করোনা নিয়ে সরকারি দলের নেতাদের যত মন্তব্য

করোনা নিয়ে সরকারি দলের নেতাদের যত মন্তব্য

করোনা মোকাবিলার সক্ষমতা আছে, উদ্বেগের কিছু নেই : প্রধানমন্ত্রী
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইনশা আল্লাহ, করোনাভাইরাস মোকাবিলায় আমাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে এবং আমরা যথাযথ ব্যবস্থা করব। এখানে উদ্বিগ্ন হওয়ার মত কিছু নেই।’ (খবর : প্রথম আলো)

করোনা থেকে রক্ষায় ঘরে বসে বেশি বেশি দোয়া পড়ুন : প্রধানমন্ত্রী
১২ এপ্রিল গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঝালকাঠি জেলার সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ঘরে বসে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবেন। কাজেই ঘরে বসে যত বেশি দোয়া পড়া যায়…এখন তো কাজ নেই বেশি। কাজেই বেশি বেশি করে দোয়াই পড়তে হবে, যাতে আল্লাহ আমাদের এ বিপদ থেকে রক্ষা করেন।’ (খবর : জাগোনিউজ ২৪ ডটকম)

করোনা বাংলাদেশে এলেও আতঙ্কের কিছু নেই : স্বাস্থ্যমন্ত্রী
৩ মার্চ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাস চলে এলেও আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে আছি।’ (খবর : জনকণ্ঠ)

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের প্রস্তুতির ঘাটতি নেই : ওবায়দুল কাদের
২৭ ফেব্র“য়ারি সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘বিষয়টি আরও সতর্কভাবে মোকাবিলার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রস্তুতির কোন ঘাটতি নেই।’ (খবর : বাংলানিউজ ২৪ ডটকম)

করোনা মোকাবিলার প্রস্তুতি আমাদের ছিল না : ওবায়দুল কাদের
২৩ মার্চ এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটাই সত্য যে এই (করোনাভাইরাস) যুদ্ধ আসবে বা এই যুদ্ধ মোকাবিলার প্রস্তুতি পৃথিবীর কোন দেশেরই ছিল না। আমাদেরও ছিল না।’ (খবর : জাগোনিউজ ২৪ ডটকম)

করোনাভাইরাস সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে : হাছান মাহমুদ
১৮ মার্চ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ইতালি, যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ইউরোপজুড়ে আজ করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। অথচ আমাদের দেশে সেটি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’ (খবর : যুগান্তর)

শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তখন কোন ভাইরাস নিয়েই চিন্তা নেই : খালিদ মাহমুদ
১২ মার্চ দিনাজপুরে এক অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন দেশের প্রধানমন্ত্রী, তখন কোন ভাইরাস নিয়েই আমাদের চিন্তা নেই। কেননা জননেত্রীর বলিষ্ঠ নেতৃত্বেই আমরা সকল সমস্যার সমাধান খুঁজে পাব।’ (খবর : কালের কণ্ঠ)

করোনা নিয়ন্ত্রণে আমেরিকা-ইতালির চেয়ে বাংলাদেশ বেশি সফল : স্বাস্থ্যমন্ত্রী
১২ মার্চ করোনা ও হাম পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘অন্যান্য বড় বড় দেশ, যেমন- আমেরিকা এখনও করোনা নিয়ন্ত্রণ করতে পারে নাই, ইতালি পারে নাই। কাজেই আমরা তো অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম। যার ফলে বাংলাদেশ এখনও তুলনামূলক ভাল আছে।’ (খবর : ডেইলি স্টার বাংলা)

করোনাভাইরাস মারাত্মক রোগ নয়, সর্দি-জ্বরের মত : পররাষ্ট্রমন্ত্রী
১২ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পার্সেন্টেজের হিসাবে খুব কম মৃত্যু হয়েছে। অধিকাংশ ভাল হয়ে যাচ্ছে। এটা তেমন মারাত্মক রোগ নয়, সর্দি-জ্বরের মত। আর আমাদের দেশে এটা মোটামুটি এখনও খুব বড় আকারে আসেনি।’ (খবর : আমাদের সময়)

ইতালি-স্পেনের মত ভুল বাংলাদেশ করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
১৮ মার্চ মতিঝিলে এক অনুষ্ঠানে ‘মুজিব কর্নার’ উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘করোনাভাইরাসকে সঠিক সময়ে আমলে না নিয়ে ইতালি ও স্পেন ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে। বাংলাদেশ এমন ভুল করতে চায় না।’ (খবর : জাগোনিউজ ২৪ ডটকম)

যুক্তরাষ্ট্রও বাংলাদেশের কাছে মেডিক্যাল ইকুইপমেন্ট চেয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
২৪ মার্চ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘প্রত্যেক দেশেই করোনাভাইরাস সংক্রান্ত মেডিক্যাল ইকুইপমেন্টের চাহিদা খুব বেড়েছে। কয়েকটি দেশ তাদের দেশে এই মেডিক্যাল ইকুইপমেন্ট দেয়ার জন্য আমাদের অনুরোধ করেছে, এমনকি স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রও।’ (খবর : বাংলাদেশ প্রতিদিন)

শেখ হাসিনার মত নেত্রী পেয়েছি বলেই করোনা প্রতিরোধ করতে পারছি : মোহাম্মদ নাসিম
১৭ মার্চ দুস্থদের সহায়তা প্রদানের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে প্রতিমুহূর্তে সাহস জোগাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার মত এমন একজন নেত্রী পেয়েছি বলেই আজ আমরা করোনাকে প্রতিরোধ করতে পারছি।’ (খবর : বাংলাদেশ প্রতিদিন)

করোনার দোহাই দিয়ে সরকারের কাজ বন্ধ করব না : পরিকল্পনামন্ত্রী
১৯ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘করোনার দোহাই দিয়ে সরকারের কাজ বন্ধ করব না। এতে সার্বিক অর্থনীতির ক্ষতি হবে, এটা নিয়ে কোন সন্দেহ নেই।’ (খবর : প্রথম আলো)

করোনা প্রতিরোধে ঢাকা বিমানবন্দরের মত ব্যবস্থা উন্নত দেশগুলোতেও নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৩ মার্চ নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম দাবি করেন, ‘আমি নিজে গত ছয় সপ্তাহে দুবাই, জেদ্দা, ব্রাসেলস, ভিয়েনা ও জেনেভা বিমাবন্দরগুলোতে গিয়েছি। এই বিমানবন্দরগুলোতে বাধ্যতামূলক কোন ধরনের প্রতিরোধ ব্যবস্থা দেখিনি…ঢাকা বিমানবন্দরের মত করোনা রোধে প্রস্তুতি এসব বিমানবন্দরগুলোতে নেই।’ (খবর : আমাদের সময়)

তথ্য গোপন নয়, তবে যুদ্ধে কিছু কৌশল আছে : ওবায়দুল কাদের
২৩ মার্চ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন, ‘কিছু কৌশলগত বিষয় আছে, কৌশলগত বিষয়টা চীনকেও অবলম্বন করতে হয়েছে। কাজেই এসব কিছু বিষয় আছে, সেগুলো প্রয়োজনে গোপন…যুদ্ধ জয়ের স্বার্থে কৌশল হিসাবে গোপন করাটাও প্রয়োজন হতে পারে। একটি বৈশ্বিক যুদ্ধকে মোকাবিলা করছি।’ (খবর : বিডিনিউজ ২৪ ডটকম)

করোনা মোকাবিলায় আমাদের অর্থের কোন সমস্যা নেই : অর্থমন্ত্রী
১৮ মার্চ সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমাদের অর্থের কোন সমস্যা নেই। আমরা আর্থিকভাবে সক্ষম আছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কোন যন্ত্রাংশ কিনতে লাগে, আনুষঙ্গিক সাপোর্ট বাড়াতে হয়, আমাদের জানালে আমরা যথাসম্ভব সহায়তা করব। সকলভাবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্য করব অর্থায়ন করে।’ (খবর : বাংলানিউজ ২৪ ডটকম)

করোনা মোকাবিলায় বিশ্বব্যাংক থেকে ১০০ মিলিয়ন ডলার ঋণ চায় সরকার
করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাংকের কাছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ১৬ মার্চ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিশ্বব্যাংকের কাছে আপাতত ১০০ মিলিয়ন ডলার চেয়ে আমাদের কাছে প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা প্রস্তাবটি বিশ্বব্যাংকের কাছে পাঠিয়ে দিয়েছি। (খবর : জাগোনিউজ ২৪ ডটকম)

আমরা করোনার চেয়ে শক্তিশালী : ওবায়দুল কাদের
২১ মার্চ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনা আমাদের ভয়ংকর এক শত্র“। তবে এমন শত্র“ নয় যে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়ে শক্তিশালী।’ (খবর : যুগান্তর)

করোনা নিয়ে গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী
২০ মার্চ দুপুরে সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে। কারা এসব গুজব রটাচ্ছে তাদের শনাক্ত করতে সরকারের কারিগরি টিম ও বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। যারা এসব করছে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ (খবর : সারাবাংলা ডটনেট)

এখনও এমন রিপোর্ট পাইনি, কারও ঘরে খাদ্য নেই : ত্রাণ প্রতিমন্ত্রী
১১ এপ্রিল দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্র্যাকের জরিপের তথ্য সঠিক নয়। আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে সব সময় খোঁজখবর নিচ্ছি বরাদ্দের কত অংশ কোথায় কিভাবে বণ্টন হচ্ছে। এখন পর্যন্ত দেশের কোথাও এমন কোন রিপোর্ট পাইনি যে কারও ঘরে খাদ্য নেই।’ উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের জরিপ বলেছে যে করোনা পরিস্থিতিতে চরম দারিদ্র্যের হার আগের তুলনায় বেড়ে গেছে ৬০ শতাংশ, আর ১৪ ভাগ মানুষের ঘরে কোন খাবারই নেই। (খবর : জাগোনিউজ ২৪ ডটকম)

Social Share
  •  
  •  
  • 116
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *