সম্পাদকীয় ভূমিকা

সম্পাদকীয় ভূমিকা

দেশে জবরদস্তি আইনী-বেআইনী জুলুম, নির্বাচন নিয়ে চরম অনিশ্চয়তা, মাফিয়া ব্যবস্থার সম্প্রসারণ ও অবাধ লুন্ঠনে নানাবিধ সংকটে আছে মানুষ। এর মধ্যেই এই সংখ্যা নিয়মমতো প্রকাশিত হচ্ছে মে দিবসে, যে দিন সবাইকে স্মরণ করিয়ে দেয় এই বিশ্ব মজুরের, কিন্তু তাদের হাতছাড়া। এই সংখ্যায় বর্তমান বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থার কালে মে দিবসের বার্তা বোঝার পাশাপাশি এই সময়ে শ্রম ও পুঁজির নতুন সমীকরণ প্রত্যক্ষ অনুসন্ধানের মাধ্যমে সামনে আনার চেষ্টা করা হয়েছে। বলাই বাহুল্য, বিশ্বজুড়ে অস্থায়ী, চুক্তিভিত্তিক শ্রমিকের অনুপাত দিনে দিনে বাড়ছে। এর সঙ্গে প্রযুক্তির প্রাপ্যতায় এবং করোনা পরিস্থিতিতে অনলাইন ভিত্তিক এক নতুন ধরনের শ্রমিকের আবির্ভাব ঘটে এবং তাঁদের সংখ্যা প্রায় সব দেশেই বাড়তে থাকে। করোনা পরবর্তী কালেও এই ধারা জোরদার ভাবে অব্যাহত থাকে। শ্রম আইনে এই ধারার শ্রমিকদের সুরক্ষা নাই, ট্রেড ইউনিয়ন বা সংগঠিত রূপ খুবই দুর্বল, বাংলাদেশে অনুপস্থিতই বলতে হবে। নতুন এই ক্ষেত্রের গুরুত্ব বিবেচনায় বিনিয়োগ ধরনের পাশাপাশি শ্রমিকদের কাজ, আয়, শর্ত, জীবন প্রভাব নিয়ে বাংলাদেশ ও ভারতের ভিন্ন ভিন্ন অনুসন্ধানী দুটো লেখা এই সংখ্যায় প্রকাশ করা হলো। বাংলাদেশ নিয়ে লেখাটির দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে আগামী সংখ্যায়। এছাড়া বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত শ্রমজীবী মানুষের কয়েকজনের নিজেদের জীবনের অভিজ্ঞতা এই সংখ্যায় যুক্ত করা হলো।  

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনে নানামুখী সংকট-টানাপোড়েনের চাপ করোনা ও তারপর বেড়েছে। বর্তমানে সামষ্টিক, ব্যষ্টিক বিভিন্ন পর্যায়ে সংকট চলছে। এই সংকটের সুবিধাভোগী গোষ্ঠী সরকারের প্রশ্রয়েই ক্ষমতাবান।  সংকটের কারণ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করলে সমাধানের পথও স্পষ্ট হয়। এই সংখ্যায় সেই কারণগুলোই অনুসন্ধান করা হয়েছে।

সম্প্রতি বর্তমান সংকটে মানুষের কঠিন পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট করার কারণে প্রথম আলোর সাংবাদিককে সরকারী বাহিনী বাসা থেকে তুলে নিয়ে যায়, পরে তাকেসহ সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতির এটি একটি দৃশ্য। এই ঘটনার কাছাকাছি সময়ে বাংলাদেশের দুটো গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ও সানেম তাদের সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন চিত্র পাওয়া যায়। এই দুটো সমীক্ষার ফলাফলের সারসংক্ষেপ এই সংখ্যায় প্রকাশ করা হলো। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের হিনডেনবার্গ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান ভারতের আদানি গ্রুপের জালিয়াতি, অর্থ পাচার ও শেয়ার কারসাজির তথ্যপ্রমাণসহ এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনের মূল বিষয়গুলো তুলে ধরে এরকম একটি কোম্পানির সঙ্গে বাংলাদেশের একাধিক চুক্তির বিপদের দিক তুলে ধরা হয়েছে এই সংখ্যায়।

বাংলাদেশে অর্থনৈতিক সংকটের পেছনে বড় একটি কারণ হলো জ্বালানি ও বিদ্যুৎ খাতকে দেশি বিদেশি কিছু গোষ্ঠীর অপরিমিত লোভ ও লুন্ঠনের ক্ষেত্রে পরিণত করা।  অনেক ভালো, সুলভ ও পরিবেশ বান্ধব বিকল্প প্রস্তাব করা সত্ত্বেও ঋণনির্ভর, আমদানিনির্ভর, বিদেশি কোম্পানি নির্ভর এবং প্রাণ প্রকৃতি বিনাশী কয়লা ও পারমাণবিক বিদ্যুতের মেগা প্রকল্প করে দেশকে এক ভয়াবহ বিপদের মধ্যে ফেলা হয়েছে। সারাবিশ্বেই এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ এখন উচ্চকিত, দেশের ভেতরেও এসবের বিরুদ্ধে বহুদিন ধরে আন্দোলন চলছে। এই চাপে সরকার এখন নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ প্ল্যান্টের নানা প্রকল্প দেখাচ্ছে। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে এগুলো লুটেরা দখলদার হিসাবে প্রমাণিত কিছু গোষ্ঠীকে জমি দেয়া, উচ্চ দামের চুক্তি করে তাদের বিপুল ও নিশ্চিত উচ্চ ব্যবসায়িক সুবিধা দেবার উদ্দেশ্যে পরিচালনা করা হচ্ছে। জোরজুলুম করে জমি নেয়া, পুলিশ হয়রানি, দুর্নীতি এবং জনগণের হয়রানি ইত্যাদি বাড়ছে। এই সংখ্যার এই বিষয়ক লেখায় তা সরেজমিন অনুসন্ধান করা হয়েছে।

কোনো অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য সেখানকার মানুষের জীবন জীবিকা খাদ্যাভ্যাস আচার যোগাযোগ ব্যবস্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর প্রভাব যে আরও অনেক বিস্তৃত সেটাই এই সংখ্যার একটি লেখায় যুক্তি প্রমাণ সহ সামনে আনা হয়েছে। বলা হয়েছে বাংলা অঞ্চলে নদী নালা খালবিল হাজার বছর ধরে এর সামরিক প্রতিরক্ষা ব্যবস্থারও ভিত্তি নির্মাণ করেছে, ৭১ এর মুক্তিযুদ্ধেও এই বিস্তৃত বিন্যাসই শত্রুদের বিরুদ্ধে দেশের মানুষের লড়াইএর বড় শক্তি ছিল। গত কয় দশকে নদীকেন্দ্রিক প্রাকৃতিক ব্যবস্থার ভয়াবহ বিপর্যয় গোটা দেশকেই অরক্ষিত করে ফেলেছে বলে যুক্তি দিয়েছেন লেখক। একইসঙ্গে গত দুই দশকে নারীর পোশাকে যে বড় ধরনের পরিবর্তন এসেছে তার সাথেও প্রাণ প্রকৃতির বর্তমান বিনাশ ধারার যোগ আছে বলে তিনি মনে করছেন।

বাংলাদেশে একদিকে বিজ্ঞান ও প্রযুক্তি নামে একের পর এক কলেজ বিশ্ববিদ্যালয় করা হচ্ছে অন্যদিকে বিজ্ঞান শিক্ষার ওপরই আসছে একের পর এক আঘাত। তার কিছু দিকে দৃষ্টি আকর্ষণ করে একটি লেখা প্রকাশিত হলো এই সংখ্যায়। এছাড়া ধারাবাহিক লেখা ‘২২ পরিবারের অতীত ও বর্তমান’ ৮ম পর্ব এবং তারিক আলির  ‘মৌলবাদের সংঘাত: ক্রুসেড, জিহাদ এবং আধুনিকতা’ অনুবাদের ৩য় পর্ব প্রকাশিত হলো। সেই সাথে থাকছে ‘মুক্তদৈর্ঘ্য সিনেমার আখ্যান’। এবং অনলাইন সংস্করণে বাড়তি থাকছে কয়েকমাসের খবর।

আনু মুহাম্মদ

২৩শে এপ্রিল ২০২৩

Social Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •