২৪-এর গণআন্দোলনের গান-৫
সংকলন ও ভূমিকা: বীথি ঘোষ
‘২৪ -এর গণআন্দোলনের গান’ এর ধারাবাহিক লেখার প্রতিপর্বে গানগুলো রচনা বা প্রকাশের তারিখের ক্রমানুযায়ী সন্নিবেশিত। এইপর্বে ৩১ জুলাই, ১ ও ২ আগস্টের গানগুলো প্রকাশিত হলো। প্রকাশিত গানগুলোর সুর, বাণী বা তথ্যে কোনো ভুল থাকলে বা কোনো পরামর্শ থাকলে তা জানানোর অনুরোধ রইলো। সেইসাথে এই সংকলনের বাইরেও কারো কাছে কোনো গানের সন্ধান থাকলে তা জানালে অত্যন্ত কৃতজ্ঞ থাকবো।
শিরোনাম : INQUILAB : ইনকিলাব (র্যাপ)
তারিখ ৩১ জুলাই ২০২৪
Artist – Mcc-e Mac, Gk Kibria
Mcc-e Mac ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
[গানের বর্ণনায় এইখানে নিচের অংশটুকু লেখা ছিল-
কিছু প্রশ্নের উত্তর খুঁজতে গিয়া আমার ভাইয়েরা, চোদ্দ শিকের পিছে, কিছু মাটির নিচে আর অনেকের হদিছ নাই। এমন দেশে জন্মাইলাম মাগো যেখানে ভালোভাবে চলার থেইকা লাশ পাড়ানো সহজ।]
মইরা যামু কী হইছে?
কইয়া যামু কী হইছে?
১৬ বছর কী হইছে?
আর স্বাধীনতার কী হইছে?
কী হইছে আর কী হইবো?
ভবিষ্যতের কী হইবো?
এতো লাশের কী হইবো?
আর দাবিগুলার কী হইবো? (২বার)
আমার মুখের ভাষা বাংলাতে কথা কইলে গুম,
সাদা পোষাকধারী দূর থেইকা কইরা দেখে জুম।
অনেক কথা জইমা আছে যেডি কইতে এখন মন চায় না,
চোখ বন্ধ ভবিষ্যতের আলো খুঁইজা কেন পায় না?
মানুষ না এডি বেটা জানোয়ার,
মানবতার ফেরিওয়ালার ফেরি দেখি খালি আর,
মেট্রোর চোখে পানি, নাটকীয় পর্ব
১৯ জুলাই রাইতে মায়ের বুক হইলো গর্ত।
পকেট ভরা বন্ধ হইলে মেট্রো হইবো ১০বার,
জান গেলে একবার, ফিরবো না বার বার।
পকেট ভইরা বিদেশ পালাও, কইরা চুরি হিসাব মিলাও
পিওন যদি কামায় ৪০০ কোটি, তুমি কামাও কত? লাখ কোটি?
রাজাকার রাজাকার আমি কে? তুমি কার?
পকেট ভরে যেই শালাই ঐ শালাই রাজাকার।
আমার ভাইয়ের রক্তে আজকে আপনার হাতটা রাঙ্গানো
আর টিভিতে নেতাটা বলে, বিপক্ষদের সাজানো।
এই গদি যখন ফিক্সড তখন জনগণ লাগেনা,
কিসের এতো অধিকার কেউ কিছু শুনেনা
কয় বার মারবি? বার বার আসমু, রক্তের জার্সি
ভাই-বোন কবরে, ভুয়া নিউজ খবরে, মিডিয়াটা দখলে
প্রচারক হইয়া গেলো প্রতারক
হাজার কোটি লইয়া ভাইগা গেলো প্রশাসক
ভুয়া ভোটছাড়া দল বাটে তবারক
আমার খোদা হইলো সবকিছুর বিচারক।
বিচার জমা দিলাম, বুকে আঘাত নিলাম
আমি দেশের গোলাম, এই জাতির গোলাম
কত মায়ের বাঁধন, লাল সাদা কাফন
আমি দেখি যখন, আমি মরি তখন
বিচার জমা দিলাম, বুকে আঘাত নিলাম
আমি দেশের গোলাম, এই জাতির গোলাম।
আমার প্রতিবাদি গান যার প্রতিদানই জেল,
আন্ধার রাইতে ঘরের বাইর থেইকা বাজায় কেডা বেল?
আমার টাকায় নেট চালাই বন্ধ করার তুই কে?
রেমিট্যান্স বন্ধ হইলে মইরা যাবি চোখের পলকে।
আমার দেশ সোনার বাংলা, সোনা আছে মাগার বাংলা নাই।
বোনের উপর হামলা তোগোর কাছে কোনো বিচার নাই।
যদি জান যায় তাও ম্যক গান গায়
লগে জি.কে হল্ড পুরা থাকে যে আশংকায়
লিরিকালি ভমকায়, প্রশাসনে ধমকায়
মইরা যামু দেশের লেইগা তাও দেহো চমকায়।
মইরা যামু কি হইছে?
কইয়া যামু কি হইছে?
১৬ বছর কি হইছে?
আর স্বাধীনতার কি হইছে?
কি হইছে আর কি হইবো?
ভবিষ্যতের কি হইবো?
এতো লাশের কি হইবো?
আর দাবি গুলার কি হইবো? (২বার)
আমি এমন একটা জাতি, যে জাতি চালায় হাতি
আর হাতির হইবো নাতি, আবার নাতি চালায় জাতি
এইভাবে যাইবো দিন, দিনের উপরে আসে ঘিন
নৌকা মার্কা ঢেউ টিন, হাতায় দেখি নাইগা MEAN.
লিংক https://www.youtube.com/watch?v=C5WviI48J-s
শিরোনাম : প্রশ্ন (র্যাপ)
গানটি লেখা হয়েছে ৩১শে জুলাই ২০২৪,
প্রকাশিত হয়েছে ৭ আগস্ট, ২০২৪
Tanz Productions
Lyrics : Imtiaz Akib
[গানটি সম্পর্কে নীচের কথাগুলো লেখা ছিল-
পরবর্তী প্রজন্মের জন্য গানটি উপহার দিয়ে গেলাম আমরা। গানটি লেখা হয়েছে ৩১শে জুলাই ২০২৪, বিভিন্ন সমস্যার কারণে গানটি আমরা সময়মত গানটি রেকর্ড করতে পারিনি! যদিও হাসিনার পতন ঘটে গেছে, আপনাদের অনুরোধে গানটি সামনে নিয়ে আসলাম! পোস্ট করেছিলাম যে গানটি আপনারা শুনতে চান নাকি, আপনার বিপুল আগ্রহ দেখে গানটি না দিয়ে পারলাম না। সবাই গানটি বেশি বেশি শেয়ার করে পুরো জাতির কাছে পৌছিয়ে দিলেই আমার চেষ্টা সার্থক হবে। গানটি লেখার মধ্যে দিয়ে আমরা আমাদের মৃত্যু ভয়কে জয় করেছি। আমরা ধরেই নিয়েছি আমরা মারা যাবো কিন্তু আলহামদুলুল্লাহ, আজ আমরা স্বাধীন।]
(গানটির শুরুতে শেখ মুজিবুর রহমানের ভাষণের অংশ বিশেষ-
“আমি প্রধানমন্ত্রিত্ব চাইনা। আমরা এদেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে ভালো হবে না।”)
গুল্লি করলি কেডায় রে আমার ভাইয়ের বুকে রে
বাংলাদেশের পতাকাটাও পাল্টাইয়া হইছে লাল রে
আমার কথা ঝাল রে? ঝাল লাগলে বাল ফালাইছ
সাঈদের মতো গুল্লি কইরা পারলে বুকের জ্বালা মিডাইছ।
বায়ান্নরতে সোজাসুজি রক্তিম বাংলা চব্বিশ
বিজয় হইবো আমগোই যুদ্ধে সবাই যোগ দিস।
বন্দুক ছাড়া যুদ্ধে আয় দেখাই যুদ্ধ কারে কয়
মেধা দিয়াই যুদ্ধ কইরা বুইঝা লমু মেধার জয়।
কেডায় কইলো রাজাকার অয় দি বড় রাজাকার
নাদান চুইষা খাইলি দেশটা এহন লাগছে হাহাকার।
মেট্রোর লাইগ্যা জল ঝরাইলি লাশের লাইগ্যা অভিনয়
বাপ মা কান্দে নিঃস্ব হইয়া কষ্ট জানস কারে কয়।
দেশ বেইচ্চা খ্যাছ লাগাইলি দেশটা কি তোর বাপের নি?
কাডা দিয়াই কাডা তুলমু ছাত্র সমাজ চিনস নি?
চোখে ভাসে ভাইয়ের মৃত্যু শোকের ছায়া কাটে নাই
মাথায় বানছি লাল কাপড় রাস্তায় রক্ত শুকায় নাই।
বাঁচমু নয়তো মরমু আমি প্রতিবাদ তো করমুই
সূত্র এহন ছত্রগো হাতে গলা চিপ্পা ধরমুই
আইনের চক্ষু অন্ধ তোগো কাজে কামে পইছি মিল
পুলিশ যেমনে গুল্লি করে দেখলে মনে হয় মারে চিল।
ভাই বইন মারলি পাখির মতন ঝরছে কত তাজা প্রাণ
উচিৎ কথা কইছি আমি যাইতেও পারে আমার জান।
ডরাইনা আমি তোগো হুমকি ধামকি বালের ফাঁপর
মরনের ভয় কাটাইয়া কিন্যা রাখছি সাদা কাপড়।
আর কত জান লাগবো তর? আর কত লাশ লাগবো তর?
নিরপরাধ ছাত্র মারলি বাপ মার এহন খালি ঘর
যারে পাবি তারে ধর স্বৈরাচার ধইরা খালি কর
বুতাম শার্টের খোলা বুকে যত পারছ গুল্লি কর।
চেয়ার ভাইঙ্গা ধ্বংস করলেই বাঁইচা যাইবো দেশের প্রাণ
কাঠাল রানীর গায়ে লাগে আমগো হগল দেশের গান
রক্ত ঝরছে আরও ঝরুক এক দফা এক দাবি
স্বৈরাচারের হাতের থিক্কা লইতে হইবো দেশের চাবি
আগে ছিল বাংলাদেশ এখন হইছে বাংলা শেষ
বাঁচা মরার দিন শেষ আগে বাঁচাও বাংলাদেশ
কলম হাতে অস্ত্র নাই সরকার পতন আমরা চাই
আমরা হইলাম ছাত্র সমাজ মরতে কোনো ভয় নাই
ছাত্রগো জান কাইরা নিলি ক্যান? প্রশ্ন করলাম জবাব দে
ছাত্র কেন জেল হাজতে? প্রশ্ন করলাম জবাব দে
এত শিশু মরলো কেন? প্রশ্ন করলাম জবাব দে
পিচের রাস্তায় রক্ত কেন? প্রশ্ন করলাম জবাব দে
কি দোষ ছিল ভাই মুগ্ধ’র? প্রশ্ন করলাম জবাব দে
লীগ নামাইলি মাঠে কেনো? প্রশ্ন করলাম জবাব দে
আর কত জীবন লাগবো? প্রশ্ন করলাম জবাব দে
অধিকার মানতে কি সমস্যা? প্রশ্ন করলাম জবাব দে
রাজাকার আমি তুই কে? প্রশ্ন করলাম জবাব দে
উচিৎ কথায় আটক কেনো? প্রশ্ন করলাম জবাব দে
বাকস্বাধীনতা কই আমার? প্রশ্ন করলাম জবাব দে
স্বাধীন দেশটা স্বাধীন নাই কেন? প্রশ্ন করলাম জবাব দে
দেশটা কি আবার স্বাধীন করতে হইবো? প্রশ্ন করলাম জবাব দে
চার কোটি ছাত্র আমরা যুদ্ধ করবি? তাইলে জবাব দে
দেশের এত ঋণ কেন? প্রশ্ন করলাম জবাব দে
ব্যাংকের টাকা উধাও কেনো? প্রশ্ন করলাম জবাব দে
পেটের ক্ষুধায় গরিব মরে কেন? প্রশ্ন করলাম জবাব দে
দেশের ভিতর ভারতীয় ট্রেন কেন? প্রশ্ন করলাম জবাব দে
আর কয় বছর থাকবি গদিত? প্রশ্ন করলাম জবাব দে
দেশটা কি তোর বাপের নাকি? প্রশ্ন করলাম জবাব…
‘এই নে জবাব দিলাম তোরে’
[আমি জানি, এই গানের পর আমি আর না ও থাকতে পারি। যদি বেঁচে থাকি, তাহলে আবার দেখা হবে। মরে গেলে, আমার পরিবর্তে এই গানটা থেকে যাবে।আল্লাহ হাফেজ।]
লিংক https://www.youtube.com/watch?v=Qdbak4Bn_FM
শিরোনাম : ইতিহাস তোমার দিকে তাকিয়ে
ব্যান্ড : দ্য কমরেডস্
কথা ও সুর : সুস্মিতা কীর্ত্তনীয়া
গান প্রকাশ : ১ আগস্ট ২০২৪
যুগ পেরিয়ে আবার
ইতিহাস ফিরে আসে।
দূর দিগন্তে আবার
আর্তনাদ ভেসে আসে!
বাতাসে বারুদের গন্ধে ভেসে
তোমার ওই দুচোখের ঘুম…
কি করে আসে?
সহস্রবার বাধা পেরিয়ে
দেখ হিমালয়ের মত দাঁড়িয়ে,
যত সত্যকে বল নির্ভয়ে,
ইতিহাস তোমার দিকে তাকিয়ে!
চোখের আড়ালে রাজার ভিন্ন সাজ,
দড়ি ধরে মারো টান, এবার রাজা…
হবে খান খান!
রক্তিম গোলাপ হাতে
গণজোয়ার আসে,
সূর্যের মত দৃপ্ত, ঐ দেখ…
মৃত্যু হাসে!
সহস্রবার বাধা পেরিয়ে
দেখ হিমালয়ের মত দাঁড়িয়ে,
যত সত্যকে বল নির্ভয়ে,
ইতিহাস তোমার দিকে তাকিয়ে!
লিংক : https://youtu.be/f4nOfN7Xg6Q?si=VPP3l9Ut_DfADrw5
ছবি: সংগ্রহ
শিরোনাম : বারি মার (র্যাপ)
Artist : Nirov Khan
Producer : Tanz Productions
Tanz Productions এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
তারিখ : ১ আগস্ট, ২০২৪
সকালে উঠিয়া আমি মনে মনে বলি
বেকার অবস্থায় আর কতদিন চলি
সার্টিফিকেট লইয়া চাকরি খুঁজি অলিগলি
মন দিয়া শুনেন এইবার, মনের কথা বলি।
মধ্যবিত্ত ভিক্ষা করতে বোরখা পইরা নামছে।
মাছের বাজার যাইয়া মাছের কাটা কিন্না আনছে।
ঘরে ফিররা রুমে যাইয়া মুখ লুকাইয়া কানছে।
দেখো, মধ্যবিত্ত মানুষগুলা ভিক্ষা করতে নামছে।
দেশে মাদক ঢুকে ধুমায়া, আইন থাকে ঘুমাইয়া
দিনে নেতা রাইতে কাটে মদের বোতল চুমাইয়া।
ডরায় না কাউরে কারণ লিংক আছে গোঁড়ায়
মানুষ খুন ধর্ষণ কইরা কেস ধামা চাপা দেয়।
দেশপ্রেমিক পরকিয়া করে, মানুষ কথা কয় না ডরে।
কি না বাইরে গেলে মারে,
তারপর হাতে মাদক ধরাই দিয়া
জেলের মধ্যে ভরে।
আমার হাজার লিটার তেল কই,
হাজার কেজি চাউল ডাউল?
সামনে ছবি তুইলা পিছে হিসাব নিকাশ আউল ফাউল।
কোটি টাকা পাচার করো দূর দেশে চীনে,
রাইতে পুলিশ টহল দেয়
ভাই, ডাকাইত নামে দিনে।
চাকরি খুঁজতে খুঁজতে আমরা খুইলালাইসি চাড্ডি,
তোমার ঘুষের রাজ্যে আমরা অসহায় হাড্ডি।
চাকরির বাজার গরম
ঘুষ খায় ভইরা ঝোলা
Ak47 লোড আমি বরিশাইলা পোলা।
দেশে লাগছে কি? স্বাধীনতা ভাগছে কি?
বাঁইচা আছি না মইরা গেছি তার খবর কেউ রাখছে কি?
এক কোণায় আগুন লাগা শুরু করলে
টিভি খুইলা নিউজ ধরলে একের পর এক দেশ জ্বলে
সাংবাদিকের নাটক আর পুলিশের আটকে
নিউজের পাতায় পাতায় খুন ধর্ষণ চলে।
কাঁচামালে আগুন লাগছে ফায়ার সার্ভিস পাঠাই দে
মধ্যবিত্তের রক্ত দিয়া আগুনগুলা নিভাই দে।
সভ্য দেশের অসভ্যগুলায় সিন্ডিকেট চালায় রে।
রশি দিয়া বাইন্ধা ওগো আগুন দিয়া জ্বালাই দে।
কয়লা বানাই পানি দিয়া লাশগুলারে গালাই দে।
বস্তা ভইরা লাশগুলারে নর্দমাতে ফালাই দে।
স্কুল শিক্ষক ধর্ষণকারী হুজুরে বলাৎকারকারী
ডাক্তার শালায় অটোপাশ আর সাংবাদিক চমৎকারকারী।
ভার্জিনিটির হিসাব পইরা তলে তলে চুতমারানি।
আমার ভাই তোমার ভাই সভাপতির গতি নাই।
পা চাইট্টা নেতা হইসে ভক্ত ওরা লালন সাঁইর।
লোকাল চুলে কালার দিয়া ফরেনার
কথা কইছ না বারি মার, পিস্তল দিয়া ঝারি মার।
পেট্রোল নিয়া আগুন দিয়া জ্বইলা পুইড়া ছাড়খার।
শ্যাটা ভাঙ্গবি একবার মনে করবো বারবার।
চুপচাপ খাড়াই দেখবি জনগণের কালচার।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি
বেকার অবস্থায় আর কতদিন চলি
সার্টিফিকেট লইয়া চাকরি খুঁজি অলিগলি
মন দিয়া শুনেন এইবার, মনের কথা বলি।
মধ্যবিত্ত ভিক্ষা করতে বোরখা পইরা নামছে।
মাছের বাজার যাইয়া মাছের কাটা কিন্না আনছে।
ঘরে ফিররা রুমে যাইয়া মুখ লুকাইয়া কানছে।
দেখো, মধ্যবিত্ত মানুষগুলা ভিক্ষা করতে নামছে।
হায়রে হায় বাংলাদেশ,
মাছের কাটা খাইয়া মোরা আছি ভালো আছি বেশ।
১ তারিখে বেতন হাতে ১০ তারিখে শেষ
আমার ফিউচার অন্ধকার আমার জন্ম বাংলাদেশ।
এখন যেডি খাই আমরা কুত্তায়ও খায় না।
মানুষেরে মুরগী বানাইয়া ডিম খাওয়ায় চায়না।
সিন্ডিকেট চালায় দেখো সুন্দরবনের হায়না,
পকেট খালি কইরা ফেলায় দালালের বায়না।
ছেলের হাতে খুন হয় জন্মদাতা পিতা,
বৃদ্ধাশ্রমে ঠাঁই পায় আমার প্রিয় মাতা।
মিথ্যা কথা ভাল্লাগে তাই সত্য কথা তিতা,
কুত্তার গায়ে কালার দিয়া নাম দিছে চিতা।
কি আর কমু ভাই আরে,
চিপায় পড়লে হাতি পিঁপড়ায় মারে লাথি।
এডি মানব জাতি না এডি মাদারচোত জাতি।
ভোটার রৌদ্রে ফাই হয় আর নেতার মাথায় ছাতি।
রাজনীতিতে নামছে ওরা খাইয়া লাল পানি
কেডায় লিড দেয় কার পিছনে সব কথাই জানি।
ওরা পা চাইটা নেতা হইছে বহুত কইরা কাঞ্জুসি
জন্ম হইছে আবাসিকে বন্ধ ছিল ফার্মেসি।
বাপগুলান ভন্ড ওগো দুর্ঘটনায় জন্ম,
কইরা অবোইধ সংগম রাইতে ফাইটা গেছে কন্ডম
কেমনে স্বাধীনতার দিনে তামাক পাতার গান চলে
আবার হেডি শুইনা আবাল মানুষ নাচে তালে তালে।
তোরা চুপ কইরা না থাইকা জুতা মার গালে,
নীরব উচিৎ কথা কইলে তগো আগুন জ্বলে বালে।
মাইক্রোফোনটা হাতে লইয়া বড় বড় ফাল পার,
রাজনীতির নামে চালায় কিশোর গ্যাং কালচার।
লাল পানিতে চুমুক দিয়া গ্যাসটিকে আলসার,
২৫ পার হবার আগেই ধরা পড়ছে ক্যান্সার।
উকিল খায় ঘুষ আর বিচারকরা পাও চাটে
মুখ খুলিশ না তোরা, আমার জেলের ভয়ে দিন কাটে।
ডাইনে বামে ছাড় নাই যদি লইয়া লয় বাটে
মুখ খুললেই ভইরা দিবে ১৪ শিকের খাটে।
আমার ৫২ লাইনের ভাষণ কাঁপাইবো ৫২ সালের আসন।
আমার কথা কইতে ডর লাগে ভাই পিছনে প্রশাসন।
আমার ৫২ লাইনের ভাষণ কাঁপাইবো ৫২ সালের আসন।।
লোকাল চুলে কালার দিয়া ফরেনার
কথা কইছ না বারি মার, পিস্তল দিয়া ঝারি মার।
পেট্রোল নিয়া আগুন দিয়া জ্বইলা পুইড়া ছাড়খার।
শ্যাটা ভাঙ্গবি একবার মনে করবো বারবার।
চুপচাপ খাড়াই দেখবি জনগণের কালচার।
লিংক https://www.youtube.com/watch?v=YXcL2UfYPZ8
শিরোনাম : রক্ত গরম মাথা ঠান্ডা
ব্যান্ড : কাকতাল
তারিখ : ২ আগস্ট, ২০২৪
[গানের বর্ণনায় নীচের কথাগুলো লেখা-আধমরাদের গান গেয়ে চল বাঁচাই… Those who are hiding behind duty, responsibilities, fear or greed towards anything other than the future of this nation, please wake up and do your part. Your country needs you, your children need you to be an example they can look up to.]
আগে শত্রু ছিল ভিনদেশি – কত রক্ত দিয়া মুক্তি আইসে
এহন সবাই একদেশি তাও রক্ত ঝরে রাজপথে তোমার… তোমার
তোমার হাতের কাগজ কলম- তোমার হাতের বন্দুকের গুলিতে
মরে সন্তান তোমার- বন্ধু তোমার কানতাসে-
আহারে আহারে- বইলা তুমি কি করতাসো সেইটা বলো আমাদের।
রাস্তায় নামসে পুলিশ আর্মি – তোমরা তো এই দেশের জানি
হাতে ধরসো বন্দুক বোমা- সামনে দাঁড়ায় তোমার পোলা
বুকটা পাইতা দিসে দেখো হাতটা তার খালি- হায় হায় হাতটা তার খালি
তোমরা নাকি বুঝদার অনেক
দায়িত্বের ভাব দেখাও কামে
দায়িত্বটা কার প্রতি তা ভাইবা দেখসো কি?
রক্ত গরম মাথা ঠাণ্ডা কইরা ভাবসো কি?
দেশটা কারো বাপের না
সরকার পরিবারের না
দেশের মালিক সব জনগণ –তার মধ্যে তুমি।
আমলা- কামলা- উকিল- ডাক্তার আর্টিস্ট থেকে ইঞ্জিনিয়ার-
ছাত্র- পাত্র- বণিক – সৈনিক – সবাই নিয়ম মত দৈনিক
মাথার না হয় হাতের শ্রমে গড়তাসে এই দেশ তারাইতো বানাইসে সরকার
তাইলে দেশটা বলো কার?
কে কার মালিক- কে কার প্রজা ভাইবা দেখসো কি?
রক্ত গরম মাথা ঠাণ্ডা কইরা ভাবসো কি?
জানি, বলবা তোমার হাত পা বাঁধা- সংসারে সন্তান-মা-বাবা
চাকরি গেলে টানবা ক্যামনে জীবনের ঘানি?
আচ্ছা, বুঝলাম তোমার হাত পা বাঁধা- বাঁধসে কে দুই একজন রাজা?
বাকি সবাই এক হইলে সেই রাজা করবো কি?
জনগণ সংখ্যায় তো বেশি।
“যা আছে তাও হারায় যদি”- এই ভয়ে চাটতাসো গদি
তাইলে এখন প্রশ্ন করি কোনটার বেশি দাম?
দুই/চার দিনের জন্য ক্ষমতা – টাকা পয়সা নাকি প্রাণ?
বলো কোনটার বেশি দাম?
দুই/চার দিনের জন্য ক্ষমতা – টাকা পয়সা না সন্তান?
রক্ত গরম মাথা ঠাণ্ডা – ভাবো পরিণাম।
বলে, “মরসে সব অপদার্থ”- আমরা বুদ্ধিমান!
আমি কে তুই চিনোস? তুই কি জানোস আমার নাম?
জানি অহংকারেই পতন- কইরো বিবেক পর্যবেক্ষণ
আসল খুনি কিন্তু যুক্তি না – এক কপট স্বৈরাচার -সাথে নাম লেখা তোমার।
এখন কি হবে তোমার?
এখন কি হবে তোমার সন্তানের?
কি হবে তোমার?
যদি গুলি খাইয়া পইড়া থাকে কে করবে বিচার?
নাই তো তোমার অধিকার – নাই তো কারো অধিকার!
এসবের দায়টা বলো কার- এ দায় আমাদের সবার- তার চেয়ে বেশি যে তোমার।
ভাবো -কে কারে কীভাবে করসে ব্যবহার …
রক্ত গরম মাথা ঠাণ্ডা কইরা বারেবার।
জনগণ তো শান্তি চায়- সবাই তো অধিকার চায়
তাতে বাঁধা দিলে বলো মাইনা নিবে ক্যান?
বলো মাইনা নিবে ক্যান?
যারা শান্তি কাইড়া ন্যায্য কথা কইলে মাইরা দিবে
তাদের সাথে কিসের আলাপ কিসের এত সন্ধি—
স্বাধীন দেশে আমরা সবাই আইজও কেন বন্দী!
স্বাধীন দেশে আমরা সবাই আইজও কেন বন্দী!
রক্ত গরম মাথা ঠাণ্ডা কইরা ভাবসো কি?
আরও অনেক প্রশ্ন আছে- বুঝলাম পরিবর্তন আসবে
কিন্তু তারপর কি? অল্টারনেটিভ কি?
আবার একই সিস্টেম- বস্তা পচা সস্তা কথার ফাইজলামি?
আগের কথা শুনলে বুঝতেন কি কইতে চাইসি
সরকার শুধু লিডার না ভাই – সরকার হইল আমরা সবাই
যার যার কাজ ঠিক মত করলে কে করবে ক্ষতি?
বলো কে করবে ক্ষতি?
রক্ত গরম মাথা ঠাণ্ডা কইরা ভাবসো কি?
আচ্ছা, ঠিকঠাক বুঝলাম সবই– এখন কি কাজ করতে পারি?
খালি হাতে রাস্তায় নাইমা যদি খাই গুলি?
বলেন, গুলি করার কেউ না থাকলে কে করবে গুলি?
আপনি যদি না করেন তো কে করবে গুলি?
আপনি যদি না বলেন তো কে করবে গুলি?
তবে রাস্তায় ছাড়াও কাম আসে?
যাবেন যার যার অফিসে
উলটা পালটা অর্ডার আইলে করবেন না কাম- শোপিসের
দুর্নীতিটা বাদ দেন এইবার – সময় আসল নীতি ধরবার
মাইনষের ক্ষতি করলে সেইটা নিজের হইয়া যায়
ভাইরে, নিজের হইয়া যায়।
সবাই মিলে আওয়াজ তুলেন- অধিকারের কথা বলেন
কথার সাথে কাজ মিলান আর সবার সাথে হাত । তারপর
যার যার জায়গায় চর্চা করেন আসল সম্প্রীতি।
নাইলে ছাইড়া দেন চাকরি।
আজকে নাইলে কালকে জিতবেন
নিজেদের সম্মান বাঁচাইবেন
নিজের সন্তান দাম না দিলে সম্মান আবার কি?
বলেন সম্মান আবার কি?
বিবেক বুদ্ধির জবাব কি?
রক্ত গরম মাথা ঠাণ্ডা কইরা ভাবসেন কি?
তাই, রক্ত গরম – মাথা ঠাণ্ডা
পথ অনেক কাজ বাকি- পথে শত্রু কুচক্রী
আমরা আমরা কিসের লড়াই
এক্টাই তো জাতি- একই তো দাবি-
চাই অধিকার- চাই সুবিচার
সবাই চায় শান্তি- সবাই চায় মুক্তি
অমানুষের দুঃশাসনের
পতন ইস লোডিং
মনুষ্যত্বের আধিপত্যে
আসুক নতুন দিন।
রক্ত গরম – মাথা ঠাণ্ডা কইরা ধর হাল
আর দেরী নাই- ওই দেখা যায়- সূর্য রক্ত লাল।
লিংক https://www.youtube.com/watch?v=v6B6Z4S8PCY
শিরোনাম : বলবো কি মনের কথা (গজল)
আর্টিস্ট-শামীমা নাজমিম
অডিওঃ নূরানি স্টুডিও
ভিডিও- এস এন স্টুডিও
আবুর রাজ্জাক নামে একটি ফেসবুক একাউন্ট থেকে গানটি ২ আগস্ট ২০২৪ প্রকাশিত হয়।
বলবো কি মনের কথা লাগে বড় ব্যথা
উধাও হয়ে গেল কোথায় মানবতা।
নেমেছে ঐ প্রতিবাদে ছাত্ররা রাজপথে
হবে না রে বৃথা। লাগে বড় ব্যথা।
অনামিশা* দূর হবে সূর্য হবে উদয়
কোটা বাতিল করতে আজি হলো অকুতভয়।।
মেধাবিরা একসাথে জীবনকে নিয়ে হাতে
লড়ছে আজি হেথা।
শতের অধিক জান দিল, প্রথম আবু সাঈদ
সিনা পেতে হেসে হেসে হয়ে গেল শহীদ।
জালিমদেরই অত্যাচার সয়ে তবু হয় দুর্বার
ভীত নয় সেথা, লাগে বড় ব্যথা।
ফেরাউনের বেশধারী আছে হাসিনা
কী নিপীড়ন নির্যাতন করলো কামিনা
বলে তাই এম এ হান্নান, জনগণের হলি দুশমন
থাকবে হৃদয় গাঁথা, লাগে বড় ব্যথা।।
*(খুব সম্ভবত অমানিশা বলতে চেয়েছেন)

শিরোনাম : জেগে ওঠো আরেকবার
তারিখ : ২ আগস্ট, ২০২৪
[এনামুল হক নামে একজনের ফেসবুক ওয়াল থেকে গানটি সংগৃহীত হয়েছে। গানটি প্রচারের তারিখ পাওয়া গেছে ০২ আগস্ট, ২০২৪। গানটির মিউজিক, শব্দ ব্যবহার, ভোকাল এবং গায়কীতে উচ্চারণ সব মিলিয়ে প্রাথমিক ধারণা করাযায় গানটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI টুলস দিয়ে নির্মিত]
তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!
চাইতে গেলাম অধিকার। হয়ে গেলাম রাজাকার।
মুক্তিযুদ্ধের চেতনা দেশটা কারো বাপের না।
লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে।
জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে।
দালালি না রাজপথ? রাজপথ রাজপথ।
জালিমদের হাত ভেংগে রক্তে লিখবো কথা।
স্বাধীততার স্বপ্নে গড়বো নতুন ব্যথা।
তোমার আমার স্লোগানের একটাইতো ভাষা
স্বাধীনতার অগ্নি জ্বলুক সর্বদা।।
রক্তে লেখা স্বাধীনতার গান
বাংলার মাটিতে চলুক নতুন গান।
মাটির টানে সবাই একসাথে জাগি।
স্বাধীনতার সূর্যের আলোয় ভাসি।
জাগো রে জাগো নতুন সূর্যের আলো
বাংলার মাটিতে স্বাধীনতার চলো।
জাগরণে বাংলাদেশ আমাদের স্বপ্ন সত্যি হবে।।

লিংক https://www.facebook.com/watch/?v=879132060696422&rdid=pNqCX78aX7oR6VPj
শিরোনাম : ফুল ফুটেছে নতুন ভোরের
কথা ও সুর : জিহাদ
লেখা ও সুর : ০২ আগস্ট, ২০২৪
ফুল ফুটেছে নতুন ভোরের
দেখবো আগামীকাল
সারা প্রহর জেগে আছি
হবে যে সকাল।
বুক পেতেছে কত শহীদ
মানেনি মানেনি হার
সারা প্রহর জেগে থেকে
দেখবো এই সকাল।
কসম দিলাম, শপথ নিলাম
ভাঙ্গবো তোমার ঘোর
বুকের ভেতর ঝড় নেমেছে
কাপছো থরথর
ভয় করিনা বুলেট বোমা
গুম খুন অত্যাচার
স্বৈরাচার গদি ছাড়
হত্যাকারী গদি ছাড়
স্বৈরাচার গদি ছাড়
এই মূহুর্তে গদি ছাড়।।
শিরোনাম : কেরা রে (র্যাপ)
তারিখ ২ আগস্ট, ২০২৪
Artist : Mc Trane
Producer : Tanz Productions
[শেষে Tanz Productions থেকে আহ্বান জানানো হয়- আর্টিস্টরা এগিয়ে আসুন, গানের মাধ্যমে প্রতিবাদ করুন। আমাদের জীবন হুমকির মধ্যে, জীবনের কোনো নিশ্চয়তা নেই। আমাদের এক ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা না থাকলেও, আমাদের গানটি শেয়ার করে পুর জাতির কাছে পৌঁছিয়ে দিয়েন।
গত ১৭ই জুলাই ২০২৪ থেকে ছাত্রদের পক্ষে এবং স্বৈরশাসকের বিরুদ্ধে জীবনের ঝুকি উপেক্ষা করে র্যাপ গান রিলিজ করে পু*লিশ এবং ছাত্রলীগের অত্যাচারের কথা ফুটিয়ে তুলে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ায় Tanz Productions যা দেশের অন্য কোনো মিউজিক লেবেল করার সাহস পায়নি। এরপর থেকেই ফোন কলের মাধ্যমে হুমকি পেয়ে আসছি আমরা। তারপরেও আমরা ভয় না পেয়ে একের পর এক বিপ্লবী র্যাপ গান রিলিজ করতে থাকি। কিন্তু তারা আমাদের দামিয়ে রাখতে না পেরে আমাদের চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট করে। ফলে ইউটিউব থেকে নোটিশ আসে যে Tanz Productions চ্যানেলের মনিটাইজেশন বাতিল করা হয়েছে। মনিটাইজেশন হারিয়েছি তাতে দুঃখ নেই তবে এই সময়ে সাধারণ জনগণকে আমাদের পাশে দেখতে চাই। আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিও গুলোতে বেশি বেশি লাইক কমেন্ট করে সাপোর্ট দিয়ে চ্যানেল টি ট্রেন্ডে নিয়ে আসুন আপনারা। আমাদের ইনকাম লাগবে না, দেশের সত্য তুলে ধরতে চাই মানুষের মাঝে। আমাদের সাথে থাকুন।]
৫২ তে ভাইরে মারলো পাকিস্তানি বাহিনী
আইজকা ভাই বইনে মরলো, দুইডাই সেম কাহিনী
বর্বরতা মাথায় উঠসে বিবেক বুদ্ধি গাতায় ঢুকসে
বড় ভাই এর সোনা ধইরা মনে করসোস গুনা মিটসে?
রডের বারি খাইয়া আমার ভাইরা লুকায় রোরখার তলে
শয়তানের বাচ্চারা দেখ বইনের চুলের মুঠি ধরে
সল্লি কয় ভ্যাজাল করছোস তগো কিসের অধিকার!
আমগো হুকুম বয়কট করছোস তার লাইগা রাজাকার
ভাইবইনেরা রক্ত দিল লাগলে দিবো জান আবার
অধিকার হোক সমান সমান দেশ একার না দেশ সবার
ভাই আমার জীবন দিসে বাপে জানলো খবরে
মরার ঘাট কি বাইন্দা আইছোস যাইবি না তুই কবরে?
মায়ের বুকটা খালি করলি আইটকা যাবে হাশরে
দেশটা যদি বাঁচাবার চাও বাঙালি আজ জাগোরে
কইলজা মাইটা পুইড়া গেলেও হাত ছাড়িস না ভাই তোরা
কুত্তা দিয়া ছাত্র মারায় লুইটা খাওয়ার পায়তারা
কেরারে গুলি করলি ভাইরে
বাঙালির চোখ ফুটসে সঠিক বিচার চায়রে।
লিংক https://www.youtube.com/watch?v=HJFhVccjRbM
শিরোনাম : চব্বিশের আর্তনাদ
প্রকাশ ২ আগস্ট, ২০২৪
কণ্ঠ: তানভীর, সাজিদুল এবং ইমরান
কথা : মাসুম বিল্লাহ সাকিব
সুর : সাজিদ এবং তানভীর
Tarana ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
আমি অধিকার চেয়েছি বলেই এমন অত্যাচার
হে মালিক তোমার দ্বারে দিয়ে দিলাম গো বিচার
আমি অধিকার চেয়েছি বলেই এমন অত্যাচার
হে মালিক তোমার দ্বারে দিলাম গো বিচার ।।
রাফি মুগ্ধ আবু সাঈদ ন্যায়ের পথে হইল শহীদ
ন্যায়ের কথা বলায় কি হায় দোষ ছিল সবার!
স্বজনের বিয়োগ ব্যথায় অশ্রু ঝরায় আঁখি
বুকের ভেতর কষ্ট এত কেমনে চেপে রাখি।
যেন আজ আকাশ ভারী মা বোনের আহাজারি
করুণ সুরে বলছে মায়ে কই ছেলে আমার
কই ছেলে আমার।।
স্বাধীন দেশে স্বাধীন বেশে বলতে পারিনা কথা
এই বুঝি ভাই হলো আমার বাংলার স্বাধীনতা!
ফিকলো গুলি আমার বুকে
অধিকার চেয়ে মরছি ধুকে।
ন্যায়ের কথা বলাই কি হায়
দোষ ছিল আমার।।
হে মালিক তোমার কাছে দিলাম গো বিচার।
আমি অধিকার চেয়েছি বলেই এমন অত্যাচার
হে মালিক তোমার দ্বারে দিয়ে দিলাম গো বিচার
আমি অধিকার চেয়েছি বলেই এমন অত্যাচার
হে মালিক তোমার দ্বারে দিলাম গো বিচার ।।
লিংক https://www.youtube.com/watch?v=KGMb8i6i_iw
শিরোনাম : স্বৈরাচার (র্যাপ)
প্রকাশ ২ আগস্ট, ২০২৪
কণ্ঠ, ও সুর : Cfu36
কথা : Md. Saif Khan
Cfu36 ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
দেহাইলি এক ছবি আর টিকিট কাটলাম দুইডা,
যেইডি রাস্তায় নাইমা ডায়লোগ দেয় আমরা রাস্তাতেই পয়দা।
রাজপথের টোকাই খাওয়া 7up আর সিঙ্গারা ,
তোগো খোঁজে ছাত্রসমাজ আহিস পারলে টিম ছাড়া।
আয় খেলি ফেস টু ফেস দেহি কোন বাপের পোলা,
শালা টোকাই গুলার হাতে অস্ত্র শেল্টার দেয় ঠোলা। ছি!
হারাইলাম ভাই-বোন আমার বাপ মায় করে আফসোস,
আমার মায়ের বুকের আহাজারি তোরা কি আর দেখসোস ?
নাটক কম কর প্রিয়, একটু দেশের খবর নিও ,
আমরা কোটি টাকা চাইনি খালি ন্যায্য টুকুই দিও।
দেশটায় খ্যাঁচ লাইগা নেটটা বন্ধ কইরা দিও,
আমরা উদাম কইরা থাকুম ভারত তোমরা মজা নিও।
R.I.P. আবু সাঈদ, R.I.P. ফারহান ফাইয়ায,
ভাই তোমরা দিসো সাহস আমগো গলায় তুলসি আওয়াজ।
R.I.P. শরীফ হাসান, R.I.P. হোসেন আদনান,
ভাই তোমরা গড়সো ইতিহাস আর ওরা তুলসে কামান।
খোদা ছাড় দিছে ঠিকই কিন্তু দিবো না তো ছাইড়া,
যে মায়ের বুক খালি কইরা জান লইলি কাইরা।
এই দেশের স্বৈরাচার আবিষ্কার করে রাজাকার,
মুগ্ধ তোরে কথা দিলাম যুদ্ধ হইবো আরেকবার।
মুগ্ধ তোরে কথা দিলাম যুদ্ধ হইবো আরেকবার।
This is voice of the street,
This is power of the street.
লিংক https://www.youtube.com/watch?v=c6j_6Do24O4
বীথি ঘোষ: শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক। ইমেইল ghoshhbithii@gmail.com
