চট্টগ্রাম উন্মুক্ত অঞ্চল (সিআরবি) রক্ষা আন্দোলন

চট্টগ্রাম উন্মুক্ত অঞ্চল (সিআরবি) রক্ষা আন্দোলন

লেখা ও ছবি: মাহা মির্জা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি রক্ষার দাবিতে শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয় গত ১৮ সেপ্টেম্বর, শনিবার, বিকেলে ঢাকার শাহবাগে। লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সিআরবি রক্ষায় এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আয়োজিত হয়। আয়োজনে ছিল সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, বটতলা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, লীলা ব্যান্ড ও মাদল।

উল্লেখ্য, সিআরবি মূলত চট্টগ্রাম জেলার লালখান বাজার মৌজার শিরীষতলা, গোয়ালপাড়া এলাকা নিয়ে গঠিত। মোট ২১০ একরজুড়ে বিস্তৃত এলাকাটিতে ছোট-বড় পাহাড়-টিলা, উন্মুক্ত স্থান ছাড়াও রয়েছে ১৯৭ প্রজাতির গাছপালা, যার মধ্যে শতবর্ষী শিরীষ, গর্জন ও কড়ইগাছও রয়েছে।

সিআরবি মূলত চট্টগ্রাম নগরবাসীর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্‌যাপনের একমাত্র জায়গা, যেখানে প্রতিবছর সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ একসঙ্গে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন ও রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করেন। জনবহুল ও ঘনবসতিপূর্ণ চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের একটি বড় অংশ শরীরচর্চা করতে নিয়মিত সিআরবি এলাকায় আসেন। বিপুলসংখ্যক শিশুও সিআরবি এলাকায় খেলাধুলা করে।

সিআরবি মূলত চট্টগ্রাম জেলার লালখান বাজার মৌজার শিরীষতলা, গোয়ালপাড়া এলাকা নিয়ে গঠিত। মোট ২১০ একরজুড়ে বিস্তৃত এলাকাটিতে ছোট-বড় পাহাড়-টিলা, উন্মুক্ত স্থান ছাড়াও রয়েছে ১৯৭ প্রজাতির গাছপালা, যার মধ্যে শতবর্ষী শিরীষ, গর্জন ও কড়ইগাছও রয়েছে।

সিআরবি মূলত চট্টগ্রাম নগরবাসীর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্‌যাপনের একমাত্র জায়গা, যেখানে প্রতিবছর সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ একসঙ্গে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন ও রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করেন। জনবহুল ও ঘনবসতিপূর্ণ চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের একটি বড় অংশ শরীরচর্চা করতে নিয়মিত সিআরবি এলাকায় আসেন। বিপুলসংখ্যক শিশুও সিআরবি এলাকায় খেলাধুলা করে।

স্বভাবতই, প্রাকৃতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক আবেদন বিবেচনায় চট্টগ্রামের মেট্রোপলিটন মাস্টার প্ল্যান (১৯৯৫)-এর সুপারিশে: ১) সিআরবি ভবনকে ঐতিহাসিক ভবন হিসেবে সংরক্ষণ, ২) সিআরবি ও বাটালি হিল এলাকাকে তাৎপর্যপূর্ণ মুক্ত এলাকা হিসেবে সংরক্ষণ এবং ৩) বিশেষ বিবেচনায় উক্ত এলাকাকে ‘উন্মুক্ত স্থান’ হিসেবে চিহ্নিত করে সব ধরনের নির্মাণকাজ নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। একই ধারাবাহিকতায় ২০০৮ সালের ‘ডিটেইল্ড এরিয়া প্ল্যান’-এ সিআরবিকে ‘সাংস্কৃতিক ও পরিবেশগত সংরক্ষিত’ এলাকা হিসেবে গণ্য করার সুপারিশ করা হয়েছে।

কিন্তু সম্প্রতি রেলওয়ে হাসপাতালের সংস্কারের অজুহাতে সিআরবি এলাকার গোয়ালপাড়ায় ছয় একর জায়গাজুড়ে সরকারি-বেসরকারি অংশীদারত্ব চুক্তির আওতায় একটি হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ এবং বেসরকারি সংস্থা ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেড চুক্তিবদ্ধ হয়েছে।

যৌক্তিক কারণেই সিআরবি এলাকায় মেডিকেল স্থাপনা প্রতিষ্ঠা এবং এলাকার বাণিজ্যিকীকরণের সিদ্ধান্তের বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন চট্টগ্রামবাসী। ইতোমধ্যে রেলের শ্রমিক-কর্মচারী, চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক, বিভিন্ন পরিবেশবাদী-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতারা সিআরবিতে হাসপাতাল স্থাপন না-করার দাবি জানিয়েছেন।

(গত ৮ আগস্ট ২০২১ সিআরবি রক্ষা আন্দোলনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। উপরের তথ্য এই স্মারকলিপি থেকেই নেওয়া হয়েছে।)

প্রাচ্যনাটের নাটক ‘উন-নয়ন’

ইমরান সোহেল ও ফারাহ নাজ মুন এর পারফর্মিং আর্ট

অমল আকাশ এর পারফর্মিং আর্ট- ‘উন্নয়নের অসুখ’

বটতলার নাটক: বৃক্ষ সম্মেলন অথবা পুরো ঐতিহাসিক 

মাহা মির্জা: লেখক, গবেষক
ইমেইল: maha.z.mirza@gmail.com

Social Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •