সকল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সনদ (চার্টার) চাই

মাহতাব উদ্দীন আহমেদ

দীর্ঘদিন পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার অনুকূল গণতান্ত্রিক পরিবর্তন নিশ্চিত করার জন্য যেসব বিষয়ে শিক্ষক শিক্ষর্থীদের ঐকমত্য ও কার্যকর পদক্ষেপ অপরিহার্য সেগুলো নিয়ে বিস্তর আলোচনা দরকার যাতে সমাজে এর পক্ষে প্রবল জনমত তৈরি হয়। এই লেখায় গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় সনাক্ত করা হয়েছে যেগুলো নিয়ে সবার অংশগ্রহণে ‘ক্যাম্পাস সনদ’ তৈরি হতে পারে। গুরুত্ব বিবেচনা করে আমরা এই লেখা অনলাইনে আগাম প্রকাশ করছি। 

এই মুহূর্তে ডাকসু, জাকসু, রাকসু নিয়ে দেশের অন্যতম শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় সরগরম রয়েছে। এই শিক্ষার্থী সংসদ নির্বাচন হওয়াটা একটা ইতিবাচক পরিবর্তন। তবে অস্বীকার করার কোনো উপায় নাই যে, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হয়ে গেলেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর ক্যাম্পাসে শুধুমাত্র ছাত্রলীগের দখলদারিত্ব ও আওয়ামী লীগের দলীয় লেজুড় প্রশাসনের পরিবর্তন হওয়া ছাড়া পরিস্থিতির আর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। গণঅভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের আশা কী ছিল? তারা চেয়েছিলেন একটি নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস, একটি সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত ক্যাম্পাস, সেটা তারা এখনও পাননি। তারা চেয়েছিলেন একটি দলীয় প্রশাসনমুক্ত ক্যাম্পাস, সেটাও তারা এখনও পাননি। তারা চেয়েছিলেন একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস, একটি গবেষণাবান্ধব ক্যাম্পাস কিংবা পড়াশোনাবান্ধব ক্যাম্পাস, সর্বোপরি একটি অধ্যয়নের উপযোগী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগতভাবে স্বাস্থ্যকর ক্যাম্পাস– এর কোনোটাই গত এক বছরে শিক্ষার্থীরা পাননি।

(more…)
Social Share
  •  
  •  
  • 350
  •  
  •  
  •  
  •  

সর্বজনকথা ১১তম বর্ষ: ৪র্থ সংখ্যা (আগস্ট- অক্টোবর ২০২৫)

(more…)
Social Share
  •  
  •  
  • 350
  •  
  •  
  •  
  •  

সর্বজনকথা ১১তম বর্ষ: ৩য় সংখ্যা (মে- জুলাই ২০২৫)

(more…)
Social Share
  •  
  •  
  • 350
  •  
  •  
  •  
  •  

সর্বজনকথা ১১তম বর্ষ: ২য় সংখ্যা (ফেব্রুয়ারি- এপ্রিল ২০২৫)

(more…)
Social Share
  •  
  •  
  • 350
  •  
  •  
  •  
  •