ঘটনাপঞ্জি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

ঘটনাপঞ্জি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

কার্টুন: মেহেদী হক

একতরফা নির্বাচনের আরেকটি রূপ দেখা গেল ৭ই জানুয়ারি, ২০২৪। প্রবল জোরজবরদস্তি, মিথ্যাচার এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের ধরপাকড়, হয়রানির পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন পেতে নানারকম প্রতিশ্রুতি, চুক্তি ও পরিকল্পনার মধ্যে শেখ হাসিনার একক কর্তৃত্বের সরকারি দল একচেটিয়া বিজয় দেখিয়ে পুনরায় ক্ষমতাসীন হয়েছে। কীভাবে এই ঘটনা পরিণতি লাভ করলো তার চিত্র পেতে ২৯ অক্টোবর থেকে নির্বাচন পর্যন্ত প্রধান প্রধান খবরগুলোর সারসংক্ষেপ এখানে দেয়া হল। এছাড়া জবাবদিহিহীন ক্ষমতা কীভাবে দ্রুত সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে তার নমুনা হলফনামা থেকে কিছুটা আঁচ করা যাবে। মনে রাখতে হবে নানারকম সেন্সরশীপ, ভয়ভীতির  মধ্যে সংবাদ মাধ্যম বাস্তব চিত্র কমই তুলে আনতে পেরেছে। 

আবার সংঘর্ষ, আবার মৃত্যু

২৯ অক্টোবর ২০২৩, প্রথম আলো

কাঁদানে গ্যাসের ঝাঁজালো গন্ধ-ধোঁয়া এবং মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের বিকট শব্দের মধ্যে কোনো এলাকায় কারও পক্ষে বেশিক্ষণ টিকে থাকা কঠিন। এমন পরিস্থিতির মধ্যে পড়ে বিএনপিও তাদের মহাসমাবেশ শেষ করতে পারেনি, মাঝপথেই তা পণ্ড হয়ে যায়। রাজধানীর নয়াপল্টনে গতকাল শনিবার (২৮ অক্টোবর) বিএনপির এই মহাসমাবেশকে কেন্দ্র করে আশপাশের অন্তত ছয়টি এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান দলটির নেতা-কর্মীরা। রক্তক্ষয়ী এই সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন।

সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের ৪১ ও আনসারের ২৫ সদস্য। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন সাংবাদিক। বিএনপির দাবি, সংঘর্ষে তাদের হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন। এই সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, বাস, মোটরসাইকেলসহ বেশ কটি গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশের হিসাবে, আগুন দেওয়া হয়েছে মোট ৫৫টি গাড়িতে। হামলা হয় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। এ ছাড়া কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড় ও শান্তিনগর এলাকার সাতটি পুলিশ বক্স পোড়ানো হয়। কমলাপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গতকাল বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর কাকরাইল, ফকিরাপুল, বিজয়নগর, নয়াপল্টন, সেগুনবাগিচা ও শান্তিনগর এলাকার বিভিন্ন সড়কে কখনো একটানা, কখনো থেমে থেমে এই সংঘর্ষ হয়। বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি রাবার বুলেটও ছুড়েছে পুলিশ। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের পেটাতে ক্ষমতাসীন দলের কিছু নেতা-কর্মীও যোগ দেন। তাঁরা বিজয়নগর ও সেগুনবাগিচা এলাকার অলিগলিতে আশ্রয় নেওয়া বিএনপির নেতা-কর্মীদের খুঁজে বের করে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন।

বিএনপির মহাসমাবেশস্থলে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল, মোবাইল নেটওয়ার্কও পাওয়া যায়নি। গণমাধ্যমগুলোও ঘটনাস্থল থেকে খবর পাঠাতে সমস্যায় পড়ে। বিএনপির মহাসমাবেশ চলার সময় সংঘর্ষের এক পর্যায়ে নয়াপল্টনে বিদ্যুৎ-সংযোগ চলে যায়, সন্ধ্যায় বিদ্যুৎ ফিরে আসে।

এদিকে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে গেলেও জামায়াতে ইসলামী গতকাল রাজধানীর আরামবাগে পুলিশের অনুমতি না নিয়েই শান্তিপূর্ণ সমাবেশ করেছে। জামায়াত মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিলেও ওই এলাকা সকাল থেকে ছিল পুলিশের নিয়ন্ত্রণে। জামায়াতের নেতা-কর্মীরা শাপলা চত্বরের অদূরে আরামবাগে জড়ো হন। তাঁরা সেখানে সমাবেশ করে চলে যান। পুলিশ বাধা দেয়নি।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ শান্তিপূর্ণ সমাবেশ করেছে নয়াপল্টন থেকে দেড় কিলোমিটার দূরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের সামনে। সমাবেশে অংশ নেওয়া নেতা-কর্মীদের বেশির ভাগের হাতে লাঠি ছিল।

বিএনপিকে উঠে দাঁড়ানোর সুযোগ দেবে না আওয়ামী লীগ

৩০ অক্টোবর ২০২৩, প্রথম আলো

ভোটের আগে বিএনপিকে আর উঠে দাঁড়ানোর সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারকেরা মনে করেন, ২৮ অক্টোবর শনিবারের সংঘাতের পর বিএনপি আবারও ঘুরে দাঁড়ালে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে করা যাবে না। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয়ভাবে আওয়ামী লীগ—দুই দিক থেকেই কঠোরভাবে বিএনপির ওপর চাপ প্রয়োগ করা হবে।

অন্যদিকে বিএনপি তিন দিনের অবরোধের যে কর্মসূচি দিয়েছে, এর পাল্টা হিসেবে আওয়ামী লীগ সারা দেশে ওই তিন দিনই ‘শান্তি মিছিল’ করবে এবং কেন্দ্র থেকে গ্রাম পর্যায় পর্যন্ত দলের সব কার্যালয়ে সতর্ক পাহারা থাকবে। এ ছাড়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা পাড়া–মহল্লায় ‘পাহারা’ জোরদার করবেন, যাতে বিএনপির নেতা-কর্মীরা হরতাল-অবরোধ সফল করার জন্য নামতে না পারেন। আর প্রধানমন্ত্রী সময়-সুযোগমতো ঢাকা ও ঢাকার বাইরে কিছু বড় সমাবেশ করবেন।

বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার, কর্মীদের ঘরে তোলা এবং দলে ভাঙন ধরাতে পারলে ভয় কেটে যাবে। তখন ভোটাররাও আশ্বস্ত হবেন। আওয়ামী লীগের প্রার্থীরাও রাজপথের চেয়ে ভোটের মাঠে বেশি সময় দিতে পারবেন।

নেতাদের বাসায় বাসায় অভিযান, ফখরুল গ্রেপ্তার

৩০ অক্টোবর ২০২৩, প্রথম আলো

আগের দিন মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে গতকাল রোববার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের দিন ঢাকায় ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় দলটির নেতাদের বাসায় বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দেড় হাজারের বেশি নেতা-কর্মীকে। এর মধ্যে ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৪৮ জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

নতুন ৬৮ মামলা, গ্রেপ্তার ৬৪২

৩০ অক্টোবর ২০২৩, প্রথম আলো

ঢাকা ও ২২টি জেলা থেকে পাওয়া হিসেবে, গতকাল সোমবারই মামলা হয়েছে ৬৮টি। এসব মামলায় ৫ হাজার ৫৫৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি অসংখ্য। সারা দেশে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ৬৪২ জনকে।

ফরিদপুরে বিএনপি নেতার বাড়িতে পুলিশের অভিযান, আতঙ্কে স্ত্রীর মৃত্যু

২৯ অক্টোবর ২০২৩, আজকের পত্রিকা

ফরিদপুরের নগরকান্দায় এক বিএনপি নেতার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় তাঁর স্ত্রী আতঙ্কে অসুস্থ হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে নগরকান্দার চর যশোহরদি ইউনিয়নের চাঁদহাট দহিসারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম আনজুয়ারা লিপি (৪০)। তিনি ৫২ নম্বর চাঁদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

অবরোধ ভেঙে গাড়ি নিয়ে বের হলেই মিলছে নাশতার প্যাকেট

৩১ অক্টোবর ২০২৩, কালবেলা

বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন সিরাজগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রাস্তায় দূরপাল্লার যানবাহনের পরিমাণ কম হলেও তিন চাকার পরিবহনগুলো চলাচল স্বাভাবিক রয়েছে। চলছে পণ্যবাহী পরিবহনও। এদিকে অবরোধ ভেঙে গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই নাশতার প্যাকেট তুলে দেওয়া হচ্ছে চালকের হাতে।

প্রতারণার মামলায় হাসান সারওয়ার্দী গ্রেপ্তার

৩১ অক্টোবর ২০২৩, ইন্ডিপেন্ডেন্ট টিভি অনলাইন

প্রতারক মার্কিন নাগরিক মিয়ান আরাফি ওরফে মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অবরোধে মালিকদের বাস চালাতে চাপ, যাত্রীশূন্য টার্মিনাল

অক্টোবর ৩১, ২০২৩, ডেইলিস্টার অনলাইন বাংলা

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার রুটে খুব অল্পসংখ্যক বাস ছেড়েছে। আজ সরেজমিনে পরিদর্শন করে গাবতলী টার্মিনালের এই চিত্র দেখা গেছে। যদিও বাস চালু রাখতে পরিবহন খাতের বিভিন্ন সংগঠন থেকে চাপ ছিল।

২৮শে অক্টোবরের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের বিবৃতি

মুখোশধারী হামলাকারীরা ক্ষমতাসীন দলের সমর্থক

৩১ অক্টোবর ২০২৩, মানবজমিন

বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় বলেছে, ধারণা করা হচ্ছে- ২৮শে অক্টোবর সহিংসতাকারীরা ক্ষমতাসীন দলের সমর্থক। মঙ্গলবার কার্যালয়ের ওয়েবসাইটে এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে তখন আমরা সকল রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে, এ ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। আমরা তাদেরকে সহিংসতায় উস্কানি সৃষ্টি করতে পারে এমন বিবৃতি প্রদান বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।

বিভিন্ন জেলায় সংঘর্ষ গুলি ভাঙচুর আগুন

০১ নভেম্বর ২০২৩, সমকাল

বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিন অবরোধ কর্মসূচির গতকাল বুধবার ছিল দ্বিতীয় দিন। এ দিন রাজধানীর পরিস্থিতি আগের চেয়ে কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলির ঘটনা ঘটেছে।

ঢাকায় অন্তত পাঁচটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাবনার ঈশ্বরদীতে ভারত থেকে আসা মৈত্রী ট্রেনে পেট্রোল বোমা হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হলে চালক দগ্ধ হয়েছেন।

শীর্ষ নেতারা কারাগার ও আত্মগোপনে, আলোচনায় অংশ নিতে বিএনপিকে চিঠি ইসির

০১ নভেম্বর ২০২৩, প্রথম আলো

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনা সভায় অংশ নিতে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠি দেওয়া হয়েছে বিএনপিকেও, যে দলের মহাসচিবসহ শীর্ষস্থানীয় নেতাদের তিনজন কারাগারে, বেশির ভাগ আত্মগোপনে। ৪ নভেম্বর এ সভা হবে।

তিন দিনের অবরোধে ঝরেছে ৩ প্রাণ, ৩২ গাড়িতে আগুন

০৩ নভেম্বর ২০২৩, কালবেলা

বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের অবরোধ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। ছুটির দুদিন শুক্র ও শনিবার বাদ রেখে রোববার থেকে দেশব্যাপী ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। প্রথম দফার অবরোধে সারা দেশে তিনজনের প্রাণ গেছে, ৩২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এতে চট্টগ্রামে বাসের এক চালক দগ্ধ হয়েছেন।

গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখবে সরকার

০৩ নভেম্বর ২০২৩, প্রথম আলো

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখে তাদের আন্দোলন দুর্বল করতে চায় সরকার। একই সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি রেখে রাজপথের নিয়ন্ত্রণও ধরে রাখতে চায়। এর অংশ হিসেবে বিরোধী দলের ডাকা আগামী সপ্তাহের দুই দিনের অবরোধ কর্মসূচিতেও আওয়ামী লীগ সারা দেশে ‘সতর্ক পাহারায়’ থাকবে।

বিএনপি নেতাকে না পেয়ে যমজ ২ ছেলেকে গ্রেপ্তারের অভিযোগ

০৪ নভেম্বর ২০২৩, আজকের পত্রিকা

কিশোরগঞ্জে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাককে ধরতে তার বাসায় যায় পুলিশ। এসময় পুলিশ তাকে না পেয়ে তার দুই যমজ ছেলেকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।

৮ দিনে সারা দেশে গ্রেপ্তার প্রায় ৮ হাজার নেতা–কর্মী

০৫ নভেম্বর ২০২৩, প্রথম আলো

ঢাকায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সংঘাতের পর থেকে গতকাল শনিবার পর্যন্ত আট দিনে সারা দেশে দলটির অন্তত ৭ হাজার ৮৩৫ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে দলের মহাসচিবসহ শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন অন্তত সাতজন। সাবেক সংসদ সদস্যসহ জেলা ও মহানগর পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন অন্তত অর্ধশতাধিক।

বিএনপিকে আর বের হতে দিতে চায় না আওয়ামী লীগ

০৬ নভেম্বর ২০২৩, প্রথম আলো

মামলা ও গ্রেপ্তার অভিযানে বিএনপির নেতাদের একটি অংশ কারাগারে, আরেকটি অংশ আত্মগোপনে—দলটিকে আর বের হতে দিতে চায় না আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারকেরা বলছেন, আওয়ামী লীগের এই নীতির সমালোচনা হলেও তাতে তাঁরা কান দেবেন না।

এমনকি বিদেশি কারও চেষ্টা, চাপ কিংবা অনুরোধও আমলে নেবেন না। বিএনপিকে এ অবস্থায় রেখেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ।

৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে নৌকায় সিল মারলেন ছাত্রলীগের সাবেক নেতা, ভিডিও ভাইরাল

০৬ নভেম্বর ২০২৩, প্রথম আলো

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ছাত্রলীগের সাবেক এক নেতার প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ভোটকেন্দ্রে ওই নেতাকে একাধিক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়। আজ সোমবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সুষ্ঠু ভোট নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।

অবরোধে চিনির ট্রাকে আগুন, যুবলীগ নেতা কারাগারে

নভেম্বর ৭, ২০২৩, ডেইলিস্টার অনলাইন বাংলা

বিএনপির ডাকা প্রথম তিন দিনের অবরোধ চলাকালে গত ২ নভেম্বর ফেনীতে চিনির ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম নুরুল উদ্দিন টিপু (৩৫)। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। পাশাপাশি তিনি যুবলীগের সদর উপজেলা কমিটিরও সদস্য।

বিএনপি নয়, দলটির নেতাদের ভোটে আনতে আওয়ামী লীগের জোর তৎপরতা

০৮ নভেম্বর ২০২৩, প্রথম আলো

বিএনপি নয়, দলটির নেতাদের একটা অংশকে বের করে এনে ভোটে দাঁড় করানোর পরিকল্পনা বাস্তবায়নে তৎপরতা জোরদার করেছে আওয়ামী লীগ। ৬০ থেকে ৭০ জন নেতাকে লক্ষ্যবস্তু করে নানা মাধ্যমে যোগাযোগ শুরু হয়েছে। এর মধ্যে ৪০ থেকে ৫০ জনকে দল থেকে বের করে এনে প্রার্থী করানো সম্ভব হবে বলে আশা করছে ক্ষমতাসীন দলের সংশ্লিষ্ট সূত্রগুলো।

কারাগারে গাদাগাদি, ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী

০৮ নভেম্বর ২০২৩, প্রথম আলো

কারা অধিদপ্তরের ৫ নভেম্বরের হিসাবে, দেশে ৬৮টি কারাগারের বন্দী ধারণক্ষমতা ৪৩ হাজারের কম। তাতে রয়েছেন প্রায় ৮৮ হাজার বন্দী। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের পর গতকাল মঙ্গলবার পর্যন্ত দলটির আট হাজারের বেশি নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কারাবিধি অনুযায়ী, একজন বন্দীর থাকার জন্য ন্যূনতম ছয় ফুট করে দৈর্ঘ্য ও প্রস্থের জায়গা থাকতে হয়। কারাগারে সেটা মানা সম্ভব হয় না। কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী রাখতে হয় বলে তাঁরা কারাবিধি মানতে পারেন না। কারাগারে যথেষ্টসংখ্যক কারারক্ষী না থাকায় শৃঙ্খলা রক্ষা করাও কঠিন। ৬৮টি কারাগারে চিকিৎসক মাত্র ছয়জন। ফলে বন্দীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়াও সম্ভব হচ্ছে না। প্রভাবশালী বন্দীরা অবশ্য চিকিৎসার জন্য দিনের পর দিন হাসপাতালে থাকার সুযোগ পান। দেশে ১৩টি কেন্দ্রীয় ও ৫৫টি জেলা কারাগার মিলিয়ে মোট ৬৮টি কারাগার রয়েছে। আট বিভাগের মধ্যে বন্দী বেশি ঢাকা ও চট্টগ্রামে। ধারণক্ষমতার তুলনায় চাপ সবচেয়ে বেশি রাজশাহীতে।

বাংলাদেশ নিয়ে নিজেদের ভাবনা যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিল ভারত

১১ নভেম্বর ২০২৩, প্রথম আলো

ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনায় প্রত্যাশিতভাবে উঠে এল নির্বাচনমুখী বাংলাদেশের প্রসঙ্গ। বৈঠকে ঘনিষ্ঠতম প্রতিবেশী বাংলাদেশ নিয়ে ভারতের চিন্তাভাবনার কথা আরেকবার যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়।.. আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারতের অংশীদারত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন তাঁরা। চার দেশীয় জোট কোয়াডের মতো বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি অবাধ, মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিতে নিজেদের জোরালো অবস্থানের কথাও উল্লেখ করেন দুই দেশের মন্ত্রীরা।

গ্রেপ্তার ও সহিংস ঘটনার মধ্যে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

১২ নভেম্বর ২০২৩, প্রথম আলো

একদিকে ধরপাকড় ও গ্রেপ্তার, অন্যদিকে সড়কে যানবাহনে অগ্নিসংযোগের সহিংস ঘটনা—এর মধ্যে চলছে বিএনপিসহ বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচি। আজ চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ শুরু হচ্ছে। অবরোধ কর্মসূচি শুরুর আগে গতকাল শনিবার রাতে রাজধানীতে ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাত ৮টা ২০ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে মতিঝিল, গাবতলী, গুলিস্তান, যাত্রাবাড়ী, আগারগাঁওয়ের তালতলা ও কাফরুল থানা এলাকায় আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে। এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ঢাকায় ৭১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটল। এর মধ্যে যাত্রাবাড়ীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়েছেন একজন যাত্রী।

মিথ্যা মামলায় কারাগার পূর্ণ, নির্বাচনের আগে বিরোধীদের দমনপীড়ন

১০ নভেম্বর ২০২৩, সমকাল

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর শুধু গত দুই সপ্তাহেই বিরোধী দলের প্রায় ১০ হাজার নেতা, সমর্থক ও কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মির্জা ফখরুলের বিরুদ্ধে ১০০টিরও বেশি মামলা রয়েছে।

বিএনপি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে বিএনপি ও এর সদস্য সংগঠনের ৫০ লাখের বেশি নেতাকর্মী ও সমর্থকের বিরুদ্ধে ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের উপস্থিতিতে মিরপুরে আ. লীগের সমাবেশের কাছে বাসে আগুন

১২ নভেম্বর ২০২৩, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড অনলাইন বাংলা

রাজধানীর মিরপুরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যে আজ রোববার আওয়ামী লীগের সমাবেশের কাছে দিনে-দুপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। প্রজাপতি পরিবহনের বাসটি ৪০ জন যাত্রী নিয়ে আব্দুল্লাহপুর থেকে মিরপুর-১-এর দিকে যাচ্ছিল। আ.লীগ নেতা ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি মিরপুর-১০ মোড়ে পৌঁছালে যাত্রীবেশে বাসে ওঠা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এতে আগুন ধরিয়ে দেয়।

গুম-খুনে বিচারহীনতায় জন–আস্থা ভেঙে পড়েছে

১৩ নভেম্বর ২০২৩, প্রথম আলো

জাতিসংঘের মানবাধিকার সংস্থার চতুর্থ সর্বজনীন নিয়মিত পর্যালোচনা বা ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ, ইউপিআরের জন্য সংস্থার তৈরি সারসংকলনে বিচারব্যবস্থার প্রতি জন–আস্থা ভেঙে পড়ার এ পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ, এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টারসহ আন্তর্জাতিক, আঞ্চলিক ও দেশীয় ৩৯টি সংগঠনের পেশ করা পর্যবেক্ষণ ও সুপারিশের সারসংক্ষেপে সরকারের বিরোধী মত দমনে গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি, বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোর হয়রানি, শিক্ষা ও গবেষণার স্বাধীনতা, সংখ্যালঘু, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রান্তিক গোষ্ঠীগুলোর প্রতি বৈষম্য, শ্রমিকদের অধিকারের প্রসঙ্গগুলো বিশদভাবে তুলে ধরা হয়েছে।

দেড় মাসে অন্তত ১৫১ জনের দণ্ড, বিএনপির আরও ৭০ জন নেতা কর্মীর কারাদণ্ড

১৬ নভেম্বর ২০২৩, প্রথম আলো

এ নিয়ে গত দেড় মাসে ঢাকার আদালতে অন্তত ১২টি মামলায় ১৫১ জন নেতা-কর্মীর সাজা হলো।

ঢাকার আদালতগুলোতে গত এক বছরে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ১৮টি মামলায় সাজা হওয়ার খবর জানা গেছে। এসব মামলায় ১৯৫ জন নেতা-কর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

মুখোশ পরে বিরোধীদের ওপর একের পর এক হামলা

১৪ নভেম্বর ২০২৩, প্রথম আলো

আহত নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং সব কটি ঘটনার ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, কখনো দিনে, কখনো রাতে পথ রোধ করে মুখোশধারীরা হামলা চালিয়েছে। সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে ভেঙে দেওয়া হয়েছে হাত-পা, কেটে দেওয়া হয়েছে রগ, করা হয়েছে গুলি। নয়জনের ওপর পৃথকভাবে নয়টি হামলার সময় লোহার রড, চায়নিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। একটি ঘটনা বাদে সব কটিতে মুখোশধারীরা ছিল।

তফসিল ঘোষণা, ভোট ৭ জানুয়ারি

১৫ নভেম্বর ২০২৩, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

পদোন্নতির উৎসব ভোটের আগে

১৩ নভেম্বর ২০২৩, যুগান্তর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচের তফশিল ঘোষণার আগেই সরকার প্রশাসন, পুলিশ, শিক্ষাসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দিয়েছে। জানুয়ারিতে অনুষ্ঠেয় ভোটের আগে গত কয়েক মাসে এই তিন ক্যাডারের বিভিন্ন পদে ১৬০৮ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

জানা গেছে, মে থেকে নভেম্বর পর্যন্ত তিন ক্যাডারের বিভিন্ন পদে পদোন্নতি হয়। এর মধ্যে প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব পদে ১১৪, যুগ্মসচিব পদে ২২১, উপসচিব পদে ১৭৮ কর্মকর্তার পদোন্নতি হয়। এতে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ২৯তম ব্যাচের প্রথমসহ বেশ কিছু মেধাবী কর্মকর্তা বঞ্চিত হয়েছেন।

গ্রেপ্তারে পুলিশকে ‘তাল দিচ্ছে’ আওয়ামী লীগ

১৭ নভেম্বর ২০২৩, সমকাল

সাদা কাগজে ২০ জনের নাম। সবাই বরিশালের উজিরপুর ১ নম্বর সাতলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী। ওই কাগজে লেখা, ‘সাতলা ইউনিয়ন বিএনপি নেতাকর্মীর নামের তালিকা; এদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ ওই কাগজে সই করেছেন ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খায়রুল বাসার লিটন।

একইভাবে বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের তরফ থেকে ৫০ বিএনপি নেতাকর্মীর একটি তালিকা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। ওই তালিকায় সই করেন ইউপি চেয়ারম্যান এস এম শফিকুর রহমান। একই উপজেলার চরামদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা জানান, তাদের কাছেও চাওয়া হয়েছিল তালিকা। এলাকায় নানামুখী প্রভাব পড়তে পারে মনে করে তারা তালিকা করেননি। তবে ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে এ রকম তালিকা হয়েছে। বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশের সব ইউনিয়ন, গ্রাম এমনকি ওয়ার্ড পর্যায়ে বিএনপি নেতাদের তালিকা করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসব তালিকা তারা প্রশাসনকে দিচ্ছে এবং বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তারে সরাসরি ভূমিকা রাখছে।

বারবার মুখোশ পরে হামলা, শনাক্ত নেই

২০ নভেম্বর ২০২৩, প্র্র্রথম আলো

আবারও গুপ্ত হামলার ঘটনা ঘটল। এবার নওগাঁয় মুখোশধারীরা কুপিয়ে এক বিএনপি নেতাকে হত্যা করেছে। এ নিয়ে গত দুই মাসে জেলার তিন উপজেলায় পাঁচটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় বিএনপি-জামায়াতের চার নেতা-কর্মী আহত হয়েছেন।

দুর্ঘটনায় দুই হাত হারানো রফিকুল নাশকতা মামলায় গ্রেপ্তার

নভেম্বর ২৪, ২০২৩, ডেইলিস্টার অনলাইন বাংলা

প্রায় দুই যুগ আগে এক দুর্ঘটনায় দুই হাত হারিয়েছিলেন রফিকুল ইসলাম। অথচ, নাশকতার চেষ্টার অভিযোগে বুধবার রাজধানীর ভাটারা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সন্ত্রাসবিরোধী আইনে গত ২৬ অক্টোবর করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ৯টি ইসলামি দলের নেতাদের সাক্ষাৎ

২৩ নভেম্বর ২০২৩, প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী ৯টি দলের নেতারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। সন্ধ্যা থেকে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে এই বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, ইসলামপন্থী দলগুলোর নেতারা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তাঁদের আগ্রহের কথা তুলে ধরেন। অনেকেই নিজেদের সংসদ সদস্য হওয়ার বিষয়ে আওয়ামী লীগের সহায়তা চান। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার পক্ষের ইসলামি শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

যেসব রাজনৈতিক দলের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, সেই দলগুলো হচ্ছে ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সক্রিয় নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীরা বেশি দণ্ডিত

২৪ নভেম্বর ২০২৩, সমকাল

বিএনপি নেতারা অভিযোগ করেছেন, নির্বাচনে সম্ভাব্য প্রার্থীসহ আন্দোলনে সক্রিয় ও সাহসী নেতাদের টার্গেট করেছে ক্ষমতাসীন দল। বেছে বেছে তাদেরই কারাদণ্ড দেওয়া হচ্ছে। তথ্য বলছে, অক্টোবর-নভেম্বরেই আলাদা ২৭ মামলায় সাজা হয়েছে ৪৪৯ নেতাকর্মীর। গতকাল বৃহস্পতিবারও পাঁচ মামলার রায় শুনেছেন ১৭৯ জন। সব মিলিয়ে গেল ছয় মাসে ৩৩ মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৫৮২ জনকে।

মহাখালীর ‘ছোট কক্ষ’ থেকে গুলশানের ‘আলিশান’ কার্যালয়ে বিএনএম

২৪ নভেম্বর ২০২৩, প্রথম আলো

হঠাৎ আলোচনায় আসা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) কেন্দ্রীয় কার্যালয় এত দিন ছিল রাজধানীর মহাখালীর একটি ছোট কক্ষে। ৩৮০ বর্গফুটের সেই কার্যালয়ের ভাড়া ছিল মাসে ১৫ হাজার টাকা। তবে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই নতুন কার্যালয় নেয় দলটি। গুলশান ২ নম্বর গোলচত্বরের কাছে প্রায় আড়াই হাজার বর্গফুটের আলিশান এই কার্যালয়। মাসে ভাড়া দুই লাখ টাকার মতো।

যেসব কারণে আগের চেয়ে সহজ হয়েছে ঋণ খেলাপিদের নির্বাচন করা

২৫ নভেম্বর ২০২৩, প্রথম আলো

নানা ধরনের ছাড় দেওয়ার কারণে ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়া সহজ হয়ে গেছে। এখন আর ভোটে দাঁড়াতে আগের মতো ১০ শতাংশ নগদ অর্থ জমা দিয়ে ঋণ পুনঃ তফসিল করতে হচ্ছে না। এর চেয়ে অনেক কম অর্থ জমা দিলেই হয়। তা ছাড়া আগের মতো ঋণ পুনঃ তফসিলের প্রস্তাবও কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর দরকার পড়ে না। ফলে ব্যাংকগুলো যে যার মতো করে খেলাপি ঋণ পুনঃ তফসিল করে দিচ্ছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২–এর ১২ অনুচ্ছেদের বিধান অনুসারে কোনো ঋণখেলাপি ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য হন না। ফলে খেলাপি হলে কেউ প্রার্থী হতে পারেন না। আগে নিয়ম ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার সাত দিন আগে খেলাপি ঋণ পুনঃ তফসিল করে নিয়মিত করতে হবে। ব্যাংকঋণ পরিশোধসংক্রান্ত বিধান ২০১৮ সালের নির্বাচনের আগে সংশোধন করা হয়। আর বিলখেলাপি–সংক্রান্ত বিধান সংশোধন করা হয় চলতি বছরের জুলাইয়ে। নতুন আইনে মনোনয়নপত্র জমার এক দিন আগে খেলাপি ঋণ পরিশোধ করলেই নির্বাচনে অংশ নেওয়া যায়। বর্তমান নির্বাচন কমিশন (ইসি) ঋণখেলাপিদের আরও ছাড় দিতে চেয়েছিল।

গ্রেপ্তার এড়িয়ে যেভাবে রাত কাটান নারায়ণগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা

২৬ নভেম্বর ২০২৩, প্রথম আলো

সায়েদাবাদের চরে দল বেঁধে আশ্রয় নেওয়া সবাই সোনারগাঁর বারদী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, গ্রেপ্তার এড়াতে বিএনপির নেতা-কর্মীরা এভাবে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁরা দল বেঁধে ফসলি জমি, নদীর চর ও জঙ্গল, এমনকি কবরস্থানেও আত্মগোপন করছেন। কেউ কেউ থাকছেন মাঝনদীতে ভাসমান নৌকায়। এর পরও গ্রেপ্তার এড়াতে পারেন না অনেকে। পুলিশের হিসাব বলছে, গত চার সপ্তাহে নতুন করে জেলার সাতটি থানায় হওয়া ২০টি মামলায় পাঁচ শতাধিক বিএনপির নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।

আওয়ামী লীগের মনোনয়ন: বাদ পড়লেন ৭১ সংসদ সদস্য

২৭ নভেম্বর ২০২৩, প্রথম আলো

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে এবার আওয়ামী লীগ যাঁদের বাছাই করেছে, সেই তালিকায় নানা শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটেছে। এর মধ্যে রুপালি পর্দার তারকা যেমন রয়েছেন, তেমনি আছেন দেশসেরা ক্রিকেটারও। আছেন বড় ব্যবসায়ী, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তারা। বাদ যাননি মাত্রই রাজনীতিতে যুক্ত হওয়া সাবেক সচিবরাও।

এ ছাড়া চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ও সংগীতশিল্পীও আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় রয়েছেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসা নেতারা যেমন আছেন, তেমনি সদ্যই ছাত্ররাজনীতির গণ্ডি পেরোনো তরুণেরাও জায়গা করে নিলেন। তবে সব ছাপিয়ে যে বিষয়টি সাড়া ফেলেছে, সেটি হলো মন্ত্রিসভার তিনজন সদস্যসহ বর্তমান সংসদের ৭১ জন সংসদ সদস্যকেই আগামী নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়নি। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের প্রার্থী তালিকায় এত বড় পরিবর্তন আর হয়নি। এ ছাড়া প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন ৬৫ জন।

৫৬ জেলায় বিএনপির কার্যালয় বন্ধ

২৯ নভেম্বর ২০২৩, সমকাল

ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ থাকার এক মাস পেরিয়েছে গতকাল মঙ্গলবার। এমন পরিস্থিতিতে খোঁজ নিয়ে জানা গেছে দলটির ৫৬টি জেলা কার্যালয়ই বন্ধ। চারটি জেলায় বিএনপির কার্যালয় নেই। 

জেলে মারা যাওয়া বিএনপি নেতারও ৩ বছর কারাদণ্ড

২৯ নভেম্বর ২০২৩, সমকাল

জেলহাজতে সাত বছর আগে মারা যাওয়া বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুবকে তিন বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আবার দুই বছর আগে মারা গেছেন এমন এক নেতাকেও পৃথক মামলায় দেওয়া হয়েছে চার বছরের কারাদণ্ড।

আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়ার সময় বিজয়চিহ্ন দেখালেন ইউএনও

২৯ নভেম্বর ২০২৩, প্রথম আলো

নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী একাংশ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী এইচ এম ইব্রাহিমের মনোনয়নপত্র জমা নেওয়ার সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিজয়সূচক চিহ্ন দেখানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

কারামুক্তির পরদিন নৌকার প্রার্থী হলেন বিএনপি নেতা শাহজাহান ওমর

৩০ নভেম্বর ২০২৩, প্রথম আলো

জামিনে কারাগার থেকে বেরোনোর পরদিন আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

বিএনপির নেতা শাহজাহান ওমরকে ৪ নভেম্বর রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় তাঁকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

নির্বাচন বর্জন করলো বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল

১ ডিসেম্বর ২০২৩, মানবজমিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল। এসব দলের মধ্যে সরকারের পদত্যাগ দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৩৯টি দল ছাড়াও বাম জোট ও ইসলামী রাজনৈতিক দল রয়েছে।

কাশিমপুর কারাগারে ৬ দিনের ব্যবধানে বিএনপির দুই নেতার মৃত্যু

০১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছয় দিনের ব্যবধানে বিএনপির দুই নেতার মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন।

বিএনপি থেকে বহিষ্কৃত ও সাবেক নেতাদের ৩৩ জন ভোটে

০২ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক পাঁচজন সংসদ সদস্য। এ ছাড়া দলের চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান এবং নির্বাহী কমিটির একাধিক সদস্যও আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অবশ্য তাঁদের অনেকে দীর্ঘদিন দলে নিষ্ক্রিয় ছিলেন।

বিএনপি নেতাকর্মী হঠাৎ হয়ে যাচ্ছেন ‘নিখোঁজ’

০২ ডিসেম্বর ২০২৩, সমকাল

৭ নভেম্বরের রাত। রাজধানীর উত্তরার আজমপুর রেলগেট। মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে চার-পাঁচজন সাদা পোশাকধারী। কিছু বুঝে ওঠার আগেই ঢাকা মহানগর উত্তরের ছাত্রদল নেতা মেহেদী হাসানকে (আসল নাম নয়) টেনে তোলা হলো গাড়িতে। মাইক্রোবাসে উঠিয়েই বেঁধে ফেলা হয় দুই চোখ; পরানো হয় হ্যান্ডকাফ। আধাঘণ্টার মতো গাড়ি চলার পর তাঁকে ঢোকানো হয় একটি আঁধার ঘরে। গাড়িতে কিছু করা না হলেও ওই কক্ষে ঢোকানোর সময় চলে চড়-থাপ্পড়, লাথি। পরে হ্যান্ডকাফ খুলে রশি দিয়ে বাঁধা হয় দু’হাত। নিকষ কালো আঁধারে এভাবে ছিলেন টানা আট দিন। ১৫ নভেম্বর সন্ধ্যার পর আবার চোখ বেঁধে মাইক্রোবাসে কয়েক ঘণ্টা চলল। ওই অচেনা লোকজন যখন মেহেদীকে ফেলে যায় রাস্তার ধারে, তিনি নিজেকে আবিষ্কার করলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় সেখান থেকে মেহেদী ফেরেন ঢাকায়। ক’দিনের মনের আঘাত (ট্রমা) এখনও ক্ষত হয়ে এই ছাত্রদল নেতাকে পীড়া দিচ্ছে। বন্দি থাকার স্মৃতি মনে পড়লেই মাঝেমধ্যে আঁতকে উঠছেন। ঢাকায় ফিরে আর নিজের বাসায় যাননি মেহেদী। একটু সুস্থ হয়ে আবার বিএনপির মিছিলে যাওয়ার ইচ্ছা তাঁর।

এক-তৃতীয়াংশ কম গাড়ি চলছে হরতাল-অবরোধে

০৪ ডিসেম্বর ২০২৩, সমকাল

দেশের অর্থনীতিতে গতি জোগানো দূরপাল্লার পণ্য ও যাত্রীবাহী গাড়ি চলাচল হরতাল-অবরোধে প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। সরকারের সেতু কর্তৃপক্ষের পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য মিলেছে। এতে স্পষ্ট, রাজনীতির কারণে গতি হারাচ্ছে অর্থনীতি। রাজধানীতে হরতাল-অবরোধ ঢিলেঢালা হলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকাতেও কমেছে যান চলাচল।

মৃত ব্যক্তিকে ‘দৌড়ে পালাতে’ দেখেছে পুলিশ

ডেইলিস্টার অনলাইন ০৬ ডিসেম্বর ২০২৩

মৃত আমিন উদ্দিন মোল্লাকে কবর দেওয়া হয়েছিল দুই বছর ১০ মাস আগে। কিন্তু গত ২৮ অক্টোবর রাতে গাজীপুরে পুলিশের একটি ‘টহল দলকে লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যাওয়ার সময়’ আমিন উদ্দিন মোল্লাসহ আরও ২১ জনকে দেখতে পান কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন। এ ঘটনায় পরদিন সালাহউদ্দিন বাদী হয়ে পুলিশ হত্যাচেষ্টার অভিযোগ এনে আমিন উদ্দিনসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। গত এক দশকে মৃত ব্যক্তি, অভিবাসী শ্রমিক, হজযাত্রী এবং চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা দায়েরের ঘটনা বারবার খবরের শিরোনাম হয়েছে।

খাঁচাবন্দী ব্যালট বাক্স নিয়ে লেখক-শিল্পী-শিক্ষকদের মুক্তির যাত্রা

০৮ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

লোহার এক খাঁচা। তার মধ্যে বন্দী ব্যালট বাক্স। মুখে মুখোশ, গায়ে কালো আলখাল্লা—এমন পোশাকে কয়েকজন সেই খাঁচা কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন ছুটির দিনের বিকেলে রাজধানীর রাজপথে। মাইকে বাজছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান ‘কারার ঐ লৌহ–কবাট, ভেঙে ফেল কর্‌রে লোপাট…’। গানের সঙ্গে গলা মিলিয়ে খাঁচাবন্দী ভোটের বাক্সবাহীদের পেছনে ‘মুক্তির যাত্রা’ নামাঙ্কিত ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে চলছেন লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ অনেকে।

 ‘কণ্ঠে মেলাও সুর/ দুঃশাসন হবে দূর’, ‘নির্বাচন কারও অভিনয় মঞ্চ নয়’, ‘ভোট নাই/ নাগরিক অধিকারও নাই’ এমন স্লোগান লেখা ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই লেখক-শিল্পীরা সারিবদ্ধভাবে দাঁড়ান। তাঁরা গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দেন।

ঢাকায় ৫৫ মামলায় বিএনপির ৮৪৫ নেতা-কর্মীর সাজা

০৯ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

ঢাকায় সাম্প্রতিক কালে অন্তত ৫৫টি মামলায় বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮৪৫ নেতা-কর্মীর কারাদণ্ড হয়েছে। এর মধ্যে শুধু গত নভেম্বরেই ৩৩টি মামলায় অন্তত ৬১৫ জনের সাজা হয়। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাগুলোয় সাজা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। এসব মামলার বেশির ভাগ ২০১৩ ও ২০১৮ সালে করা।

নাশকতার মামলা বাদী পুলিশ সাক্ষীও পুলিশ

৯ ডিসেম্বর ২০২৩, মানবজমিন

নাশকতার অভিযোগে বিরোধী নেতাদের বিরুদ্ধে দায়ের করা পুরনো মামলার বিচার চলছে দ্রুত গতিতে। গত তিন মাসে প্রায় অর্ধশত মামলায় সহস্রাধিক বিএনপি নেতাকর্মীকে সাজা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবারও দুই মামলায় ২৯ জন নেতাকর্মীকে কারাদণ্ড দেয়া হয়। এসব মামলার বড় অংশের ক্ষেত্রে দেখা গেছে, বাদী পুলিশের সদস্য, সাক্ষীরাও পুলিশের সদস্য। আইনজীবীরা বলছেন, পুলিশ নিজেই এসব মামলায় একটি পক্ষ। আবার দেখা যাচ্ছে সাক্ষ্যও দিচ্ছেন পুলিশ সদস্যরা। কোনো স্বাধীন সাক্ষী নেই। এগুলো নজিরবিহীন ঘটনা। বিচার ব্যবস্থায় নতুন সংযোজন।

ধর্মভিত্তিক দল- জেতার মতো প্রার্থী নেই, আনুকূল্য পেতেই ভোটে

১১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

নিবন্ধিত সাতটি ইসলামি দল বা এই ধারার রাজনৈতিক দলের সাড়ে চার শর মতো প্রার্থী আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দলগুলো এত প্রার্থী দিলেও সরকারের সহায়তা বা ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে ছাড় না পেলে তাঁদের একজনেরও ভোট করে জয়ী হওয়ার মতো অবস্থা নেই মাঠে। কার্যত, দলগুলো সরকারঘনিষ্ঠ। তাদের ভোটে যাওয়ার অন্যতম লক্ষ্য হচ্ছে সরকারের আনুকূল্য পাওয়া।

ইসলামপন্থী দলগুলোর মধ্যে কেবল বাংলাদেশ তরীকত ফেডারেশনের গত দুটি সংসদে প্রতিনিধিত্ব ছিল। দলটির প্রধান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী একসময় আওয়ামী লীগ ও বিএনপি—দুটি দলের মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে যথাক্রমে ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। তিনি গত দুটি নির্বাচনের মতো (২০১৪ ও ২০১৮) এবারও চট্টগ্রাম-২ আসনে তরিকতের প্রার্থী।

আওয়ামী লীগের শরিক–মিত্রদের নিজেদের শক্তিতে জয়ী হওয়া কঠিন

১১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

দফায় দফায় শরিক ও মিত্রদের সঙ্গে বৈঠক করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কিন্তু আসন ভাগাভাগি বা সমঝোতার বিষয়ে জাতীয় পার্টি (জাপা) ও ১৪-দলীয় জোটকে চূড়ান্ত কথা দিচ্ছে না ক্ষমতাসীনেরা। ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত এভাবে শরিক ও মিত্রদের অপেক্ষায় রাখতে চাইছে আওয়ামী লীগ। অন্যদিকে জাপা ও ১৪ দলের শরিকেরা আসন নিশ্চয়তার আশায় ঘুরছে আওয়ামী লীগের পেছনে।

সমন্বয়হীনতায় বিএনপিতে হতাশা

১২ ডিসেম্বর ২০২৩,  প্রথম আলো

২৮ অক্টোবর ঢাকায় নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ১০ দফায় ২০ দিন অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি। এর পাশাপাশি দলটি তিন দফায় চার দিন হরতাল করেছে। গত দেড় মাসে ধারাবাহিকভাবে চলা এই কর্মসূচিতে এরই মধ্যে ‘ঢিলেঢালা’ ভাব দেখা দিয়েছে।

বিএনপির দণ্ডিত নেতা–কর্মীর সংখ্যা হাজার ছাড়াল

১৩ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

বিগত সাড়ে চার মাসে ঢাকার বিভিন্ন আদালতে ৬৭ মামলায় অন্তত ১ হাজার ২৬ নেতা-কর্মীর সাজা হলো। তাঁদের বেশির ভাগ বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

নৌকায় ভোট নিতে খাদ্যের ৪৯২টি কার্ড জব্দ ইউপি চেয়ারম্যানের

১৩ ডিসেম্বর ২০২৩, প্রতিদিনের বাংলাদেশ

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিতে বাধ্য করার কৌশল হিসেবে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৯২ জন সুবিধাভোগীর কার্ড জব্দ করার অভিযোগ উঠেছে সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। বিষয়টি তিনি স্বীকারও করেছেন। তার ভাষ্য, যারা নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেবেন তাদের কার্ড ফিরিয়ে দেওয়া হবে।

এক দিনে ৬ মামলায় বিএনপির ১১৯ জনের সাজা

১৪ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

পৃথক ছয়টি মামলায় এক দিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরও ১১৯ জন নেতা-কর্মীর সাজা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গতকাল বুধবার এ রায় দেন। এ নিয়ে বিগত সাড়ে চার মাসে ৭৩ মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ১ হাজার ১৪৫ জন নেতা-কর্মীর সাজা হলো।

১৮ ডিসেম্বর থেকে নির্বাচনে বাধা হতে পারে এমন কর্মসূচিতে নিষেধাজ্ঞা

১৪ ডিসেম্বর ২০২৩, সমকাল

১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী কাজে বাধা হতে পারে এমন রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এতে বলা হয়, ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার–প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটারেরা ভোট দেওয়ায় নিরুৎসাহিত হতে পারে এমন কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

নির্বাচনে আনতে বিএনপি নেতাদের মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল, টেলিভিশন চ্যানেলকে কৃষিমন্ত্রী

১৭ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তবে বিএনপি সেই প্রস্তাব গ্রহণ করেনি।

চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আব্দুর রাজ্জাক। সাক্ষাৎকারটির ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন আজ রোববার চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে দেখা যায়, আব্দুর রাজ্জাক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘২০ হাজার (বিএনপি নেতা–কর্মী) গ্রেপ্তার না করলে আজকে এই যে গাড়ি চলতেছে হরতালে, আপনি কি রাস্তায় গাড়ি দেখতেন? এ ছাড়া আমাদের জন্য কোনো গত্যান্তর ছিল না, কোনো অলটারনেটিভ (বিকল্প) ছিল না। যেটা করেছি, আমরা চিন্তাভাবনা করে করেছি।’ বিএনপি দাবি করছে, গত ২৮ অক্টোবর ঢাকায় তাদের মহাসমাবেশ ঘিরে এবং এরপরে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

৩২ আসন ছাড়ল আওয়ামী লীগ

১৮ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

প্রায় দুই সপ্তাহ ধরে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক বৈঠকের পর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে (জাপা) সঙ্গী করেই ভোটে যাত্রা করল ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও গতকাল রোববার ক্ষমতাসীনদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ ও দেনদরবারের পর শেষ পর্যন্ত জাপা ভাগে পেল ২৬ আসন। আওয়ামী লীগের দীর্ঘদিনের জোটসঙ্গী ১৪ দলের শরিকেরা পেয়েছে ৬টি আসন। আর আওয়ামী লীগের মনোনীত ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ফলে শরিকদের আসন ছাড়ার পর দলের ২৬৩ জন প্রার্থী নিয়ে ভোটের মাঠে নামল আওয়ামী লীগ।

বাম জোটের নির্বাচন কমিশন অভিমুখী মিছিলে পুলিশের বাধা

১৮ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

রাজধানীতে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিল নিয়ে নির্বাচন কমিশন অভিমুখে যাচ্ছিলেন জোটের নেতা-কর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজধানীর পল্টন মোড় থেকে মিছিলটি শুরু হয়। প্রেসক্লাব এলাকায় কদম ফোয়ারার মোড়ে এলে তাতে বাধা দেয় পুলিশ। 

হরতালের শুরুতে মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতা, আগুনে মা-শিশুসহ চারজন নিহত

১৯ ডিসেম্বর ২০২৩, বিবিসি অনলাইন বাংলা

বাংলাদেশে বিএনপি ও জামায়াতের ডাকা হরতালের শুরুতে ঢাকায় একটি যাত্রীবাহী ট্রেনে আগুন দেয়া হলে মা ও শিশু সন্তানসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে নেত্রকোনা থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তরা আগুন দিলে এ ঘটনা ঘটে। গত ১৩ই ডিসেম্বর বিএনপির অবরোধের মধ্যে গাজীপুরের ভাওয়ালে রেল লাইন কেটে ফেলায় এই মোহনগঞ্জ একপ্রেসের সাতটি বগিসহ উল্টে পড়েছিল। সেই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং একদিন ধরে ওই লাইনে রেল যোগাযোগ বন্ধ হয়েছিল।

এবার ‘ভোট প্রত্যাখ্যান’ কর্মসূচি বিএনপির

১৯ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

হরতাল-অবরোধের পাশাপাশি এবার সরকারের ‘একতরফা’ ভোট প্রত্যাখ্যানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে আসছে বিএনপি। এ লক্ষ্যে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাতীয় সংসদের ভোটের দিন ৭ জানুয়ারি পর্যন্ত হরতাল-অবরোধেই থাকবে বিএনপি। এর ফাঁকে ফাঁকে সারা দেশে ভোটবিরোধী এই প্রচারপত্র বিলি করা হবে।

আওয়ামী লীগের প্রার্থী ২৬৪ আসনে, শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে কয়টিতে

১৯ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বাইরে আরও ২৬টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর কোনোটিই আওয়ামী লীগের সঙ্গে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার সামর্থ্য রাখে না। তবে এবারে নির্বাচনের নতুনত্ব হচ্ছে দলীয় স্বতন্ত্র প্রার্থী। অন্তত ১২৭টি আসনে এই স্বতন্ত্র প্রার্থীরা নিজ দলের নৌকার প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। বাকি আসনগুলো নিয়ে নৌকার প্রার্থীদের খুব একটা চিন্তা নেই।

এই নির্বাচনে আওয়ামী লীগের বর্তমান ২৮ জন সংসদ সদস্য দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন। জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদ ছেড়ে স্বতন্ত্র হিসেবে লড়ছেন; এমন প্রার্থী ৩৫ জন। এঁদের বাইরে সাবেক সংসদ সদস্য এবং স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী আরও অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এঁরা সবাই ‘দলীয় স্বতন্ত্র’ হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন।

যদি আল্লাহ আমার পক্ষে থাকেন, আপনাদের ভোটও লাগবে না: আনোয়ার হোসেন মঞ্জু

ডিসেম্বর ১৯, ২০২৩, ডেইলিস্টার অনলাইন বাংলা

জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচনী প্রচারণায় বলেছেন, ‘আল্লাহ যদি তার কিসমতে লিখে থাকে, হয়ে যাবে। আর আমার কিসমতে যদি থাকে হয়ে যাব। যদি আল্লাহ তায়ালা আমার পক্ষে থাকেন, তাহলে আপনাদের ভোটও লাগবে না।’

অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির, ভোট বর্জন ও কর-খাজনা না দেয়ার আহ্বান

২০ ডিসেম্বর ২০২৩, বিবিসি বাংলা

বাংলাদেশের বিরোধী দল বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দিয়েছে। সাতই জানুয়ারির ভোট বর্জন করা, কর ও ইউটিলিটি বিল না দেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছে।

পৌনে ২ কেজি স্বর্ণ ৪০ হাজার, ২০ বিঘা জমি ২ হাজার, বারিধারায় ফ্ল্যাট ১.৩০ লাখ টাকা

ডিসেম্বর ২০, ২০২৩, ডেইলিস্টার অনলাইন বাংলা

হলফনামা অনুযায়ী, সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান আহমেদের ২৫ বিঘা জমি আছে যার মূল্য ৩১ হাজার ৫০০ টাকা। এই দাম একজন পোশাক শ্রমিকের মাত্র দুই মাসের ন্যূনতম মজুরির সমান। রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আহসানুল হক চৌধুরীরও ২৫ বিঘা জমির মালিক। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি জানিয়েছেন, এই জমির মূল্য ৭০ হাজার টাকা।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের বারিধারা ডিওএইচএসে একটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ১৩ লাখ টাকা। বিলাসবহুল এই এলাকায় কিছু ফ্ল্যাটের মাসিক ভাড়াই মন্ত্রীর ফ্ল্যাটের দেখানো মূল্যের চেয়ে অনেক বেশি হওয়ার সম্ভাবনাই বেশি।

আরেক অভিজাত এলাকা গুলশানে-২ এ একটি আট তলা ভবনের মালিকানা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রীর। যার মূল্য দেখানো হয়েছে ৩৫ লাখ টাকা।

ঢাকার অন্যতম দামি এলাকা ধানমন্ডিতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের স্ত্রীর ৪ হাজার ২৬৫ স্কয়ার ফুটের একটি ফ্ল্যাট রয়েছে। যার মূল্য দেখানো হয়েছে ১৩ লাখ ১০ হাজার টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, তার বারিধারার ফ্ল্যাটের দাম ৩২ লাখ টাকা। বরিশাল-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল হাফিজ মল্লিক। মল্লিকের হরফনামায় দেখা যাচ্ছে, তিনি পাঁচ কাঠা সরকারি প্লটের মালিক। তবে সেটি কোথায় তিনি তা উল্লেখ করেননি। তবে এর মূল্য বলেছেন ৪০০ টাকা। এই দামে আজ তিন লিটার ভোজ্য তেলও কেনা যায় না। মল্লিকের কাছে ৪০ হাজার টাকা মূল্যের ৩০ ভরি স্বর্ণও রয়েছে। বর্তমানে প্রতি ভরি (২২ ক্যারেট) সোনার দাম ১ লাখ টাকার বেশি। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট রয়েছে এবং তার স্ত্রীর হলফনামা অনুসারে ৪০ ভরি সোনা রয়েছে, যার মূল্য যথাক্রমে ১৬ লাখ ১০ হাজার টাকা এবং ১২ হাজার টাকা। ইনুর নিজের ২৫ ভরি স্বর্ণের দাম ২৫ হাজার ৫০০ টাকা। পাবনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মকবুল হোসেন ২ হাজার টাকা মূল্যের ২০ বিঘা জমির মালিকানা ঘোষণা করেছেন। যে দামে বর্তমানে দুই কেজি খাশির মাংশ কেনা যায় না। ঢাকায় কামরুল ইসলাম কীভাবে এত সস্তায় জমি ও ফ্ল্যাট কিনলেন তা যে কারোরই অনুমানের বাইরে।

সাবেক এই মন্ত্রী মিরপুরে চার কাঠা জমির মূল্য দেখিয়েছেন ৩ লাখ ৬১ হাজার টাকা এবং পূর্বাচলে ১০ কাঠা জমির মূল্য ৩৯ লাখ ৪৮ হাজার টাকা। ১ দশমিক ৭৫ কাঠা জমিতে তার দুটি ফ্ল্যাটের মূল্য দেখানো হয়েছে ৪ লাখ ৩৬ হাজার টাকা।

নৌকায় ভোট না দিলে সুবিধাভোগীদের কার্ড বাতিলের হুমকি

২০ ডিসেম্বর ২০২৩, সমকাল

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনের আওয়ামী লীগ প্রার্থীকে (নৌকা প্রতীকে) ভোট না দিলে গরীব ও দুস্থ সুবিধাভোগীদের কার্ড কেটে দেওয়ার হুমকি দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। হুমকি দাতা আওয়ামী লীগ নেতা জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা।

ভোট দিতে না গেলে সরকারি সুবিধাভোগীর তালিকা থেকে নাম কেটে দেব’

২১ ডিসেম্বর ২০২৩, সমকাল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থকরা ভোট দিতে না গেলে সরকারি সুবিধাভোগীর তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনে দলের প্রার্থী রমেশ চন্দ্র সেন।

এ নৌকা নূহ নবীর নৌকা: শেখ হাসিনা

২০ ডিসেম্বর ২০২৩, ইত্তেফাক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ নৌকা নূহ নবীর নৌকা। এ নৌকায় কিন্তু মানবজাতিকে রক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

আমি ভারতের প্রার্থী, হারার জন্য আসিনি’

২৫ ডিসেম্বর ২০২৩, সমকাল

মেহেরপুর-১ (মুজিবনগর, সদর উপজেলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক দুই মেয়াদের সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান বলেছেন, ‘আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী। আমি এখানে হারার জন্য আসিনি।’

ফেনীতে নির্বাচনি প্রচারে নগদ টাকা বিলির হিড়িক

২৫ ডিসেম্বর ২০২৩, ইন্ডিপেন্ডেন্ট টিভি অনলাইন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ২ আসনে ভোটারদের মাঝে ভোটের বিনিময়ে নগদ টাকা বিতরণের অভিযোগ উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে। ফেনী-১ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবাল রিয়াদ, ওই আসনে নৌকার সমর্থক ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন মজুমদারের ও ফেনী–২ আসনে নৌকার সমর্থক শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলমের বিরুদ্ধে টাকা বিতরণের এ অভিযোগ উঠেছে।

যুবদল নেতা মুকিতকে ধরে ডিবি বলছে, তিনি ‘বোমার কারিগর’

২৬ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেনের ডান হাত নেই। তিনি কৃত্রিম হাত ব্যবহার করেন। তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দাবি করেছে, কৃত্রিম ওই হাত দিয়েই মুকিত বোমা বানান। ঢাকার বিভিন্ন জায়গায় তাঁর বানানো বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন যুবদলের নেতা–কর্মীরা।

১৫ বছরে সম্পদ বৃদ্ধিতে শীর্ষ ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২৬ ডিসেম্বর ২০২৩, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড অনলাইন বাংলা

গত ১৫ বছরে সম্পদ বেড়েছে এমন শীর্ষ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সম্পদ বৃদ্ধিতে শীর্ষ মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে ৮ জন হলেন–

১. সাধন চন্দ্র মজুমদার — মন্ত্রী — খাদ্য মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ৬৩৫০.১৮ শতাংশ

২. মো. জাকির হোসেন — প্রতিমন্ত্রী — প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ২৮৫৮.০৬ শতাংশ

৩. গোলাম দস্তগীর গাজী — মন্ত্রী — বস্ত্র ও পাট মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ২৭০৩.৯৭ শতাংশ

৪. ইমরান আহমদ — মন্ত্রী — প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বস্ত্র ও পাট মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ২১৭৯.৯৯ শতাংশ

৫. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন — মন্ত্রী — শিল্প মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ৯৮২.৩০ শতাংশ

৬. জাহিদ মালেক — মন্ত্রী — স্বাস্থ্য মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ৭৮৩.২৬ শতাংশ

৭. কামাল আহমেদ মজুমদার — প্রতিমন্ত্রী — শিল্প মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ৪৯৩.৯৪ শতাংশ

৮. জাহিদ আহসান রাসেল — প্রতিমন্ত্রী — যুব ও ক্রীড়া মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ১২৯.৯৫ শতাংশ

৫ বছরে যেসব এমপির আয় বেড়েছে, শীর্ষে ঢাকা-২০ আসনের এমপি বেনজীর

২৬ ডিসেম্বর ২০২৩, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড অনলাইন বাংলা

সম্পদ বৃদ্ধির দিক থেকে একাদশ সংসদের এমপিদের মধ্যে শীর্ষ ১০ জনের তালিকা তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ তালিকায় শীর্ষে রয়েছেন ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমদ (২২৩৮.১০%)। একাদশ সংসদের এমপিদের ৫ বছরে আয় বৃদ্ধির হারে শীর্ষ ১০- এ যারা:

১. ঢাকা-২০ আসনের বেনজীর আহমদ (২২৩৮.১০%)

২. কুষ্টিয়া-১ আসনের আ. ক. ম. সরওয়ার জাহান (২২০০.৫৮%)

৩. রংপুর-৪ আসনের টিপু মুনশি (২১৩১.১২%)

৪. বগুড়া-২ আসনের শরিফুল ইসলাম জিন্নাহ (২০৭৪.৮৩%)

৫. নাটোর-১ আসনের মো. শহিদুল ইসলাম (বকুল) (১৯৭২.১৬%)

৬. যশোর-১ আসনের শেখ আফিল উদ্দিন (১৬০৮.৬৩%)

৭. নওগাঁ-৩ আসনের মো. ছলিম উদ্দীন তরফদার (১৪৯৪.১২%)

৮. দিনাজপুর-৪ আসনের আবুল হাসান মাহমুদ আলী (১১৮৭.৫২%)

৯. পাবনা-২ আসনের আহমেদ ফিরোজ কবির (১০৬০.৪৪%)

১০. যশোর-৩ আসনের কাজী নাবিল আহমেদ (১০৩৯.৭৮%)

১০০ কোটি টাকার বেশি সম্পদ আছে ১৮ জন প্রার্থীর: টিআইবি

২৬ ডিসেম্বর ২০২৩, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড অনলাইন বাংলা

নির্বাচন কমিশনে দেওয়া ২,০০০ এর বেশি হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৮ জন প্রার্থীর ১০০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১০০ কোটি টাকার বেশি সম্পদ আছে যে ১৮ জন প্রার্থীর

১। নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সম্পদমূল্য ১৩৪৫.৭৭ কোটি টাকা;

২। ব্রাক্ষণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস. এ. কে. একরামুজ্জামানের সম্পদমূল্য ৪২১.১৬ কোটি টাকা;

৩। ঢাকা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সালমান ফজলুর রহমানের সম্পদমূল্য ৩১৫.৭৬ কোটি টাকা;

৪। কুমিল্লা-৮ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনের সম্পদমূল্য ৩০৬.৬৮ কোটি টাকা;

৫। কুমিল্লা-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুনের সম্পদমূল্য ২৭৭.৬১ কোটি টাকা;

৬। চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগর ওয়ালার সম্পদমূল্য ২৭৬.১৯ কোটি টাকা;

৭। সিরাজগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মমিন মন্ডলের সম্পদমূল্য ২৫৩.২৪ কোটি টাকা;

৮। নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মূর্তজার সম্পদমূল্য ২৩৩ কোটি টাকা;

৯। নরসিংদী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম মোল্লার সম্পদমূল্য ১৭৪.০১ কোটি টাকা;

১০। ঢাকা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাইদ খোকনের সম্পদমূল্য ১৬৩ কোটি টাকা;

১১। ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদের সম্পদমূল্য ১৫৬.৩৯ কোটি টাকা;

১২। গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আফরুজা বারীর সম্পদমূল্য ১৫৪.৬৬ কোটি টাকা;

১৩। কুমিল্লা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমাদের সম্পদমূল্য ১৫২.২৮ কোটি টাকা;

১৪।  লক্ষীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগমের সম্পদমূল্য ১৩০.৪২ কোটি টাকা;

১৫। লক্ষীপুর-৪ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল্লাহর সম্পদমূল্যও ১৩০.৪২ কোটি টাকা;

১৬। কুমিল্লা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী আহম মুস্তফা কামালের সম্পদমূল্য ১০৪.১৭ কোটি টাকা;

১৭। জামালপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদের সম্পদমূল্য ১০২.৩৭ কোটি টাকা;

১৮। মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ- এর সম্পদমূল্য ১০০.৪৫ কোটি টাকা;

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, কোটিপতি প্রার্থীর সংখ্যা ৫৭১। এরমধ্যে আওয়ামী লীগের ২৩৫ জন কোটিপতি প্রার্থী রয়েছেন।

আওয়ামী লীগের ৮৭ শতাংশ প্রার্থী কোটিপতি

২৭ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের চেয়ে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে। আওয়ামী লীগ ও স্বতন্ত্রদের মধ্যে কোটিপতি প্রার্থী বেশি। আওয়ামী লীগের প্রায় ৮৭ শতাংশ প্রার্থী কোটিপতি। স্বতন্ত্রদের ক্ষেত্রে এ হার প্রায় ৪৭ শতাংশ। এরপর জাতীয় পার্টির অবস্থান। তাদের প্রার্থীদের প্রায় ২২ শতাংশ কোটিপতি।

অনেকেরই আয় বেড়েছে বিপুলভাবে। সম্পদ বাড়ার হারও বহুগুণ। যেমন পাঁচ বছরে আয় সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা-২০ (ধামরাই) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজীর আহমেদের, হার ২ হাজার ২৩৮ শতাংশ (প্রায় ৪ কোটি ৮৮ লাখ)। ১৫ বছরে সম্পদ বৃদ্ধিতে শীর্ষে রয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, হার ৬ হাজার ৩৫০ শতাংশ (প্রায় ১০ কোটি)। আরও অনেক মন্ত্রী ও সংসদ সদস্যের আয় ও সম্পদ বিপুলভাবে বেড়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবি বলেছে, তাদের কাছে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী সরকারের মন্ত্রিসভার অন্তত একজন সদস্যের নিজ নামে যুক্তরাজ্যে একাধিক কোম্পানি রয়েছে, যা হলফনামায় দেখানো হয়নি। মন্ত্রী ও তাঁর স্ত্রীর মালিকানাধীন ছয়টি কোম্পানি এখনো যুক্তরাজ্যে আবাসন ব্যবসা পরিচালনা করছে। ছয়টি কোম্পানির বর্তমান সম্পদমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৩১২ কোটি টাকা।

হলফনামা বিশ্লেষণ করে অনেক প্রার্থীর বিপুল কৃষি ও অকৃষি জমি থাকার তথ্য তুলে ধরে টিআইবি। যেমন কিশোরগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক গোলাম কবির ভূঞার সবচেয়ে বেশি ৬৪৬ একরের বেশি কৃষিজমি রয়েছে। সবচেয়ে বেশি ৮১৩ একর অকৃষিজমির মালিক জামালপুর-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. জাকির হোসেন। ভূমি সংস্কার আইন-২০২৩ অনুযায়ী একজন ব্যক্তি কৃষি-অকৃষি মিলিয়ে ১০০ বিঘার বেশি জমি রাখতে পারেন না।

পাঁচ মাসে দেড় হাজারের বেশি নেতা-কর্মীর সাজা

২৭ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো

পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা পৃথক দুই মামলায় আরও ৩৬ জনের সাজা হয়েছে। দণ্ডিতদের বেশির ভাগ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী।

এ নিয়ে গত পাঁচ মাসে ঢাকার বিভিন্ন আদালতে ৯৭ মামলায় ১ হাজার ৫৩২ জনের সাজা হলো।

বিদেশে সম্পদ থাকা সেই মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

২৮ ডিসেম্বর ২০২৩, সমকাল

একজন মন্ত্রীর বিদেশে ২ হাজার ৩০০ কোটি টাকার বেশি বিনিয়োগ ও ব্যবসা রয়েছে বলে গত মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তথ্য  দিয়েছিল। তিনি হলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সমকালের নিজস্ব অনুসন্ধানে সাইফুজ্জামান নিজে পরিচালক এমন আটটি রিয়েল এস্টেট কোম্পানির তথ্য পাওয়া গেছে। এ ছাড়া নিশ্চিত হওয়া গেছে, টিআইবির কাছে ভূমিমন্ত্রীর বিষয়েই তথ্যপ্রমাণ রয়েছে।

ভোটের মাঠে উড়ছে টাকা হুমকি-ধমকি অব্যাহত

৩০ ডিসেম্বর ২০২৩, সমকাল

চট্টগ্রামে সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারে উড়ছে টাকা। ভোটের মাঠ টাকার গন্ধে গরম হয়ে উঠছে। প্রার্থী ও প্রার্থীর এজেন্টকে ভোটারদের মধ্যে টাকা বিলি করার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগও তুলছেন। এসব অভিযোগে টাকা বিলির ছবি কিংবা ভিডিওসহ প্রমাণাদি দাখিল করা হচ্ছে। কমিটি শোকজ করার পাশাপাশি মাঠ পর্যায়ে অনুসন্ধান শুরু করেছে।

ডাণ্ডাবেড়ি নিয়েই মারা গেলেন কাজল

৩১ ডিসেম্বর ২০২৩, মানবজমিন

২৮শে অক্টোবর মহাসমাবেশে সংঘর্ষের পর বিএনপি’র ২৪ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে দলটির দাবি। এই কারাবন্দি নেতাকর্মীদের কেউ কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন কারাগারে বা হাসপাতালে। গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাদের ডাণ্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে নেয়া হচ্ছে। ডাণ্ডাবেড়ি নিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দলটির দাবি, গত ৫ মাসে কারাগারে মারা গেছেন ৯ বিএনপি নেতা। এর মধ্যে গত দুই মাসে মারা গেছেন সাতজন। মারা যাওয়া সব নেতাই গ্রেপ্তারের আগে সুস্থ ছিলেন বলে পরিবারের দাবি। গত ২৬শে ডিসেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে মুগদা থানা শ্রমিক দল নেতা মো. ফজলুর রহমান কাজলকে ডাণ্ডাবেড়ি পরিয়েই রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। ২৮শে ডিসেম্বর হাসপাতালে ডাণ্ডাবেড়ি নিয়েই মারা যান তিনি। 

নৌকায় ভোট না দিলে ভাতা বন্ধ হয়ে যাবে’

০১ জানুয়ারি ২০২৪, প্রথম আলো

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক ওরফে ডিউক চৌধুরীর স্ত্রী সুরভী চৌধুরীর নির্বাচনী প্রচারণার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে সুরভীকে বলতে শোনা যায়, ৭ তারিখে নৌকায় ভোট না দিলে বিধবা, বয়স্ক, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে যাবে।

বাধ্য হয়ে নৌকার প্রার্থীর সভায় শ্রমিক-ভাতাভোগী

০১ জানুয়ারি ২০২৪, সমকাল

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ডুমুরিয়ায় সড়ক মেরামত কর্মসূচির কাজ বন্ধ রেখে নৌকার প্রার্থীর পথসভায় অংশ নিতে শ্রমিক-ভাতাভোগীদের বাধ্য করা হয়েছে। মাগুরখালী ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশে গতকাল রোববার এ ঘটনা ঘটে। বগুড়া-৭ আসনে নৌকা মার্কায় ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কাটার হুমকি দিয়েছেন আওয়মী লীগ নেতা।

এক দিনে ৯ মামলার রায়, সাজা ১২১ নেতা–কর্মীর

০১ জানুয়ারি ২০২৪, প্রথম আলো

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে আরও নয়টি মামলার রায় হয়েছে। গতকাল রোববার ঢাকার আদালতে এসব মামলায় ১২১ জনের সাজা হয়েছে।

ভোটের টাকা’ না পেয়ে সরে পড়ছেন জাপার প্রার্থীরা

০৩ জানুয়ারি ২০২৪, সমকাল

নির্বাচনের মাঠ থেকে একে একে সরে যাচ্ছেন আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ২৬ আসনের বাইরে থাকা জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা। দুই শতাধিক আসনে দলটির প্রার্থীরা ভোটের লড়াইয়ে নেই। গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন দিনে ১৩ আসনে ঘোষণা দিয়ে সরে গেছেন লাঙ্গলের প্রার্থীরা। প্রার্থীদের ভাষ্য, দলের নেতাকর্মীরা নির্বাচন বর্জনের পক্ষে মত দিলেও ‘বিশেষ জায়গা থেকে তহবিল’ পেয়ে নির্বাচনে অংশ নিয়েছে জাপা। ‘বি ক্যাটেগরি’ আসনের প্রত্যেক প্রার্থীকে ৩০ লাখ এবং ‘সি ক্যাটেগরি’ আসনের প্রার্থীদের ২০ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ছিল। কিন্তু শীর্ষ নেতারা ওই টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছেন।

ঢাকায় আবার চলন্ত ট্রেনে আগুন, প্রাণ গেল চারজনের

০৬ জানুয়ারি ২০২৪, প্রথম আলো

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে চলন্ত ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুন ও নাশকতার ঘটনায় মোট নয়জনের মৃত্যু হলো।

ভোটের দিনে হরতাল, ফাঁকা রাজধানীর রাস্তাঘাট

০৭ জানুয়ারি ২০২৪, আজকের পত্রিকা

সকাল সকাল রাস্তাঘাটে যানবাহন নেই বললেই চলে। মানুষের উপস্থিতিও হাতে গোনা। শনিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতাল ডাকা দল বিএনপিরও কোনো উপস্থিতি চোখে পড়েনি রাজপথে। তবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

ভোট দিয়ে এসে হাতে কালি দেখালে রেশন কার্ড পাবেন’

জানুয়ারি ৭, ২০২৪, ডেইলিস্টার অনলাইন বাংলা

আজ সকাল ৮টায় ভোট শুরুর পর প্রথম চার ঘণ্টায় বিটিসিএল কলোনি ভোট কেন্দ্রে (পুরুষ) ১৫ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে চার ঘণ্টায় বনানী মডেল স্কুল কেন্দ্রে (নারী) ভোট পড়েছে ১১ শতাংশ।

ভোটকেন্দ্রে ডামি লাইন, খাওয়ানো হচ্ছে খিচুড়ি, আছে যাতায়াতের সুব্যবস্থাও

৭ জানুয়ারি ২০২৪, মানবজমিন

চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোটারের উপস্থিতি অনেক কম দেখা গেছে। উপস্থিতি কম থাকায় কোনো কোনো কেন্দ্রে ডামি লাইন তৈরি করা হয়েছে। রাখা হয়েছে নাস্তা ও যাতায়াতের সুব্যবস্থাও। রোববার রাজধানীর আগারগাঁও এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কুমিল্লা ৭: আগে থেকে নৌকায় সিল মেরে রাখার অভিযোগ, ভিডিও ভাইরাল

জানুয়ারি ৭, ২০২৪, ডেইলিস্টার অনলাইন বাংলা

কুমিল্লার চান্দিনায় কিছু কেন্দ্রে আগে থেকেই নৌকায় সিল মেরে রাখার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যশোর ১: প্রকাশ্যে নৌকায় সিল, নির্বাচন বর্জনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর

জানুয়ারি ৭, ২০২৪, ডেইলিস্টার অনলাইন বাংলা

৫৫ কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং তার সমর্থকদের ওপর বোমা হামলা, গুলি ও ছুরিকাঘাত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নৌকার সমর্থকেরা প্রচুর জাল ভোট দিচ্ছে: ডলি সায়ন্তনী

০৭ জানুয়ারি ২০২৪, আজকের পত্রিকা

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বিভিন্ন কেন্দ্রে জোরপূর্বক নৌকায় ভোট নেওয়া হচ্ছে। সেই সঙ্গে নৌকার সমর্থকেরা প্রচুর জাল ভোট দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন এ আসনে বিএনএমের প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।

টাঙ্গাইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন 

০৭ জানুয়ারি ২০২৪, ইনডিপেন্ডেন্ট টিভি অনলাইন

টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আস‌নের স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু জাল ভোট, এজেন্ট‌দের মারধরসহ বি‌ভিন্ন অভি‌যো‌গ এনে ভোট বর্জনের ঘোষণা দি‌য়ে‌ছেন।

এটা কোনো নির্বাচন না’ বলে স্থগিতের দাবি স্বতন্ত্র প্রার্থীর

০৭ জানুয়ারি ২০২৪, প্রথম আলো

কুষ্টিয়া–৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ারের পোলিং এজেন্ট ও কর্মীদের ভয়ভীতি দেখিয়ে, মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

কু‌ড়িগ্রামে নৌকার বিরুদ্ধে কারচু‌পির অ‌ভি‌যোগ এনে সরে গেলো ঈগল-লাঙ্গল

০৭ জানুয়ারি ২০২৪, বাংলা ট্রিবিউন

কু‌ড়িগ্রাম-৪ আস‌নের আওয়ামী লীগ ম‌নোনীত নৌকা প্রতী‌কের প্রার্থী বিপ্লব হাসান পলা‌শের বিরু‌দ্ধে জাল ভোট ও অ‌নিয়‌মের তু‌লে ভোট বর্জনের ঘোষণা দি‌য়ে‌ছেন ওই আস‌নের জাতীয় পা‌র্টির সাইফুর রহমান বাবলু ও স্বতন্ত্র ম‌জিবুর রহমান বঙ্গবাসী।

৯১টি কেন্দ্র দখল করে জাল ভোটের অভিযোগ আ. লীগ সংসদ সদস্য মনোয়ারের

৭ জানুয়ারি ২০২৪, ডেইলিস্টার অনলাইন বাংলা

গাইবান্ধা-৪ আসনে ৯১টি কেন্দ্র দখল করে ‘ভোট কাটা’র অভিযোগ তুলেছেন আসনটির বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী।

ঢাকা-১৪ আসনের একটি কেন্দ্র: রেজাল্ট শিটে আগেই এজেন্টদের স্বাক্ষর নিলেন প্রিসাইডিং কর্মকর্তা

০৭ জানুয়ারি ২০২৪, প্রথম আলো

ঢাকা-১৪ আসনে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই প্রার্থীদের এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে (ফলাফল বিবরণী) স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে।

ভোটের ব্যয় ২ হাজার কোটি টাকা ছাড়াচ্ছে

৩ জানুয়ারি ২০২৪, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যয় শুরুতে দেড় হাজার কোটি টাকা ধরা হলেও তা বেড়ে দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। ইসি কর্মকর্তারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ২৭৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২২৫ কোটি ৬২ লাখ টাকা। নির্বাচন পরিচালনা খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫০ কোটি ৬০ লাখ টাকা।

কম ভোটের নির্বাচনে নৌকার বিরাট জয়

০৮ জানুয়ারি ২০২৪, সমকাল

টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভোটের হার নিয়ে বিরোধীদের প্রশ্ন– বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্রে প্রভাব বিস্তার, জাল ভোট, অনিয়মের অভিযোগের মধ্যে নির্বাচন হয়েছে। ২৯৯ আসনের মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬২ আসনে। জাতীয় পার্টি (জাপা) জয়ী হয়েছে ১১টিতে। এ ছাড়া কল্যাণ পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পেয়েছে।

ভোটে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন। আওয়ামী লীগের কাছ থেকে আসন ছাড় পেলেও জাপার মতোই ভরাডুবি হয়েছে ১৪ দলের শরিকদের। ছাড়ের ৬ আসনের চারটিতে শরিক দলের নেতারা হেরেছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীদের কাছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীসহ জাতীয়ভাবে পরিচিত আরও অনেক নেতা হেরে গেছেন। ছাড়ের ২৬ আসনের ১৫টিতে হেরেছে জাপা।

ভোটের হার নিয়ে সন্দেহ, প্রশ্ন

০৯ জানুয়ারি ২০২৪, প্রথম আলো

বিকেল চারটায় ভোট শেষ হওয়ার ঘণ্টা দেড়েক পর প্রেস ব্রিফিংয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল শুরুতে বলেন, ভোট পড়েছে ২৮ শতাংশ। পরে তাঁকে পাশ থেকে একজন সংশোধন করে বলেন, সংখ্যাটি ৪০ শতাংশ হবে। সিইসি তখন ভোটের হার ৪০ শতাংশ হতে পারে বলে জানান। এই হিসাব অনুযায়ী ভোট গ্রহণের শেষ এক ঘণ্টাতেই ১৩ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে সর্বশেষ গতকাল ইসি প্রায় ৪২ শতাংশ ভোট পড়ার কথা জানায়। এই হার অনুযায়ী ভোট গ্রহণের শেষ এক ঘণ্টাতেই ভোট পড়েছে ১৪ শতাংশের বেশি।

হারলেন ৫৫ জন সংসদ সদস্য

৯ জানুয়ারি ২০২৪, প্রথম আলো

বর্তমান সংসদ সদস্যদের মধ্যে ৫৫ জন হেরেছেন নির্বাচনে। তাঁদের মধ্যে তিনজন প্রতিমন্ত্রীসহ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের ২৬ জন প্রার্থী। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন ১৬ জন সংসদ সদস্য। তাঁদের মধ্যে ১৩ জনই হেরেছেন।

এমপি নির্বাচিত হলেন পোশাক খাতের ১৫ উদ্যোক্তা

০৮ জানুয়ারি ২০২৪, সমকাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পোশাক খাতের ১৫ উদ্যোক্তা। তাদের মধ্যে ছয়জন একাদশ জাতীয় সংসদেও এমপি ছিলেন। মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন তিনজন। আওয়ামী লীগ, জাতীয় পার্টির মনোনয়ন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন তারা।

আওয়ামী লীগ থেকে পুনর্নির্বাচিতদের মধ্যে আছেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি বাণিজ্যমন্ত্রী ও সেপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক টিপু মুনশি। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ভোট করেন তিনি।

ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম কুমিল্লা-৯ আসনে নির্বাচিত হন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রেনেসাঁ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জয় পান। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচিত হন।

এবারের নির্বাচনে পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। এই আওয়ামী লীগ নেতা ফরিদপুর-৩ (সদর) থেকে প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ থেকে নির্বাচিত পোশাক খাতের অন্য সংসদ সদস্যরা হলেন, নিপা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী। ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত হন তিনি। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে নির্বাচিত হন ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুচ ছালাম। স্পেরো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চয়ন ইসলাম হয়েছেন সিরাজগঞ্জ-৬ আসন থেকে। তুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল ব্রাহ্মণবাড়িয়া-৫ থেকে নির্বাচিত হন। স্মার্ট গ্রুপের মুজিবুর রহমান চট্টগ্রাম-১৬ থেকে নির্বাচিত হন। এক্সিস নিটওয়্যারের দেওয়ান জাহিদ আহমেদ টুটুল মানিকগঞ্জ-২ থেকে নির্বাচিত। এ ছাড়া মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মণ্ডল সিরাজগঞ্জ-৫ আসন থেকে জয়লাভ করেন।

জাতীয় পার্টির মনোনয়নে পুনর্নির্বাচিত হন শাশা ডেনিমের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। এবার চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের সমর্থন নিয়ে।

এ ছাড়া বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ও উইসডম অ্যাটায়ার্সের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে জয়ী হন।

২৩ দলের সবাই হেরেছেন, জামানত বাঁচেনি অনেকের

০৯ জানুয়ারি ২০২৪, সমকাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৮ দলের মধ্যে মাত্র পাঁচটি দল আসন পেয়েছে। বাকি ২৩ দলের এক প্রার্থীও জয়ী হতে পারেননি। এসব দলের অধিকাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

রাষ্ট্রের নীতিনির্ধারণ ব্যবসায়ীদের ‘দখলে’

১০ জানুয়ারি ২০২৪, প্রথম আলো

আগামী ১২তম জাতীয় সংসদে ব্যবসায়ীর সংখ্যা বেড়ে হবে অন্তত ১৯৯ জন, যা মোট সংসদ সদস্যের দুই-তৃতীয়াংশ। তাঁদের মধ্যে অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন।

সুজন ও টিআইবির তথ্য বলছে, ১৯৯১ সালে পঞ্চম সংসদে ব্যবসায়ীদের হার বেড়ে ৩৮ শতাংশ হয়। আর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী ৩০০ জন সদস্যের মধ্যে ৬২ শতাংশই ছিলেন ব্যবসায়ী। বাকিদের মধ্যে আইনজীবী ১৪ শতাংশ, কৃষিজীবী ৪ শতাংশ এবং রাজনীতিবিদ ছিলেন ৭ শতাংশ।

গত জাতীয় সংসদে ব্যাংকিং কোম্পানি আইনে এমন পরিবর্তন আনা হয়েছিল, যা এমনকি মন্ত্রিসভার বৈঠকেও প্রস্তাব করা হয়নি। সংশোধিত আইনে ব্যাংক মালিকদের বিশেষ সুবিধা দেওয়া হয়।

নির্বাচনে ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি

১০ জানুয়ারি ২০২৪, প্রথম আলো

বিএনপি ভোট বর্জন করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হতে উৎসাহিত করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। কিন্তু তারপরও অধিকাংশ আসনে তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়নি; বরং ১০৪টি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে থাকা সবাই জামানত হারিয়েছেন। এবার মাত্র ৩২টি আসনে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যেখানে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান ১০ হাজারের কম। এই ব্যবধান ২০ হাজারের কম ধরলে এই সংখ্যা হয় ৫৭। বাকি ২৪১ আসনে কার্যত প্রতিদ্বন্দ্বিতা ছিল না।

Social Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •