই ঢিল মারা ছেলেটিই দেখছে গুলি খেয়ে তার পাশে দাঁড়ানো ভাইটি মাটিতে লুটিয়ে পড়ছে। অথচ ওদেরকে ক্ষুব্ধ হতে টিভিতে দেখতে হয়নি কোনো হত্যার দৃশ্য। দিতে হয়নি কোনো উসকানি। ওরা নিজের চোখে দেখেছে ভাইয়ের লাশ, নিরীহ পথচারীর মৃত্যু। আর তাই এই গণবিস্ফোরণ ছড়িয়ে পড়েছে দিকে দিকে।

পুলিশি হামলা আর নির্যাতন দেখে যখন দলে দলে যুক্ত হচ্ছে সাধারণ মানুষ তখন প্রতিটি চ্যানেলে আমরা একটা দৃশ্য দেখতে পেলাম। ওবায়দুল কাদের টিভি ক্যামেরার সামনে বলতে লাগলেন তার পিঠ কীভাবে দেয়ালে ঠেকেছে। ‘সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে’ বলতে বলতে উনি পেছনে বেঁকে পিঠ দিয়ে ডলে দিলেন পেছনে দাঁড়ানো সমর্থকদের। যেন ওনার পেছনে রয়েছে একটি কাল্পনিক দেয়াল। এই দৃশ্য বারবার দেখতে দেখতে আমার মায়ের একপর্যায়ে পিঠ ব্যথা শুরু হয়ে গেল। উনি এক দৃশ্য বারবার দেখে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লেন। কিন্তু টিভিতে সারা দিন ধরে প্রচার হলো সরকার কত ধৈর্য ধরে সহ্য করেছে। এমন কথা সারা দিন শুনতে শুনতে মনে হবে ওবায়দুল কাদেরের এত ধৈর্য যে উনি দুদিনও অপেক্ষা করতে পারলেন না ছাত্রলীগকে নামানোর আগে। ছাত্রদের আবেগ-অনুভূতি যে কোনো মুখস্থ বিদ্যা বা চোথা অনুসরণ করে না তা বোঝার সামর্থ্য ওনার কোথায়?

যদিও আরও এক মাস আগে, জুনের ৫ তারিখে আদালতের রায়ের পর থেকে কোটা সংস্কারের দাবি নিয়ে আলোচনা চলছিল, এ বিষয়ে সরকার সিদ্ধান্ত আদালতের ওপর চাপিয়ে দিয়ে দায় সারতে চেয়েছিল। নানাভাবে আলোচনার মাধ্যমে সুরাহায় আসতে না পেরে জুলাই মাসের ১ তারিখে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ দিয়ে এই আন্দোলন দৃশ্যমান হতে শুরু করে। জুলাইয়ের ১ তারিখ থেকে বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচির পর বাধ্য হয়ে ২১ জুলাই আদালতের রায় এগিয়ে আনা হয়। এই রায়ের পর টিভিতে বারবার প্রচার করা হয়েছে যে কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হয়েছে। কারফিউ শিথিলের সময় যেই রিকশা নিয়ে বাজার করতে বেরিয়েছিলাম, সেই রিকশার চালক জানাল সব দাবি নাকি পূরণ হয়ে গেছে। আমি বলি, কোথায়? তিনি বললেন আদালতের রায়ের কথা। বুঝলাম সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আদালতের রায় একটা বিরাট ভূমিকা পালন করেছে।

প্রধান বিচারপতিকে টিভিতে দেখা গেল অভিভাবকদের অনুরোধ করছেন ছেলেমেয়েদের বাড়িতে ফিরিয়ে নিতে, শিক্ষার্থীদের অনুরোধ করছেন ক্লাসে ফিরে যেতে। ব্যাপারটা অনেকটা নরসিংদীর কারাগার থেকে ৮২৬ জন আসামির পালিয়ে গিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ৫০ জনের ফিরে আসার পর আবিষ্কার করা কয়েদখানাই পুড়ে গেছে, এখন কয়েদি ফিরে এলেই কী? (জুলাই ২১, ২০২৪ যুগান্তর) একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবর নেই, কিন্তু শিক্ষার্থীদের বলা হচ্ছে ক্লাসে ফিরে যেতে। কারফিউ দিয়ে রাখা হয়েছে, যানবাহন চলাচল বন্ধ, চিরুনি অভিযান চলছে। অথচ সন্তানদের বাসায় ফিরিয়ে নিতে অভিভাবকদের অনুরোধের ভাঙা রেকর্ড বেজেই চলেছে টিভিতে। শিক্ষার্থীরা বাড়ি ফিরতে গেলে যে তাদের গ্রেপ্তার করে বাণিজ্য করবে না পুলিশ, তার কী নিশ্চয়তা আছে? আগে তো কারফিউ ওঠাবেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন। তা না করে ভাঙা রেকর্ডের মতো টিভি চ্যানেলগুলো প্রধান বিচারপতির বক্তব্য শুনিয়ে যাচ্ছে। কে শোনে কার কথা?

এদিকে ১৯ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নুর নবীকে তুলে নিয়ে ককটেল উদ্ধারের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে। (জুলাই ২৩, সমকাল, জবি শিক্ষার্থীকে তুলে নিয়ে ককটেল উদ্ধার মামলা) শিক্ষার্থীদের হেনস্তা করা, মিথ্যা অভিযোগে গ্রেপ্তার অব্যাহত রয়েছে, অথচ প্রধান বিচারপতি বলছেন বাড়ি যেতে, যেন বাড়ি যাওয়ার পথে আরও কিছু শিক্ষার্থী গ্রেপ্তার হয়। জুলাই ২৩ তারিখে সমকালে, ‘বাড়ি ফিরে যেতে চান মেসে আটকে পড়া শিক্ষার্থীরা’ শিরোনামের খবরে দেখতে পেলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা বাড়ি ফিরতে পারছে না কারফিউর কারণে। আবার শাবিপ্রবির সংলগ্ন বাসাবাড়িতে পুলিশের চিরুনি অভিযান চালানোর খবরও রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৫ জনকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে (নাশকতার মামলায় সারা দেশে হাজার হাজার আসামি, জুলাই ২৩, ২০২৪ সমকাল) সমন্বয়কদের চারজন নিখোঁজ হন (চার সমন্বয়কের খোঁজ পেতে আলটিমেটাম, সমকাল ২৩ জুলাই ২০২৪)। পরে হাত পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

আন্দোলনের সমন্বয়কারীরা এ অবস্থা দেখে দুবার আলটিমেটাম দিয়েছেন। প্রথম যেদিন (জুলাই ২১) নাহিদ গণস্বাস্থ্য হাসপাতালে অবস্থানরত অবস্থায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তাদের দাবি পূরণের সেদিন টিভিতে স্ক্রল যাচ্ছিল ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত। ৪৮ ঘণ্টা যে আলটিমেটাম ছিল তা টিভিতে গুরুত্ব সহকারে দেখায়নি। মানুষ জেনেছে কারফিউর কারণে আন্দোলনকারীরা আন্দোলন স্থগিত করেছেন। এর উদ্দেশ্য ছিল জনগণকে দেখানো যে পরিবেশ শান্ত হয়ে এসেছে। ২৩ জুলাই ফের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয় চারটি শর্ত দিয়ে। এই শর্তগুলো দাবি হিসেবে কোনো কোনো পত্রিকা ও টিভি প্রকাশের পর দাবি ৮ দফা নাকি ৪ দফা এ নিয়ে দ্বিধা তৈরি হয়। এই চারটি শর্ত ছিল আলটিমেটামের শর্ত: ১) ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করা, ২) কারফিউ প্রত্যাহার, ৩) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, যেন শিক্ষার্থীরা হলে ফিরে যেতে পারে, ৪) সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করে মূল ৮ দফা দাবি নিয়ে আলোচনার পরিবেশ তৈরি করা।

সবচেয়ে দৃষ্টিকটু ছিল ওবায়দুল কাদের যখন বলেছেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। কোটা আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল ওবায়দুল কাদেরের পদত্যাগ। এই দাবি যদি মেনে নেওয়াই হতো তাহলে ওনার তো বলার কথা না সব দাবি মেনে নেওয়া হয়েছে। পদত্যাগ করার পর অন্য কারো তা নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু তখন পাবলিকের ডায়ালগ মনে আসে: ‘ভাই, এটা বাংলাদেশ!’ অর্থাৎ, এখানে যুক্তি দিয়ে কিছুই চলে না। যে যার ইচ্ছেমতো সমন্বয়কারীদের খণ্ডিত বক্তব্য হাজির করে দেখাতে চাইছেন আন্দোলন শেষ, বাড়ি যাও। সম্ভবত পুলিশ, আর্মি, র‍্যাব–সবাই কাহিল হয়ে গেছে একটানা ডিউটি দিতে গিয়ে। পিটুনির ভয়ে পুলিশ ইউনিফর্ম না পরে বাসা থেকে বের হয়েছেন শার্ট-প্যান্ট পরে এমন খবরও পেয়েছি প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। যেন কারোই আর ভালো লাগছে না এত কষ্ট করতে। তাই তারা একটি ভাষা ব্যবহার করেছেন যা টিভিতে বারবার দেখানো হয়েছে। তা হলো, ‘স্বস্তি ফিরে এসেছে।’

সেনাপ্রধান ক্রেডিট নিয়েছেন সেনা মোতায়েনের ৪৮ ঘণ্টা পর স্বস্তি ফিরে এসেছে। কোনো কোনো টিভি চ্যানেল প্রচার করেছে আদালতের রায়ের পর ‘স্বস্তি’ ফিরে এসেছে। আমার এই স্বস্তি শব্দটা নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। কারণ, প্রিন্ট মিডিয়ায় পড়েছি (২২ জুলাই ২০২৪, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন) সমন্বয়কারীরা নিজেরাই বলেছেন তাদের বক্তব্য খণ্ডিত আকারে প্রচার করা হয়েছে। তারা তাদের আন্দোলন আদালতের রায়ের সঙ্গে সম্পর্কিত মনে করেন না। তারা তাদের ৮ দফা দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বারবার বোঝাতে চাচ্ছেন এই দাবিগুলো পূরণ নাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আদালতের রায় একটি ইতিবাচক পদক্ষেপ, এই পদক্ষেপকে তারা স্বাগত জানান। কিন্তু তাতে ৮টি দাবির একটি দাবিও পূরণ হয়েছে বলে তারা মনে করেন না। অথচ বেশিরভাগ টিভি চ্যানেল বারবার দেখিয়ে যাচ্ছে, আন্দোলনকারীরা আদালতের রায় ‘ইতিবাচক মনে করছে’, ‘স্বাগত জানিয়েছে’। অথচ অন্যান্য দাবি সেভাবে ফলাও করে প্রচার করছে না।

অন্যদিকে টিভি চ্যানেলগুলো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একটি বক্তব্য ফলাও করে প্রচার করছে। তিনি বক্তব্য দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই ভাগে ভাগ করেন। এক ভাগ সাধারণ শিক্ষার্থী, অন্য ভাগ সন্ত্রাসী শিক্ষার্থী। অথচ আন্দোলনকারীদের অন্যতম দাবি হলো ছাত্রলীগ নামের ছাত্র সংগঠন ও দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। ছাত্রলীগের নামটি যেন দাবির তালিকায় উচ্চারণ করতে না হয়, সে জন্য শুধু ‘সন্ত্রাসী’ শব্দটি চয়ন করে আরাফাত আন্দোলনকারীদের দাবির একটি খণ্ডিত চিত্র হাজির করলেন। এবং তার বক্তব্য প্রচার করে টিভি চ্যানেলগুলোও এ ধরনের একটি ধারণা হাজির করা শুরু করল। এই ‘সন্ত্রাসী’ শব্দের একটা রাজনীতি আছে। এই শব্দ দিয়ে পরবর্তী সময়ে একজন আন্দোলনকারীকেও সন্ত্রাসী বানানো সম্ভব। আর এই বক্তব্যকে গুরুত্বসহ প্রচার করে টিভি চ্যানেলগুলো সেই রাজনীতিকেই যে ইন্ধন দিল, তা রয়ে গেল আড়ালে।

সবাই যেন ভুলে যায় যে ওবায়দুল কাদের প্রথম দিকে ছাত্রলীগের ওপর ভরসা করেছিল আন্দোলন দমনে, সে জন্য ছাত্রলীগ শব্দটি বেশিরভাগ গণমাধ্যমে উহ্য রয়ে গেল। কোটা আন্দোলনের নয় দফা দাবি প্রথমে যতটা জায়গা নিয়ে প্রিন্ট মিডিয়া ছাপত, তা ক্রমে ছোট হয়ে এসেছে। সেখানেও ছাত্রলীগের নাম প্রতিস্থাপিত হচ্ছে সন্ত্রাসী দিয়ে। বলা মুশকিল প্রিন্ট মিডিয়াও কি একই সরকারি চাপের শিকার নাকি ‘দলীয় সন্ত্রাস’ আর ‘সন্ত্রাস’কে গুলিয়ে ফেলছে।

জুলাই ২৩, ২০২৪ সকাল থেকে নতুন একটি নাটক দেখা গেল টিভিতে। দুপুর ১২টার দিকে ইনডিপেনডেন্ট টিভির একজন প্রতিবেদক জানালেন ৭০ শতাংশ ইন্টারনেট সংযোগ উদ্ধার করা গেছে। এরপর থেকে স্ক্রল আসছে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হবে। যেমন: বিদ্যুৎ, গ্যাস, মোবাইল, ব্যাংকিং ও অন্যান্য জরুরি পরিসেবায় প্রথমে ইন্টারনেট দেওয়া হবে। শুনে মনে হলো ইন্টারনেট জ্বালানি গ্যাসের মতো একটা দুর্লভ বস্তু হয়ে গেছে, যা দিলে ফুরিয়ে যাবে। দীর্ঘদিন ধরে গ্যাসের অভাবের কথা বলতে বলতে এবং মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে দিতে এখন ইন্টারনেট সংযোগকেও একটা ফুরিয়ে যাওয়ার বস্তু বানিয়ে ফেলা হয়েছে যেন তা গ্যাসের মতো একটু একটু করে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়াটাই যৌক্তিক। অথচ ইন্টারনেট যে চাইলেই সরকার সব জায়গায় উন্মুক্ত করে দিতে পারে, এটা প্রচার করছে না টিভিগুলো।

গতকালের চেয়ে আজ আর এক ধাপ এগিয়ে গেছে সরকার মানুষকে বোঝাতে যে বিএনপি-জামায়াত সরকার উৎখাত করতে ষড়যন্ত্র করছে। সরকারি স্থাপনা, আসবাবপত্র, গাড়ি ভাঙচুর করে কত খারাপ কাজ করেছে বিএনপি-জামায়াত এটা টিভি খুললে কমন বক্তব্য প্রতিটি চ্যানেলে। নসরুল হামিদ তো হিসাব দিয়েই দিলেন বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বিদ্যুৎ খাতে। মেট্রোরেলের ক্ষতি মেরামত করতে নাকি এক বছর লাগবে। স্থাপনার কত ক্ষতি হয়েছে সে হিসাব চলছে। সামনে আরও আসবে। কিন্তু যেই প্রাণগুলো ঝরে পড়ল তাদের কী হবে, এ নিয়ে কিছু নেই কোথাও। কথায় কথায় শুধু বিএনপি আর জামায়াতের দোষ। একসময় মনে হয় লঞ্চে কোনো মলম বিক্রেতা চিৎকার করে নেচে-গেয়ে একটা মলম বিক্রি করছে। মলমের নাম ‘বিএনপি-জামায়াত’ মলম। এই মলম ক্ষতে লাগালে যে কোনো ব্যক্তি দ্রুত সমস্ত অন্যায়ের ক্ষত থেকে মুক্তিলাভ করবেন।

রাতে ব্রডব্যান্ড দেওয়া হবে এমনটাই প্রচার হচ্ছিল সেদিন বিকেল থেকে। পরদিন কারফিউ বহাল থাকবে, শিথিল থাকবে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অফিস খোলা থাকবে। আমার উদ্দেশ্য ছিল ইন্টারনেটের অনুপস্থিতিতে টেলিভিশন কীভাবে প্রপাগান্ডা চালায় তা নিয়ে নিজের অভিজ্ঞতা লেখা। জুলাইয়ের ২৩ তারিখ, ৫ দিন পর ইন্টারনেট ফিরে এসেছে সন্ধ্যায়। তা-ও সব এলাকায় নয়। কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। কে তথাকথিত ‘অগ্রাধিকার’ পাচ্ছে কে পাচ্ছে না বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে অগ্রাধিকার কীভাবে ঠিক করবে সে নিয়েও হিমশিম খাচ্ছে সরকার। স্মার্ট বাংলাদেশে সব গুলিয়ে ফেলাই মনে হচ্ছে ফ্যাশন। এমনকি যেই প্রপাগান্ডা সরকার চালায় তা-ও ঠিকমতো বাস্তবায়ন করতে পারে না। ফেসবুকসহ অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়া ব্লক করা। পরদিন থেকে সোশ্যাল মিডিয়া না খুললেও অন্তত যোগাযোগ সচল হলো। ভাবছি টিভি দেখার অত্যাচার থেকে রেহাই পেলেও স্বৈরাচারের হাত থেকে রক্ষা পাওয়া গেল না। অনেকেই ‘বিএনপি-জামায়াত’ মলম লাগিয়ে ঘুমাতে যাবে। এদিকে বিএনপির নেতাকর্মীদের তালিকা ধরে ধরে ধরপাকড় ও গ্রেপ্তার চলছে। ঢাকার কারাগারে দর্শনার্থীদের দেখা করতে দিচ্ছে না নিরাপত্তার অজুহাতে। অনেক কয়েদির দর্শনার্থীরা দুর্লভ ওষুধ নিয়ে অপেক্ষা করেও পৌঁছাতে পারছে না।

এই লেখাটি যেদিন শেষ করছি সেদিন ২৪ জুলাই ২০২৪। কিন্তু দেশের এ অবস্থায় কোনো কাজ করতে পারছি না। একটা অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। এরমধ্যে সরকার কী করবে এখন তা জনগণেরও মুখস্থ হয়ে গেছে। কিন্তু জুলাইয়ের আন্দোলনে শহীদদের নামগুলো মুখস্থ হতে এখনো অনেক দেরি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করে দিয়ে গেল নাম না-জানা কত শহীদ, তা এখনো জানা হলো না।

মোশাহিদা সুলতানা: শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ইমেইল: moshahida@du.ac.bd

Social Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *