২৪-এর গণআন্দোলনের গান-২
সংকলন ও ভূমিকা: বীথি ঘোষ

২৪ -এর গণআন্দোলনের গান’ এর ধারাবাহিক লেখার ২য় পর্ব। এই গান সংকলনে আমি তারিখের ধারাবাহিকতা রাখতে চেয়েছি। গত সংখ্যায় ১৬ জুলাই ২০২৪ থেকে ১৯ জুলাই ২০২৪ পর্যন্ত লেখা ও প্রকাশিত গানগুলোই সংকলিত হয়েছে। কিন্তু ঐ তারিখগুলোর কিছু গান গত সংখ্যায় বাদ পড়ে যাওয়ায় এই পর্বে নতুন গানের সাথে সেইগানগুলোকেও যুক্ত করা হয়েছে।
শিরোনাম : তুমি কে আমি কে রাজাকার রাজাকার…
তারিখ ১৬ জুলাই, ২০২৪
Wabsite : https://Newtonjrbd.com
Newton JR. ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
তুমি কে আমি কে? রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার।।
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার।
মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র কারো বাপের না।।
তুমি কে আমি কে? রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার।।
লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না।
তিনি কে উনি কে? স্বৈরাচার স্বৈরাচার।।
তুমি কে আমি কে? রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার।।
লিংক https://www.youtube.com/watch?v=rhqyncyJCZs
শিরোনাম: গদি ছাড় (র্যাপ)
তারিখ ১৭ জুলাই, ২০২৪
FLAG BANG ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত
Lyrics : GENIE GREEN & HAWKIN
Recorded in Studio North Cassette.
Music produced by Main.
‘এক আনা বৈদেশিক মুদ্রা আমাদের হাতে
আমরা পাই নাই সাত কোটি লোকের জন্য।
কোত্থেকে আমি দেবো? যাও ভিক্ষা করে আনি
তাও চাটার গুষ্টি চাটে খায়ে ফেলায় দেয়।
আমার গরীব পায় না। এতো চোরের চোর।
চোর কোত্থেকে যে পয়দা হয়েছে আমি জানি না।
পাকিস্তানীরা সব নিয়ে গেছে কিন্তু এই চোর থুইয়ে গেছে আমার কাছে।’
- (শেখ মুজিবুর রহমানের বক্তৃতার অংশ)
জয় বাংলা, দেশ জুইড়া অবিচার
রক্ত খাইয়া বাঁচবি কত স্বৈরাচারী গদি ছাড়
জয় বাংলা, হক চাইলে রাজাকার
স্বাধীন সোনার বাংলায় স্বাধীনতার হাহাকার।।
এই আমি ডর পালি মনে তাই মুখ থাকতে চুপ
বেতনধারী সরকার একেক সময় একেক রূপ
হইলে বুকে গুলি কর নাইলে কথার যুদ্ধ হোক
সার্থক দেশের জন্য খালি হইলে আমার মায়ের বুক
আমি দোষী আমি চুপ।।
ভাবলাম লিখতে চাই না যত কথা অলিখিত রাখি
শিক্ষিতরা চাইছে আমরা অশিক্ষিত থাকি।।
যোগ্য ভরা দেশে চলে অযোগ্যতার দম
আর বিলাই সাজে বাঘ চামারের গায়ে ইউনিফর্ম।
চোরের খাইসলত চুরি করা যায় না চুরি করার স্বভাব
চোরগো মায়ের বড় গলায় থাকে চুরি করা জবাব।।
এখন বুঝি পরিষ্কার দেশের স্বাধীনতা নাই
দেশের মানুষ দেশে থাকার অধিকারটা চাই।।
পুলিশের গুলিতে শহীদ সাঈদ, ওয়াসিম ভাই
আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ চুদির ভাই।।
হাত তোলোস আমার বোনের গায়ে তোগো কি হাত কাঁপে না?
কুত্তার চোখ এমনই মা-বোনের ফারাক থাকে না।
মিছিলের ঐ স্লোগানটা মিডিয়াতো ছাপে না
‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপে না’।
জয় বাংলা, দেশ জুইড়া অবিচার
রক্ত খাইয়া বাঁচবি কত স্বৈরাচারী গদি ছাড়
জয় বাংলা, হক চাইলে রাজাকার
স্বাধীন সোনার বাংলায় স্বাধীনতার হাহাকার।।
দেশে নাই গণতন্ত্র টাকা সিন্ডিকেটে গিলে
খুঁইজা দেখলে ইতিহাস ব্রিটিশের লগে মিলে।।
হায়েনার দল বাঁচায় রাখছে এনে, নিতে দেয় না শ্বাস
আমি মইরা যাই নাই বাঁইচা আছি হইয়া জিন্দালাশ।।
দেখি সিস্টেম ফাকিং (Fuckin) কমেডি
নতুন নতুন ট্রাজেডি অন্যায় কইরা পাবি কি?
বীর বাঙালি জাগলে পরে পালাবি
ধাওয়া পাল্টা ধাওয়া ধারা বিধান হাওয়া
ক্ষমতা টিকাইতে শিক্ষার্থীদের রক্ত চাওয়া
এই লাখো শহীদের রক্তে কিনা দেশটা কারো বাপের না
লোভে পইড়া শকুনের দল দেশটা বেচতে ভাবে না।।
আমি Hawkin রাজপথে জান দিব দরকারে মুনাফিকের জান নিব
রক্ত বেচে স্বাধীনতার দাম দিব বেঁচে থাকলে প্রতিবাদের গান দিব
দেশটা ফাকিং (Fuckin) কমেডি নতুন নতুন ট্রাজেডি।।
জয় বাংলা, আমার ভাইয়ের রক্ত লাল।
জয় বাংলা, পুলিশ কোন চ্যাটের বাল।।
লিংক https://www.youtube.com/watch?v=J1Q6J9gRTlc
শিরোনাম: জেগে উঠেছে ছাত্র জনতা
তারিখ ১৭ জুলাই, ২০২৪
YZ Entertainment চ্যানেল থেকে প্রকাশিত।
ProDuction: YZ Entertainment
Edit & Voice: M Ferdus Reza
Website: https://yzentertainment17.blogspot.com
জেগে উঠেছে ছাত্র জনতা
দাও ফিরিয়ে দাও আমার স্বাধীনতা।।
মানি না মানবো না স্বৈরাচারীতা
মানি না কাঁঠাল রানী তোমায় মানি না।।
চেয়েছি মুক্ত পাখির অধিকার
বানালে হায় রাজাকার!
বন্ধ হোক শিক্ষা হোক অন্ধ জাতি
দেশ চালাক কোঠার নাত।। (হে আহা হা)
মানি না মানবো না বন্দি কারাগার
ফিরিয়ে দিতে হবে আমার অধিকার।।
লিংক https://youtu.be/kU00qHEmLIM?si=kio7japuXMedHxFU
শিরোনাম: বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি
তারিখ ১৭ জুলাই, ২০২৪
কথা, সুর, কন্ঠ : তারেক মাহমুদ
Tarek Mahmud ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি
আগামীতে দেশ গড়বে (চালাবে) সব মুক্তিযোদ্ধার নাতি।
তুমি কে আমি কে? রাজাকার রাজাকার
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার।।
মানুষ হয়ে মানুষ পেটাও সামান্য বুক কাঁপে না
অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব অচেনা?
দলের চেয়ে দেশটা বড় তার চেয়ে বড় মানুষ
এতোই অন্ধ হলাম কবে ফিরবে মোদের হুঁশ।।
একটুখানি জড়িয়ে ভাবুন দোহাই আস্তে মারুন
ভাইয়ের গায়ে বোনের গায়ে করতে আঘাত ভাবুন।
মানুষ হয়ে লাভ কি হলো দেশের একি হাল হলো?
রক্তাক্ত ভাইবোনেরা চাইছে সংস্কার।
কোটা দিয়ে চাকরি পেল
পড়ালেখা করে লাভ কি হলো?
দেশের তরে জাতির তরে চাইছি দাবীদার।।
লিংক https://www.youtube.com/watch?v=Jo29Fe-d4_o
শিরোনাম: স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলে কথা
তারিখ ১৭ জুলাই, ২০২৪
Tarana চ্যানেল থেকে প্রকাশিত।
Singer : Tanvir, Imran, Sajidul & Habibullah
Lyric : Ismail Jamil
Tune : Shafin Ahmad
স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলে কথা
রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা।।
কেমনে হলাম আমরা স্বাধীন বলতে গেলে হই পরাধীন
৭১ এর রক্তকণা সবই যেন বৃথা
কোথায় গেল ও জনগণ দেশের মানবতা।।
মেধাবীরা রাজপথে আজ ন্যায্য দাবী নিয়ে
ইতিহাসে লিখলো যে নাম বুকের রক্ত দিয়ে।।
শিক্ষানীতির নেই মূল্য দুর্নীতি আর অতূল্য।
দেখেও কেন থাকতে হবে হয়ে নীরবতা।।
মুক্তিযোদ্ধা কোটা দিয়ে খাবে নাতিপুতি
আমার দেশের মেধাবীরা থাকবে কেন চুপই।
আমার মায়ের নয়নমণি ছাত্রসমাজ দেশের খনি।
তাদের কেন রক্ত ঝরে বলতে গেলে কথা।।
জনগণের টাকায় খেয়ে দাও তুমি হুংকার
ন্যায্য দাবী তুললে মোরা হই যে রাজাকার।।
কোথায় ছিলে ৭১ এ লুকিয়ে বসে কোন শহরে
বুদ্ধিজীবীর নেই বুদ্ধি আছে মূর্খতা।।
লিংক https://www.youtube.com/watch?v=Bb1YSTIkX_s
শিরোনাম: ছাত্রসমাজ এক হও
তারিখ ১৮ জুলাই, ২০২৪
ProDuction: YZ Entertainment ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
Edit & Voice: M Ferdus Reza
Website: https://yzentertainment17.blogspot.com
ছাত্রসমাজ এক হও দেশবাসী সাথে রও
দেশপ্রেমে রাঙিয়ে নাও, অধিকারে সোচ্চার হও।
রাজপথে ঘুরে দাঁড়াও, দাও দাও সাড়া দাও।
কাঁধে কাঁধ সবার দেশের পাহাড়াদার
চাইলাম অধিকার বানিয়ে দিলে রাজাকার।
কাঁঠাল রানী রক্ত চাও তাইতো নিজেই উষ্কে দাও
উষ্কে দিয়ে ফসকে যাও।
সেই ফাঁকে স্বার্থ মিটাও দেশটাকে বেচতে চাও
বারে বারে খেল দেখাও জাতিকে বোকা বানাও
হবে না তা আর।
চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার।।
লিংক https://www.youtube.com/watch?v=Bup3Z-GhlAA
শিরোনাম: লড়ো
তারিখ ১৮ জুলাই, ২০২৪
কথা: বিলাল হোসাইন নূরী
সুর: রাআদ ইজামা
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী।
শিল্পী: জাহিদুল ইসলাম, হাসান আল বান্নাহ,
রাআদ ইজামা, আসিব ইকবাল।
শিরায় শিরায় আগুন জ্বালাও দীপ্র থেকে দীপ্রতর।।
তরুণ তোমার চলার গতি ক্ষিপ্র করো, ক্ষিপ্র করো!
দীপ্র থেকে দীপ্রতর, ক্ষিপ্র করো, ক্ষিপ্র করো। (ও হোহোহো)
আর কতকাল শুনবে তুমি অত্যাচারীর মিথ্যা ভাষণ
আর কতকাল গুণবে তুমি হত্যাকারীর স্বৈরশাসন।।
বারুদ বারুদ (হেই) বুক চিতিয়ে
সত্যকে আজ দাও জিতিয়ে
হাতের মুঠোয় জীবন নিয়ে তীব্র লড়ো, তীব্র লড়ো!
দীপ্র থেকে দীপ্রতর, ক্ষিপ্র করো, ক্ষিপ্র করো।।
কোন চেতনার গল্প–কথায় বিভোর তুমি অন্ধকারে
এই তো সময় আঘাত হানার ইতিহাসের বন্ধ দ্বারে।
আর কতকাল সইবে তুমি নষ্ট লোকের নগ্ন বড়াই
আর কতকাল বইবে তুমি কষ্ট-শোকের তপ্ত কড়াই।।
পাথর পাথর (হেই) পথ মাড়িয়ে
শুয়োরগুলো দাও তাড়িয়ে
দিন বদলের সবুজ নিশান শীঘ্র ধরো, শীঘ্র ধরো!
দীপ্র থেকে দীপ্রতর, ক্ষিপ্র করো, ক্ষিপ্র করো।।
লিংক https://www.youtube.com/watch?v=Akvxx-CjQrQ
শিরোনাম: দেশ কার? (র্যাপ)
তারিখ ১৮ জুলাই, ২০২৪
Artist: Lunatix Veer & Rhythmsta
Music: Antivenom
Rhythmsta ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২৪ এর জুলাই
কেমনে আমার বইনের রক্ত দেইখা সহ্য কইরা যাই
গায়ের পশম থাইকা শুরু কইরা চামড়া জ্বইলা যায়
আগুন লাগায় দিসোস গায়ে এখন নিভাইবো কেডায়?
যারায় আমার মুখের ভাষা কাইড়া নিতে চাইসিলো
কাইল ওরাই আমার ভাই বোনেরে গিল্লা খাইতে আইসিলো
লাঠি হাতে মাথায় হেলমেট নিজে নিজে বানায় Law
শেল্টার দেয় রাজায় তোরেইয়েই পাওয়ার এ নাইচা ল
দাবী ছিল খালি একটাই দেশে ন্যায্য ভাবে শিক্ষা চাই
মায়ের কাছে ভাত চায়া দেখি মায়ের উস্টা খাইয়া যাই
নিজেরে যেনো ভীনদেশি লাগে কারণ বলার অধিকার নাই।
শিক্ষা চায়া পাড় খাইলো কেন আমার বইন আর আমার ভাই?
লাগাম আজকে ভাইঙ্গা দিসি আমরা তো আর থামবো না
দেশটা শুদ্ধি হওয়ার আগে বালিশে মাথা রাখবো না।
রাক্ষসরা কতই বা আর দিয়া যাবি যন্ত্রণা?
দেশটা কার? রাজা কার? জানতে চায় এ জামানা।
ভাঙ শিকল ভাঙ আজ অন্ধকার মুখের লাগাম খুলে
আজ দে চিৎকার দেশটা কেন আজ কারাগার
নিজেকে প্রশ্ন কর এই দেশটা কার?
ভাঙ শিকল ভাঙ আজ অন্ধকার মুখের লাগাম খুলে
আজ দে চিৎকার এই দেশটা কেন আজ কারাগার
নিজেকে প্রশ্ন কর এই দেশটা কার?
দিয়া দিসি জবান ধার, হাতে কলম তলোয়ার
পরাধীনতার শিকলে নিজের দেশ আমার কারাগার
স্বাধীনতার নামে কেড়ে নিলো সব স্বাধীকার
যদি চাই অধিকার সরকার ট্যাগ দেয় আমায় রাজাকার!
নিজের বইনরে বুকে রাইখা অন্যের বইনরে ধইরা মারে
নিজের মায়রে জান্নাত মানে অন্যের মায়রে বেশ্যা ডাকে
নেতা খুশি করার লাইগা নিজের ভাইরে পিটায় মারে
বুইঝা গেছি দাজ্জাল আইলে থাকবি তোরা কাদের দলে!
দলের চেয়ে দেশ বড় আর দেশের থেইকা জনগণ
গণতান্ত্রিক দেশে কেমনে মানুষ মারে ক্যাডারগণ
আমার ট্যাক্সের টাকা দিয়া সরকার কিনে গুলি
আবার পুলিশ দিয়া টার্গেট করে আমারই মাথার খুলি!
কয়টা মায়ের বুক খালি হইলে শান্ত হবি বলতো
নিজের দেশের পুলিশ গুলি মারবো আবু সাঈদ কি জানতো?
ওয়াসিম, আদনান, তাসিফ, রাফি ঝরসে কত তাজা প্রাণ
গেলে যায় যাইবো জান তাও স্বৈরাচার নিপাত যাক!
ভাঙ শিকল ভাঙ আজ অন্ধকার মুখের লাগাম খুলে
আজ দে চিৎকার, এই দেশটা কেন আজ কারাগার
নিজেকে প্রশ্ন কর এই দেশটা কার?
লিংক https://www.youtube.com/watch?v=L1lKdqI8434
শিরোনাম: অসুস্থ বাংলাদেশ (র্যাপ)
তারিখ ১৯ জুলাই, ২০২৪
Artist: ImtiazAkib
Producer : Tanz Productions
Tanz Productions ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
‘উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের
দেখি কতদূর তারা টিকতে পারে।
চোরের শক্তি বেশি না ইমানদারের শক্তি বেশি
সেইটাই এখন প্রমাণ হয়ে যাবে।’
- (শেখ মুজিবুর রহমানের ভাষণের অংশ)
সোনার বাংলা আজ অসুস্থ বাঁইচা থাকাই মানুষের যুদ্ধ
কে নেয় আর কার খবর গরীবের জীবন দুঃখে ক্ষুব্ধ
মিথ্যাচার আর পাপাচারে সত্যের চক্ষু হইছে অন্ধ
তোমার আমার জবান বন্ধ, জবান খুললেই জেলের গন্ধ
রাখলাম সত্যের জবান বন্ধ তালে তালে দেশের ছন্দ
স্বাধীন দেশ ক্যান পরাধীন আজ মানচিত্র খণ্ড খণ্ড
সবই যেন লণ্ডভন্ড, বিদ্যুৎ চমকায় বজ্রের মতো
নীরবে দুর্ভিক্ষ চলে দেশটা হয় না দুর্নীতি মুক্ত।
সত্যের মাণ আজ নাই যে খাঁটি ‘ল’ এর মুখে পাঁচের পেটি
স্বাধীনতার কইরা ক্ষতি গরীবের পেটে মারো লাথি
নিত্যদিনের সঙ্গের সাথী দুঃখ-কষ্ট-আহাজারি
দুর্নীতিবাজ কেমনে করে গরীবের হক নিয়া কাড়াকাড়ি।
ঘুষের টাকায় মারামারি, সোনার বাংলার বাংলা শেষ
দেশের কেন এতো প্যাঁচ?
এনে কেউ মরে ক্ষুদার জ্বালায় কেউ আছে বেশ
আমার সোনার বাংলাদেশ, কিছু পা চাটা কুত্তার কর্মে মানচিত্র শেষ।
এমন সোনার দেশে সোনা নাই,
আজ মনে ক্ষোভের রেশ, মনে ক্ষোভের রেশ।
আমার অসুস্থ বাংলাদেশ কবে হবে সুস্থ
কতদিন করবো আর বেঁচে থাকার যুদ্ধ
গরীবের সোনার জীবন দুঃখে ভেসে নষ্ট
দুর্নীতির শীর্ষে যারা তারাই এখন শ্রেষ্ঠ।
দুনিয়া ঠিকই আছে নৈতিকতা নাইরে কাকা
ভালো কাজে বাঁশ দেয় সবাই, ঘুরবে কবে বিবেকের চাকা?
দুর্নীতির শীর্ষে যারা কলমের খোঁচায় পকেটে টাকা
কাগজের টাকার লাগি দুর্নীতিতে নেতায় সেরা
পড়ালেখা কইরা কী লাভ, কইরা কী লাভ শিক্ষা অর্জন?
অন্যায়ের পক্ষ নিয়া সত্যের মুখে মিথ্যার গর্জন।
আজও কি জাগেনারে তোদের মনে প্রশ্ন?
সোনার এই বাংলাদেশটা কেন করলি ধ্বংস?
দিন মজুরের এটে লাত্থি মাইরা কি বুঝাস!
স্বাধীন এই বাংলাদেশে তোরাই মানুষ তোরাই বেশ?
ভাবিস না সবই শেষ, পাকে নাই তো মাথার কেশ!
সবেই তো শুরু মাত্র, কাটে নাইতো মনের রেশ
পালটা তোর ছদ্মবেশ, ভাবছোস আমি Brainless
তোর মতো পাগল সোজা করতে হয় না আমার প্যাঁচ
নষ্ট করলি সোনার বাংলা একাত্তরের স্বাধীন দেশ
চাউলের কেজি সত্তর টাকা গরীব দুঃখীর জীবন শেষ।
অসুস্থ বাংলাদেশ কবে হবে সুস্থ
কতদিন করবো আর বেঁচে থাকার যুদ্ধ
গরীবের সোনার জীবন দুঃখে ভেসে নষ্ট
দুর্নীতির শীর্ষে যারা তারাই এখন শ্রেষ্ঠ।।
আমি তো চাইনা রে ভাই মানচিত্রে পরুক দাগ
লোভে পড়িয়া তোরা করলি কত শত পাপ
ছাড়ে না পাপে বাপ তোগো দেহি অনেক তাপ
করতে থাক লুটপাট, একদিন ধরা পড়বি ময়নার বাপ!
এই বাংলায় জন্ম তোদের, তবুও করলি কুকীর্তি
তোদের মনে কি নাইরে ভালো কাজের রীতি নীতি
মাঝে মাঝে মন চায় তোদের টাইন্না ছিঁড়ি কানের লতি
তোদের কারণে আজ দেশে পাইনা কোনো স্বস্তি
এই দেশটা চুইষা খায় দেখ রাজাকারের নাতিপুতি
বাটে পরলে সময় শেষে পাইবি না আর কোনো গতি
ধ্বংস কর চোরের গদি যে করে দেশের ক্ষতি
ওরা তো সব চোর আর বাটপার ইতিহাসও মারে লাথি
গরীবের হক মাইরা খাইয়া ঘাড়ে ধইরা ধাক্কা মারবি
এনেই কিন্তু শেষ নারে জায়গা মতো ধরা পরবি
সবই তো হইলো ক্ষতি, নাই কোনো নিয়মনীতি
পরকালের কথা ভাইবা মনে জাগা ভয়ভীতি।
অসুস্থ বাংলাদেশ কবে হবে সুস্থ
কতদিন করবো আর বেঁচে থাকার যুদ্ধ
গরীবের সোনার জীবন দুঃখে ভেসে নষ্ট
দুর্নীতির শীর্ষে যারা তারাই এখন শ্রেষ্ঠ।।
লিংক https://www.youtube.com/watch?v=ECNNiVHwjxc
শিরোনাম: বিদ্রোহের কান্না
তারিখ ২০ জুলাই, ২০২৪
ফেসবুক পেজ থেকে প্রকাশিত।
পেজ লিংক https://www.facebook.com/sky594
Verse 1
তোমাদের চলে যাওয়া, আমাদের বুকে শূন্যতা
হৃদয়ে গেঁথে গেছে বিদ্রোহের অনুভূতি, যত্নের পূর্ণতা
তোমাদের ত্যাগের গল্প, রক্তে লেখা পাতা
শিক্ষার জন্য তোমরা দিয়েছ জীবন, তবু হার মানা না।
Hook
আমাদের কণ্ঠে জাগে তোমাদের স্মৃতি
তোমাদের বিদ্রোহে জ্বলে আমাদের প্রীতি
তোমাদের পথে আমরা চলি, নতুন দিনের স্বপ্নে
ছাত্র আন্দোলনের মাটিতে, আমরা তোমাদের সম্মানে
Verse 2
তোমাদের চোখে দেখা স্বপ্ন, আজও জ্বলছে
তোমাদের রক্তে লেখা বিদ্রোহ, পথে পথে ছড়াচ্ছে
শিক্ষার আলোর দাবি, সমতার স্বপ্ন
তোমাদের নাম ধরে জাগে, বিদ্রোহী সংগীতের সুর
Hook
আমাদের কণ্ঠে জাগে তোমাদের স্মৃতি
তোমাদের বিদ্রোহে জ্বলে আমাদের প্রীতি
তোমাদের পথে আমরা চলি, নতুন দিনেরই স্বপ্নে
ছাত্র আন্দোলনের মাটিতে, আমরা তোমাদের সম্মানে
Bridge
তোমাদের ত্যাগে জাগে আমাদের আশা
শিক্ষার আলোতে ভরে উঠুক দেশ, গড়ি নতুন বাসা
অন্যায়ের বিরুদ্ধে আমরা, তোমাদের নাম নিয়ে
বিদ্রোহের পথে চলি, তোমাদের স্বপ্নে বেঁচে
Verse 3
তোমাদের বিদ্রোহী সুর, হৃদয়ে জাগিয়ে রাখি
তোমাদের স্বপ্নে গড়া, নতুন দিনের আভাস
শিক্ষার জন্য লড়াই, তোমাদের থেকে শিখি
তোমাদের ত্যাগে জাগে আমাদের প্রতিজ্ঞা
Hook
আমাদের কণ্ঠে জাগে তোমাদের স্মৃতি
তোমাদের বিদ্রোহে জ্বলে আমাদের প্রীতি
তোমাদের পথে আমরা চলি, নতুন দিনের স্বপ্নে
ছাত্র আন্দোলনের মাটিতে, আমরা তোমাদের সম্মানে
Outro
তোমাদের স্মৃতি বাঁচিয়ে রাখবে আমাদের
তোমাদের ত্যাগের কথা থাকবে চিরকাল
ছাত্র আন্দোলনের মাটিতে, তোমাদের নাম
হৃদয়ে রেখে, বিদ্রোহের প্রমাণ।।
লিংক https://www.facebook.com/sky594/videos/1257094465670937
শিরোনাম: বিদ্রোহের ডাক
তারিখ ২১ জুলাই, ২০২৪
ফেসবুক পেজ থেকে প্রকাশিত।
পেজ লিংক https://www.facebook.com/sky594
Verse 1
বাংলার রাস্তায়, আমরা আছি দাঁড়িয়ে
(Fighting for justice, never backing away)
তোমাদের অন্যায়, আর সইবো না
(In the name of truth, we fight today)
Hook
বিদ্রোহের ডাক, শুনতে কি পাচ্ছো?
(Can you hear the call? We won’t let go)
আমাদের কণ্ঠে, জাগছে প্রতিবাদ
(Voices of the rebels, standing tall)
Verse 2
শিক্ষার অধিকার, আমাদের দাবি
(Equal rights, it’s our decree)
তোমাদের শাসনে, আর বাঁচবো না
(No more silence, we’ll break free)
Hook
বিদ্রোহের ডাক, শুনতে কি পাচ্ছো?
(Can you hear the call? We won’t let go)
আমাদের কণ্ঠে, জাগছে প্রতিবাদ
(Voices of the rebels, standing tall)
Bridge
তোমাদের অন্যায়ের বিরুদ্ধে, জাগছে মন
(No more oppression, we fight as one)
তোমাদের ভয়ে, থামবে না পথ
(With courage and hope, we’ll carry on)
Verse 3
তোমাদের দমনে, জ্বলে উঠছে আগুন
(In the name of justice, we’ll make a new dawn)
তোমাদের শাসনে, আর বেঁচে থাকা নয়
(Our voices loud, breaking all your ploys)
Hook
বিদ্রোহের ডাক, শুনতে কি পাচ্ছো?
(Can you hear the call? We won’t let go)
আমাদের কণ্ঠে, জাগছে প্রতিবাদ
(Voices of the rebels, standing tall)
Outro
তোমাদের স্মৃতি, আমাদের বিদ্রোহ
(In your honor, our hearts glow)
তোমাদের ত্যাগ, আমরা রাখবো মনে
(In this fight, we’re never alone)
লিংক https://www.facebook.com/sky594/videos/490736306978962
শিরোনাম: স্মৃতির বিদ্রোহ
তারিখ ২১ জুলাই, ২০২৪
ফেসবুক পেজ থেকে প্রকাশিত।
পেজ লিংক https://www.facebook.com/sky594
Verse 1
তোমাদের চলে যাওয়া, হৃদয়ে অশ্রু ঝরে
ছাত্র আন্দোলনে, হারানো সাথীরা মরে
তোমাদের স্মৃতিতে বয়ে চলে বাতাস
তোমাদের জন্য বিদ্রোহ জাগে প্রিয়জনের পাশে।
Chorus
তোমাদের স্মৃতির আলো, আমাদের বিদ্রোহের গান
তোমাদের ত্যাগে জ্বলে, নতুন দিনের প্রাণ
তোমাদের ভালোবাসা, হৃদয়ে চিরদিন
ছাত্র আন্দোলনের মাটিতে, জাগে তোমাদের বিদ্রোহী নাম।
Verse 2
তোমাদের হাসি, চোখে জলে জ্বলে আগুন
তোমাদের নাম ধরে কাঁদে এই মন
প্রিয়জনের শূন্যতা, বিদ্রোহী বেদনার নাচ
তোমাদের স্মৃতিতে জাগে সাহসের গান।
Chorus
তোমাদের স্মৃতির আলো, আমাদের বিদ্রোহের গান
তোমাদের ত্যাগে জ্বলে, নতুন দিনের প্রাণ
তোমাদের ভালোবাসা, হৃদয়ে চিরদিন
ছাত্র আন্দোলনের মাটিতে, জাগে তোমাদের বিদ্রোহী নাম।
Bridge
তোমাদের স্বপ্নে আমরা বাঁচি, তোমাদের স্বপ্নে মরি
তোমাদের পথ ধরে, বিদ্রোহে এগিয়ে চলি
তোমাদের নামে জাগে আমাদের প্রতিজ্ঞা
ছাত্র আন্দোলনের আলোতে, তোমাদের আমরা রাখি সঙ্গী
Verse 3
তোমাদের ত্যাগে গড়া নতুন দিনের প্রভাত
তোমাদের রক্তে রাঙানো, বিদ্রোহের প্রাত
শ্রদ্ধায় মাথা নত, তোমাদের প্রতি ভালোবাসা
ছাত্র আন্দোলনের গানে জাগে তোমাদের কথা
Chorus
তোমাদের স্মৃতির আলো, আমাদের বিদ্রোহের গান
তোমাদের ত্যাগে জ্বলে, নতুন দিনের প্রাণ
তোমাদের ভালোবাসা, হৃদয়ে চিরদিন
ছাত্র আন্দোলনের মাটিতে, জাগে তোমাদের বিদ্রোহী নাম।
Outro
তোমাদের স্মৃতি বাঁচিয়ে রাখবে আমাদের
তোমাদের ত্যাগের কথা থাকবে চিরকাল
ছাত্র আন্দোলনের মাটিতে, তোমাদের নাম
হৃদয়ে রেখে, বিদ্রোহের প্রমাণ।
লিংক https://www.facebook.com/sky594/videos/370417945791032
শিরোনাম: ছাত্র (র্যাপ)
তারিখ ২১ জুলাই, ২০২৪
Lyrics by : Imtiaz Akib & Tanz
Rapper: Tanz
Music Producer & Mix Mastering : Tanz Productions
আমার ভাই বোনডি পইড়া আছে রাস্তাঘাটের ধারে
বাংলার পতাকাতে সবুজ নাই আর লাল রক্ত ঝরে
মুখ খুইলা কথা কইতে গেলে গুলি কইরা মারে
হাতে হাতকড়া লাগাইয়া শেষে জেলে হাজতে ভরে।
আমার সোনার বাংলাদেশে নাই কোনো রাজা দরকার
এনে ছাত্রগোরে রাজাকার কয় আমাদের দেশের সরকার
এইডা ২৪ নাকি ৫২, দেশের নিয়মনীতি ক্ষুণ্ণ
আয় ল, দেখাই তোগোরে আবার ওই একাত্তরের যুদ্ধ
ভাষা হারায় গেছে, দুর্নীতিরে লাইগা গেছে যুদ্ধ
দেখি আমার ভাই বাঁইচা নাই আর মইরা গেছে রুদ্র
দেশে পড়ালেখা কইরা কি লাভ, ভাষা গেছে হারাইয়া
মেধা থাকলে কি লাভ, টাকায় কোটা নিয়ে ছাড়াইয়া।
আমার লাল সবুজের পতাকাটা বাঁচাইতে চাই আবার
আমার ভাই বোনেগো রক্ত ওগো হইয়া গেছে খাবার
থাবা পইড়া গেছে হায়নার দল, ওপেন করে গুলি
আমার মেধা ভর্তি মগজটা উড়াইয়া যা তুই খুলি
আমি কোটা চাই না, মেধা চাই, বুক ফুলাইয়া বলতে চাই
মেধার জন্য জীবন দিবো, মরতে কোনো ভয় নাই।
আমি বাঁচাবো না হয় মরবো, দেশের জন্য লড়বো
আমার জীবন গেলে যাবে, তবুও বিজয় নিয়ে ফিরবো।।
পুলিশ করে গুলি, তোরে একটা কথা বলি
তোর নিজের ছেলের বুকে কি তুই গুলি করতে পারতি?
কত বাবা মার কোলটা তোরা খালি কইরা দিলি
কতো বোনদেরকে তোরা ভাই হারা কইরা দিলি
(আহা) ট্রিগারটা চাপার আগে একবারও ভাবলি না যে,
তার আছে বাবা মা, তার আছে তো ভাই বোন
তারাইতো ভবিষ্যৎ প্রজন্ম, এই দেশেরই সম্পদ
তাদের লাইগা মুক্তিযোদ্ধারা তো করছিল যুদ্ধ
এখন ঘুমাবি কেমনে রাতে শান্তিতে
এতো নিরপরাধ ছাত্রদের খুন করে
তাদের আত্মার চিৎকার আর অট্টহাসি
লাশের গন্ধ বাতাসে আজ বাজায় বাঁশি।
যেই হাতে ট্রিগার চাপছিলি, ওই হাতটা খইসসা পড়ুক
যে চোখ দিয়া বন্দুক তাক দিলি, ওই চোখটা অন্ধ হোক
যার কমান্ডে গুলি করলি, ওই ব্যক্তি ধ্বংস হোক
খুনি হাসিনার আজ জগতের সামনে ফাঁসি হোক।। (৮বার)
আমি কোটা চাই না, মেধা চাই, বুক ফুলাইয়া বলতে চাই
মেধার জন্য জীবন দিবো, মরতে কোনো ভয় নাই।
আমি বাঁচাবো না হয় মরবো, দেশের জন্য লড়বো
আমার জীবন গেলে যাবে, তবুও বিজয় নিয়ে ফিরবো।
লিংক https://www.youtube.com/watch?v=ZfBFKivGC5o
শিরোনাম: আয়রে আয় তোরা গায়ে কাফন পড়া
তারিখ ২২ জুলাই, ২০২৪
প্রতিবাদী টিভি (Protibadi TV) নামে ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
আয়রে আয় তোরা গায়ে কাফন পড়া
মরতে তো একদিন হবে
জীবনটা বাজি ধর দেশের তরেই মর
তোর নাম ইতিহাস হয়েই রবে।।
পাস না তোরা ভয়, হবে জনতার জয়
করুক যত কারারুদ্ধ।
যুদ্ধ, হবে যুদ্ধ।।
শোনেন শোনেন দেশবাসী, শো্নেন দিয়া মন
ভোটচোরদের কিছু কথা করিব বর্ণন।
শোনেন শোনেন দেশবাসী, শো্নেন দিয়া মন
স্বৈরাচারদের কিছু কথা করিব বর্ণন।
শোনেন ভাই জনগণ, জোর দেখি আয়োজন
হাজার কোটি খরচ করে করবে নাকি নির্বাচন।
হঠাৎ দেখি লাশের মিছিল মানবতা ইতিহাস
রক্ত দিয়া কি লাভ মিয়া বাল ফালাইসো বারোমাস
আমার ভাইয়ের রক্ত লেখা ৭১ এর ইতিহাস
স্বাধীনতা মইরা গেছে আহারে কি সর্বনাশ!
রক্ত দিয়া নতুন কইরা ইতিহাসটা লিখতে চাই।
লাল সবুজের বাংলায় আমার স্বৈরাচারের ঠাঁই নাই।।
লিংক https://www.youtube.com/watch?v=FtRQklreJ7c
শিরোনাম: বাংলাদেশ ছাত্র আন্দোলনের গান (ভারতীয় শিল্পীর গান)
তারিখ ২২ জুলাই, ২০২৪
কথা, সুর, কন্ঠ :-অভিষেক চক্রবর্তী
Hulor Gaan ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
বাংলাদেশে চললো গুলি
আমার গায়ে রক্ত লেগে
সাঈদ (শঈদ) বা আক্তারের খুলি
আমায় ভাবায় কোন আবেগে।
ছাত্রদের কি বা দাবী
বেকারত্বের গনগনে আঁচ।
চাকরি চেয়ে মৃত্যুবরণ
নায়না দেখায় নগ্ন সমাজ।
আমার কাছে এটাই এখন
মুক্তিযুদ্ধ বাংলাদেশে।
গুলির সামনে বুক চিতিয়ে
আবু শহীদ এক নিমেষে।।
এখনো যারা নিজের খোপে
সুখি পায়রার জীবনে থাকো
রাষ্ট্র বনাম আবু শঈদের
শহীদ হওয়ার দৃশ্য দেখো।।
আমার চোখে ঘুম নেই আজ
চোখের পাতা আগুন খোঁজে।
এ আন্দোলন আমারও এখন
শতাধিক লাশ এই মগজে।।
লাশের ওপর আলোচনা দাও
মিলিটারি দিয়ে ছাত্রকে মার
প্রতিবাদী হওয়া অপরাধ হলে
আজ থেকে আমিও রাজাকার।।
লিংক https://www.youtube.com/watch?v=C4dtwQVoK1U
শিরোনাম: বাংলাদেশ ছাত্র আন্দোলনের গান (অসমীয় শিল্পীদের গান)
তারিখ ২৩ জুলাই, ২০২৪
কথা: আশিদুল ইসলাম
সুর: শহিদুল ইসলাম
শিল্পী: মুশফিকা খাতুন ও রফিকুল ইসলাম
Din Raat Star News ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
নারী কণ্ঠ: কী যে আগুন লাইগা গেল এবার বাংলাদেশে জানি
হারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।
পুরুষ কণ্ঠ: কী যে আগুন লাইগা গেছে এবার বাংলাদেশে জানি
সারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।
পুরুষ কণ্ঠ: বাংলাদেশে বন্ধ আছে ইন্টারনেট সেবা
বন্ধ কইরা দিয়াছে ভাই শিক্ষা ব্যবস্থা।
বর্তমান অবস্থা দেখেন খুবই খারাপ রয়
এই আন্দোলনে দেখেন কি জানি হয়।
নারী কণ্ঠ: কী যে আগুন লাইগা গেল এবার বাংলাদেশে জানি
হারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।
পুরুষ কণ্ঠ: কী যে আগুন লাইগা গেছে এবার বাংলাদেশে জানি
সারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।
পুরুষ কণ্ঠ: আসাম থেইকা বিশজন ছাত্র বাংলাদেশে যাই
মানিকগঞ্জে থাইকা করে পড়াশোনা ভাই,
দেখিয়া বাংলাদেশের পরিস্থিতি ভাই,
কোনো মতে পাঁচজন ছাত্র আসাম দেশে আই।
নারী কণ্ঠ: কী যে আগুন লাইগা গেল এবার বাংলাদেশে জানি
হারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।
পুরুষ কণ্ঠ: কী যে আগুন লাইগা গেছে এবার বাংলাদেশে জানি
সারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।
নারী কণ্ঠ: দুইশ ছাত্র মারা গেল নিউজেতে পাই
এখন পন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় নাই।
আবু শাহেদ (সাঈদ) নামে একটা ছাত্র ছিল ভাই
বুক পাতিয়া চাইট্টা গুলি খায়া মারা যায়।
নারী কণ্ঠ: কী যে আগুন লাইগা গেল এবার বাংলাদেশে জানি
হারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।
পুরুষ কণ্ঠ: কী যে আগুন লাইগা গেছে এবার বাংলাদেশে জানি
সারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।
নারী কণ্ঠ: সুবুরিয়া রাষ্ট্র বাংলাদেশে ভাই
ছাত্র আন্দোলনের নিসে ভয়ংকর রূপ ভাই।
এখন পন্ত দুইশ মানুষ মরিয়াযে যাই
আইজ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় নাই।
নারী কণ্ঠ: কী যে আগুন লাইগা গেল এবার বাংলাদেশে জানি
হারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।
পুরুষ কণ্ঠ: কী যে আগুন লাইগা গেছে এবার বাংলাদেশে জানি
সারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।
লিংক https://www.youtube.com/watch?v=FrCl1gyIn5Q
শিরোনাম: বাংলাদেশ ছাত্র আন্দোলনের গান (AI Generated)
তারিখ ২৩ জুলাই, ২০২৪
AI Sangeet Studio ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
ছাত্রদের আওয়াজ এলো প্রতিবাদে ঝড় তুললো
কোটা প্রথার অন্যায় দেখে জেগে উঠলো পুরো দেশ।
আর তো শুধু দল বেঁধে তারা পথে নামে সবাই
চাইতে ন্যায়, সুবিচার, সবার জন্য সমান অধিকার।
আমার বন্ধু আমায় ধরো কোটা প্রথা ফেল
আমাদের স্বপ্ন হলো নতুন প্রভাত তোমায় বাঁচব।।
বন্ধুদের চোখে আগুন শক্ত হাতে ধরছে হাত
মিলিত কণ্ঠে গাইছে গান এই লড়াই আমাদের।
অনেক বাঁধা আসবে বন্ধু পথে কাঁটার মতো লাগবে
তবুও থামবো না আমরা কোটা প্রথা পাল্টাতে হবে।
আমার বন্ধু আমায় ধরো কোটা প্রথা ফেল
আমাদের স্বপ্ন হলো নতুন প্রভাত তোমায় বাঁচবো।।
লিংক https://www.youtube.com/watch?v=LQ40eNXp0oA
বীথি ঘোষ: শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক। ইমেইল ghoshhbithii@gmail.com
আগের কিস্তি: ২৪-এর গণআন্দোলনের গান