শ্রদ্ধাঞ্জলি: বদরুদ্দীন উমর ও আহমদ রফিক

শ্রদ্ধাঞ্জলি: বদরুদ্দীন উমর ও আহমদ রফিক

বদরুদ্দীন উমর (২০ ডিসেম্বর ১৯৩১- ৭ সেপ্টেম্বর ২০২৫)

দীপা দত্ত সেন

প্রখ্যাত, লেখক, গবেষক, রাজনীতিবিদ প্রয়াত বদরুদ্দীন উমর ছিলেন সময়ের একজন সাহসী এবং প্রতিবাদী কণ্ঠস্বর। আপসের বিপক্ষে তাঁর অপ্রতিরোধ্য সাহসী এবং বলিষ্ঠ কণ্ঠস্বর এদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসে উজ্জ্বল অক্ষরে লিখিত থাকবে। কোনপ্রকার পুরস্কার বা পদ-পদবির লোভ তাঁকে আদর্শচ্যুত করতে পারেনি। তিনি অনায়াসে বাংলা একাডেমি পুরষ্কার সহ অনেক পুরষ্কার প্রত্যাখ্যান করেছেন। সর্বশেষ বর্তমান সরকারের দেওয়া স্বাধীনতা পুরষ্কারও তিনি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। 

 বদরুদ্দীন উমর বিভিন্ন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লিখেছেন, একই সাথে নিরলসভাবে লিখে গেছেন বহুমুখী তাত্ত্বিক রচনা এবং গবেষণা ভিত্তিক অনেক মূল্যবান গ্রন্থ। তিনি লিখেছেন পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা, সংস্কৃতির সংকট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ, চিরস্থায়ী বন্দোবস্তে বাংলাদেশের কৃষক সহ শতাধিক মুল্যবান গ্রন্থ, যার মধ্যে তিনি বেঁচে থাকবেন চিরকাল। 

আইয়ুবের সামরিক শাসনামলে বিরুদ্ধ বক্তব্য এবং মন্তব্যের কারণে তিনি সরকারের বিরাগভাজন হয়েছিলেন। মোনায়েম খানের শাসনকালে এক পর্যায়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং পদত্যাগ করেছিলেন অনায়াসে। স্পষ্টভাষী এবং আপসকামিতার বিপক্ষে তিনি বর্তমান সমাজে এক বিরল প্রকৃতির মানুষ। তিনি প্রায় সুদীর্ঘ ৯৪ বৎসরের সক্রিয় এবং সফল জীবন যাপন করে গেছেন। তাঁর মৃত্যুতে আমার শোক জানানোর ভাষা নেই। 

তাঁর সাথে আমার পরিচয় হয়েছিল আমার স্বামী প্রয়াত অচিন্ত্য সেনের মাধ্যমে যখন তিনি সাপ্তাহিক হলিডে পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন। হলিডে পত্রিকার মাধ্যমে কমরেড উমরের সাথে অচিন্ত্য সেন খুব দ্রুত ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। আমরা তাঁদের পরিবারের একপ্রকার সদস্য হয়ে গিয়েছিলাম। তখন প্রতি ঈদে, বিশেষ করে প্রতি বকরি ঈদের দিন, দুপুরে তাঁদের নয়াপল্টনের বাসায় আমাদের দাওয়াত ছিল নিশ্চিত। রান্নাঘরের সামনেই তখন আমাদের আড্ডা জমত। রান্নার ফাঁকে ফাঁকে ভাবি আলাপে যোগ দিতেন। তখন দেখেছি আপাতদৃষ্টিতে রাগী বা অনেকসময় বদরাগী বলে পরিচিত ব্যক্তি বদরুদ্দীন উমর কত বন্ধুসুলভ এবং স্নেহশীল একজন ব্যক্তি। আমাদের সৌভাগ্য, আমরা দুজনেই উমর ভাই এবং ভাবির স্নেহধন্য হয়েছি। তাঁদের পরিবারের সাথে যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এখনো তা অবিচ্ছিন্ন রয়েছে তবে বর্তমানে দূরত্বের কারনে দেখা সাক্ষাৎ খুব কমই হয়।

শিক্ষকতার কাজ ছেড়ে দেওয়ার পর কমরেড উমর কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে পার্টির পত্রিকা গণশক্তির দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীতে চীনপন্থি কমিউনিস্ট পার্টির বিভক্ত বিভিন্ন অংশের সাথে যুক্ত থেকে কাজ করার ইচ্ছা থাকা সত্বেও তা সম্ভব হয়নি। পরে তিনি একটি ঐক্যবদ্ধ পার্টি গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন একজন নির্লোভ একনিষ্ঠ বিপ্লবী। তাঁর প্রতিবাদী ব্যক্তিত্বের কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। বর্তমানে তাঁর সম্পাদনায় প্রকাশিত সংস্কৃতি একটি উচ্চমানের মার্ক্সীয় এবং সমাজ গবেষণা ধর্মী পত্রিকা। তাঁর নেতৃত্বে পরিচালিত জাতীয় মুক্তি কাউন্সিল একটি রাজনৈতিক সংগঠন যার মাধ্যমে তিনি এদেশের মুক্তিসংগ্রাম চালিয়ে যেতে মৃত্যু অবধি সক্রিয় ছিলেন।

কমরেড উমরের স্ত্রী, আমাদের শ্রদ্ধেয়া ভাবি সুরাইয়া হানম, পূবালী ব্যাংক মহিলা শখার প্রধান হিসেবে দীর্ঘদিন অত্যন্ত কৃতিত্বের সাথে কাজ করেছেন। মনীষী বদরুদ্দীন উমরের পাশে এই মহীয়সী নারী সুরাইয়া হানম তাঁর জীবন চলার পথ প্রশস্ত করে দিয়েছিলেন, তাঁর পথ চলা সহজ ও নিরাপদ করে দিয়েছিলেন। শ্রদ্ধেয়া সুরাইয়া হানম ভাবিকে জানাই আমার আন্তরিক অভিবাদন, সমবেদনা এবং গভীর ভালবাসা। স্নেহের ফালুদা, সারা এবং সোহেলকে রইল আমার গভীর ভালবাসা, সমবেদনা।

মনীষী বদরুদ্দীন উমরের পাশে এই মহীয়সী নারী সুরাইয়া হানম তাঁর জীবন চলার পথ প্রশস্ত করে দিয়েছিলেন, তাঁর পথ চলা সহজ ও নিরাপদ করে দিয়েছিলেন।

দেশ আজ বড় দুর্যোগ এবং অস্থিরতার আবর্তে। এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ধর্মকে হাতিয়ার করে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা কসছে। দেশের এই ক্রান্তিলগ্নে জনগণের অটুট ঐক্য এবং প্রগতিশীল নেতৃত্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নেই।

কমরেড উমরের প্রয়াণ যে শূন্যতা সৃষ্টি করেছে তা পুরণ হবার নয়। কিন্তু কোন প্রকার হতাশায় আমাদের দমে যাওয়ার সুযোগ নেই। আজ একজন সাধারণ নাগরিক হিসাবে আমার বিনীত আহ্বান, আপনারা সকল দল ও মতের  বিভেদ ভুলে প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। চলুন কমরেড বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোককে আমরা শক্তিতে পরিণত করি। কমরেড বদরুদ্দীন উমর অমর হোন। আন্তরিক অভিবাদন এবং লাল সালাম।

 

দীপা দত্ত সেন: উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নেত্রী। ইমেইল: dipasen95388@gmail.com   

 

বদরুদ্দীন উমরের বইএর তালিকা

সাম্প্রদায়িকতা ১৯৬৬। সংস্কৃতির সংকট ১৯৬৭। সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা ১৯৬৯। পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ম খণ্ড ১৯৭০। চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক ১৯৭২। Politics and Society in East Pakistan and Bangladesh ১৯৭৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ঊনিশ শতকের বাঙালী সমাজ ১৯৭৪। যুদ্ধোত্তর বাঙলাদেশ ১৯৭৫। পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, ২য় খণ্ড ১৯৭৫। বাঙলাদেশে কমিউনিস্ট আন্দোলনের সমস্যা ১৯৭৬। যুদ্ধপূর্ব বাঙলাদেশ ১৯৭৬। Imperialism and General Crisis of the Bourgeoisie in Bangladesh  ১৯৭৯।  ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসংগ ১৯৮০। Towards The Emergency Rule in Bangladesh ১৯৮০। আমাদের ভাষার লড়াই       ১৯৮১। পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসংগ ১৯৮২। বাঙলাদেশে মার্কসবাদ ১৯৮২। বাঙলাদেশে বুর্জোয়া রাজনীতির চালচিত্র ১৯৮২। ভারতীয় জাতীয় আন্দোলন ১৯৮৪। পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, ৩য় খণ্ড ১৯৮৫। বাঙলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের কয়েকটি দিক ১৯৮৫। মার্কসীয় দর্শন ও অন্যান্য প্রসংগ ১৯৮৫। বাঙলাদেশের কৃষক ও কৃষক আন্দোলন ১৯৮৫। বাঙলাদেশে আর্থ-সামাজিক পরিবর্তনের ধারা ১৯৮৭। বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি ১৯৮৭। বাঙলাদেশের মধ্যবিত্ত ও সাংস্কৃতিক পরিস্থিতি ১৯৮৯। বাঙলাদেশে ধর্মের রাজনৈতিক ব্যবহার ১৯৮৯। পশ্চাৎপদ দেশে গণতন্ত্রের সমস্যা ১৯৯০। বিপ্লব ও প্রতিবিপ্লব ১৯৯০। বামপন্থী মহলে অনৈক্য ও গণতান্ত্রিক বিপ্লবী ঐক্য প্রসংগে ১৯৯১। নব্বুই-এর নাগরিক বুর্জোয়া অভ্যুত্থান ও অন্যান্য প্রসংগ ১৯৯২। প্রতিবিপ্লব ও সমাজতন্ত্রের ভবিষ্যৎ ১৯৯২। ধর্ম রাজনীতি ও সাম্প্রদায়িকতা        ১৯৯৩। ধর্মীয় প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে ১৯৯৪। বাঙলাদেশে গণতান্ত্রিক স্বৈরতন্ত্র ১৯৯৪। মুক্তি কোন পথে ১৯৯৪। বাঙলাদেশের আর্থ-রাজনৈতিক পরিস্থিতি ১৯৯৪। বাঙলাদেশে দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য ১৯৯৪। বাঙলাদেশে বুর্জোয়া রাজনীতির দুই রূপ ১৯৯৫। সাম্রাজ্যবাদের নোতুন বিশ্বব্যবস্থা ১৯৯৫। সামরিক শাসন ও বাঙলাদেশে রাজনীতি ১৯৯৫। আমাদের সময়কার জীবন ১৯৯৬। একাত্তরের স্বাধীনতাযুদ্ধে বাঙলাদেশে কমিউনিস্টদের রাজনৈতিক ভূমিকা ১৯৯৬। জনগণের হাতে ক্ষমতা: নির্বাচন না অভ্যুত্থান ১৯৯৬। বাঙলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ১৯৯৭। বিবিধ প্রসংগ ১৯৯৮। সাম্রাজ্যবাদ ও বিশ্ব পরিস্থিতি ১৯৯৮। দ্বিতীয় আওয়ামী লীগ সরকারের আমলে বাঙলাদেশ ১৯৯৯। একাত্তরের স্বাধীনতাযুদ্ধের পথে ২০০০। বাঙলাদেশে ফ্যাসিবাদ ২০০১। শিক্ষা ও শিক্ষা আন্দোলন ২০০১। সাক্ষাৎকার ২০০১। জনগণের সংগ্রামের পথ: জনগণের গণতান্ত্রিক বিপ্লবের রণনীতি ও রণকৌশল ২০০২। বাঙলাদেশে সংসদীয় গণতন্ত্র ২০০৩। সংসদীয় রাজনীতি, জাতীয় সংসদ ও অন্যান্য প্রসংগ ২০০৩। প্যালেস্টাইন, আফগানিস্তান ও ইরাকে মার্কিন সাম্রাজ্যবাদ ২০০৪। আমার জীবন (১৯৩১-১৯৫০, ১ম খণ্ড) ২০০৪। The Emergence of Bangladesh1 ২০০৪। The Emergence of Bangladesh2 ২০০৪। গণ আদালত: অসমাপ্ত মুক্তিসংগ্রামের জের ২০০৫। আমার পিতা ২০০৫। বাঙলাদেশে ইতিহাসচর্চা ২০০৬। শতাব্দীর শুরুতে বাঙলাদেশের চিত্র ২০০৬। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাযুদ্ধের জয়-পরাজয় ২০০৬। দক্ষিণ এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদ ২০০৭। ২০০৬ সালের শেষে ২০০৭। বাঙলাদেশে মোল্লাদের জঙ্গী তৎপরতা ২০০৭। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী তৎপরতা ২০০৭। নাকের বদলা নরুণ পেলাম ২০০৭। আমার জীবন ১৯৫০-১৯৫৮, ২য় খণ্ড ২০০৮। বাঙলাদেশে সংসদীয় রাজনীতির চিত্র ২০০৮। বাঙলাদেশের রাজনীতির হিসাব নিকাশ ২০০৮। দেশ ও জনগণের অর্থনৈতিক জীবন ২০০৯। সামরিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাঙলাদেশ ২০০৯।   আমার জীবন (১৯৬৮-১৯৭১, ৩য় খণ্ড) ২০০৯। কার দিন বদল হলো ২০১০। তৃতীয় আওয়ামী লীগ সরকারের আমলের পরিস্থিতির কয়েকটি দিক   ২০১০। পরিবেশ বিপর্যয়ের পথে বাঙলাদেশ     ২০১০। বাঙলাদেশে শিক্ষা ও সংস্কৃতি ২০১১। রাজনীতির আকাশে অশনিসংকেত        ২০১২। সাম্রাজ্যবাদের ধ্বংসের মুখে সমাজতন্ত্রের পদধ্বনি ২০১২। রাজনীতি শিক্ষা সংস্কৃতি ২০১২। বাঙলাদেশে দুর্নীতি ও সন্ত্রাস ২০১৩। বাঙলাদেশের রাজনীতি ২০১৩। ভাষা ও সাহিত্য প্রসঙ্গে ২০১৩। আমার জীবন ( ৪র্থ খণ্ড) ২০১৩। বাঙলাদেশে সংসদীয় রাজনীতির করুণ পরিণতি ২০১৪। Miscellaneous Writings ২০১৬। আন্তর্জাতিক প্রসঙ্গ        ২০১৭। বাঙলাদেশে শিক্ষা সংস্কৃতি ২০১৮। বাঙলাদেশে দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব ২০১৮। সমাজতন্ত্রের অনিবার্য ভবিষ্যৎ ২০১৮। দুর্নীতি ও সন্ত্রাসের ঘোড়সওয়ার ২০১৮। ভারত প্রসংগে ২০১৮। আমার জীবন ৫ম খণ্ড ২০১৯। স্মারক বক্তৃতা সমগ্র ২০২০। বাঙলাদেশে অপরাধের জগৎ ২০২১। অরাজকতার বাঙলাদেশ ২০২১। সাম্রাজ্যবাদের বিশ্বশাসন ২০২১। বাঙলাদেশে গণতান্ত্রিক আন্দোলন ২০২৩। বাঙলাদেশের বিপ্লবী আন্দোলন ২০২৪। বাঙলাদেশে জুলাই-এর গণঅভ্যুত্থান ২০২৫।

(তালিকা সংকলন করেছেন: আফজালুল বাসার)

 

আহমদ রফিক (১২ সেপ্টেম্বর, ১৯২৯ – ২ অক্টোবর, ২০২৫)

ভাষাসংগ্রামী আহমদ রফিক ছিলেন একাধারে কবি, প্রবন্ধকার ও গবেষক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ব্যক্তি জীবনে তিনি একজন চিকিৎসক ছিলেন। তবে সামাজিক রাজনৈতিক লেখা গবেষণা ও ভূমিকায় তিনি বেশি সক্রিয় ছিলেন।

আহমদ রফিকের বইয়ের তালিকা

শিল্প সংস্কৃতি জীবন (১৯৫৮)। অনেক রঙের আকাশ (১৯৬৪)। ভাষা আন্দোলনের কথা (১৯৬৪)। নির্বাসিত নায়ক (১৯৬৬)। রক্তের নিসর্গে স্বদেশ (১৯৭০)। চিকিৎসা বিজ্ঞান পরিভাষা (১৯৭০)। বাউল মাটিতে মন (১৯৭০)। আরেক কালান্তরে (১৯৭৭)। পদ্মাপারের সেই গাল্পিক জাদুকর (১৯৭৮)। ছোটগল্পের শিল্পরূপ পদ্মাপর্বের রবীন্দ্রগল্প (১৯৭৮)। বিক্ষুব্ধ শ্রাবণ (১৯৮০)। বুদ্ধিজীবীর সংস্কৃতি (১৯৮৬)। কেমন আছেন (১৯৮৭)। রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা ও বাংলাদেশ (১৯৮৭)। একুশের ইতিহাস আমাদের ইতিহাস (১৯৮৮)। রবীন্দ্রচর্চা কেন্দ্র (১৯৮৯)। বিপ্লব ফেরারী তবু (১৯৮৯)। আদি মানবের সন্ধানে (১৯৯০)। ভাষা আন্দোলন ইতিহাস ও তাৎপর্য (১৯৯১)। ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা (১৯৯৩)। সভ্যতার সংকট (১৯৯৪)। পড়ন্ত রোদ্দুরে (১৯৯৪)। ওষুধ চিকিৎসা-সেবা বৈষম্যের শিকার সাধারণ মানুষ (১৯৯৫)। রবীন্দ্রনাথের চিত্রশিল্প (১৯৯৬)। এই অস্থির সময় (১৯৯৬)। জাতিসত্তার আত্মঅন্বেষা (১৯৯৭)। রবীন্দ্রভুবনে পতিসর (১৯৯৮)। শ্রেষ্ঠ কবিতা (১৯৯৮)। জীবনানন্দ সময়, সমাজ ও প্রেম (১৯৯৯)। বাঙলা বাঙালি আধুনিকতা ও নজরুল (১৯৯৯)। ভালোবাসা ভালো নেই (১৯৯৯)। বাংলাদেশ জাতীয়তা ও জাতিরাষ্ট্রের সমস্যা (২০০০)। নির্বাচিত কলাম (২০০০)। ‘ফিট’ থাকুন দেহে মনে (২০০০)। ছোটদের ভাষা আন্দোলনের ইতিহাস (২০০১)। একাত্তরে পাকবর্বরতার সংবাদভাষ্য (২০০১)। কবিতা আধুনিকতা ও বাংলাদেশের কবিতা (২০০১)। নির্বাচিত কবিতা (২০০১)। ভাষা-আন্দোলন : ইতিহাস ও উত্তরপ্রভাব (২০০২)। নির্বাচিত প্রবন্ধ (২০০২)। প্রসঙ্গ বহুমাত্রিক রবীন্দ্রনাথ (২০০২)। ভাষা আন্দোলনের পঞ্চাশ বছর (২০০৩)। রবীন্দ্র-সাহিত্যের নায়িকারা দ্রোহে ও সমর্পণে (২০০৩)। স্মৃতিবিস্মৃতির ঢাকা মেডিকেল কলেজ (২০০৩)। রবীন্দ্রভাবনায় গ্রাম : কৃষি ও কৃষক (২০০৫)। নজরুল প্রতিভার নানামাত্রা (২০০৫)। সাম্প্রদায়িকতা ও সম্প্রীতি-ভাবনা (২০০৬)। কিছু কথা কিছু স্মৃতি (২০০৬)। পথ চলতে যা দেখেছি (২০০৬)। নারীপ্রগতির চার অনন্যা (২০০৬)। বাংলাদেশে রবীন্দ্রনাথ (২০০৭)। সব পাখি ঘরে ফেরে (২০০৭)। বাংলাদেশে রবীন্দ্রচর্চার একটি অধ্যায় (২০০৭)। চিত্রে ভাস্কর্যে রূপসী মানবী (২০০৮)। ভাষা আন্দোলন (২০০৯)। মুক্তিসংগ্রামের রক্তফলক একুশে ফেব্রুয়ারি (২০১০)। সংস্কৃতিচর্চা ও অসমাপ্ত লড়াই (২০১০)। ইচ্ছামতীর ঘরে (২০১০)। বিষ্ণু দে : কবি ও কবিতা (২০১০)। রাষ্ট্রভাষার লড়াই (২০১১)। ভাষা ও মুক্তিসংগ্রামের কবিতা (২০১১)। রবীন্দ্রনাথ : দেশপ্রেম (২০১১)। মৃত্যুহীন বিপ্লবী চে গুয়েভারা (২০১১)। শ্রেষ্ঠ প্রবন্ধ (২০১১)। স্বাধীনতার লড়াই (২০১১)। রবীন্দ্রনাথ এই বাংলায় (২০১১)। নানা আলোয় রবীন্দ্রনাথ (১ম খণ্ড) (২০১১)। নানা আলোয় রবীন্দ্রনাথ (২য় খণ্ড) (২০১১)। রাজনীতির স্বদেশ-বিদেশ (২০১১)। রবিবাউল ও তার বিচিত্র ভাবনা (২০১২)। ভাষা-আন্দোলন ও নেতাকর্মীদের ভূমিকা (২০১২)। ভাষা-আন্দোলন ও ভাষাসংগ্রামীগণ (২০১২)। বাঙালির স্বাধীনতাযুদ্ধ (২০১২)। রবীন্দ্রচর্চা বাংলাদেশ (২০১৩)। বিচ্ছিন্ন পঙ্ক্তিমালা (২০১৩)। কবিতাসমগ্র (২০১৩)। শিশুদের রবীন্দ্রনাথ জীবন ও সৃষ্টি (২০১৩)। একান্তবিচারে বিচিত্রজন (২০১৩)। স্মরণীয়-বরণীয় আপন বৈশিষ্ট্যে (২০১৪)। বাংলাদেশের কবিতা দশকভাঙা বিচার (২০১৪)। দেশবিভাগ : ফিরে দেখা (২০১৪)। একুশ থেকে একাত্তর (২০১৫)। ভাষা আন্দোলনের ইতিহাস (২০১৫)। রবীন্দ্রনাথ, ‘গীতাঞ্জলি’ ও নোবেল পুরস্কার (২০১৫)। বাঙালির স্বাধীনতাযুদ্ধ (২০১৫)। ভালো থাকার শুলুক সন্ধান (২০১৫)। রাষ্ট্রভাষা বাংলা চাই (২০১৫)। রবীন্দ্র জীবন (২০১৬)। নির্বাচিত রবীন্দ্রনাথ (২০১৬)। কিশোরদের রবীন্দ্রনাথ জীবন ও সৃষ্টি (২০১৬)। একুশের দিনলিপি (২০১৬)। সময়ের দর্পণে সমাজ ও রাজনীতি (২০১৬)। একুশের মুহূর্তগুলো (২০১৭)। ভাষা-আন্দালনে ইতিহাস বিকৃতি : তমদ্দুন মজলিস ও কমিউনিস্ট পার্টি (২০১৭)। কিশোরদের নজরুল (২০১৭)। বহুমাত্রিক রবীন্দ্রনাথ (২০১৭)। ঢাকায় মুক্তিযুদ্ধের দিনগুলো (২০১৭)। বুদ্ধিজীবীর সংস্কৃতি বনাম জনসংস্কৃতি (২০১৭)। সংঘাতময় বিশ্বরাজনীতি (২০১৭)। এ কোন্ বাংলাদেশি সমাজ (২০১৭)। রাজনীতির বিবিধ প্রসঙ্গ (২০১৭)। ছোটদের মুক্তিযুদ্ধের কথা (২০১৭)। সংস্কৃতিকথা যুক্তিবাদ মুক্তচিন্তা (২০১৮)। জীবনানন্দ কবি প্রেমিক ও গৃহী (২০১৮)। নির্বাচিত কবিতা (২০১৮)। ইলা-রমেন কথা প্রাসঙ্গিক রাজনীতি (২০১৮)। কবিতার বিচিত্র ভাষ্য (২০১৮)। ভাষা-আন্দোলন সংক্ষিপ্ত ভাষ্যে (২০১৮)। একগুচ্ছ রাজনৈতিক কবিতা (২০১৯)। রবীন্দ্রনাথ সাহিত্য-সংস্কৃতি (২০২০)। মিশ্র অনুভূতির কবিতা (২০২০)। রাজা আসছেন কুঁড়েঘরে (২০২০)। বইপড়া কাগজপড়ার একান্ত ভুবন (২০২১)। নবজাগরণের ব্যতিক্রমী ব্যক্তিত্ব বিদ্যাসাগর (২০২১)। আপন পরিচয়ে দীপ্ত বিদগ্ধজন (২০২১)। দুই মৃত্যুর মাঝে নান্দনিক একাকিত্বে (২০২১)। কয়েকজন বাংলাদেশি কবি শিল্পী ও সাহিত্যকর্মী (২০২১)। বাংলাদেশের রাজনীতির কথা : পঞ্চাশ থেকে একালে (২০২১)। রুশ বিপ্লব স্তালিন-বিতর্ক ও রবীন্দ্রনাথ (২০২১)। ফিলিস্তিনি-আফগান-রোহিঙ্গা নিপীড়নের নানান রূপ (২০২২)। রবীন্দ্রনাথ, হিন্দু-মুসলমান সম্পর্ক ও কাব্যে আধুনিকতা (২০২২)। কিছু রাজনৈতিক ভাবনা (২০২২)। পাক-ভারত সমাচার ও বিবিধ প্রসঙ্গ (২০২২)। আমার ভালোলাগা-ভালোবাসার মানুষ (২০২২)। বিচ্ছিন্ন ভাবনা, বিচ্ছিন্ন স্বপ্ন (২০২৩)। ভারত-পাকিস্তান বাংলাদেশ কথা (২০২৩)। শিল্প-সংস্কৃতির বৈশিষ্ট্য (২০২৩)। ফিরে দেখা অমর একুশ ও অন্যান্য ভাবনা (২০২৩)। বিচ্ছিন্ন ভাবনা (২০২৩)। ভাষা আন্দোলনের গল্প শোনো (২০২৩)।

(তালিকা সংকলন করেছেন: মেহেদী হাসান)

Social Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •