আলোকচিত্রে হাশেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ড ও মানুষ

আলোকচিত্রে হাশেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ড ও মানুষ

পারভেজ আহমদ রনি

৮ জুলাই ২০২১ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের সাবসিডিয়ারি হাশেম ফুডসের সেজান জুস কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে ব্যাপক প্রাণহানি ঘটে। ঘটনার দিন রাতে ও পরদিন থেকে নিয়মিত কারখানা, কারখানার আশেপাশে এবং ঢাকা মেডিকেলের মর্গ থেকে ছবি ও তথ্য সংগ্রহ করেন দৃক এর আলোকচিত্র সাংবাদিক পারভেজ আহমদ রনি। সেখান থেকে কিছু স্থিরচিত্রসর্বজনকথা-এ প্রকাশিত হলো।

আগুনে পুড়ে যাওয়া হাশেম ফুডস কারখানার বাইরে শুক্রবার সকালে নিখোঁজ শ্রমিকদের জন্য স্বজনদের আহাজারি।
আগুনে পুড়ে যাওয়া হাশেম ফুডস কারখানার বাইরে শুক্রবার সকালে নিখোঁজ শ্রমিকদের জন্য স্বজনদের আহাজারি।
জ্বলছে হাশেম ফুডস কারখানা; আগুন নেভোনোর চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা।
অগ্নিকাণ্ডে ছয় তলা ভবনের একটি বড় অংশ পুড়ে গেছে, দেখা দিয়েছে ফাটল।
হাশেম ফুডস কারখানা থেকে শ্রমিকদের লাশ বের করার জন্য প্যাকেট হাতে একজন ফায়ার সার্ভিস কর্মী।
হাশেম ফুডস কারখানা থেকে শ্রমিকদের লাশ বের করে আনছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে ভবনের ভেতরে দুমড়ে মুচড়ে যাওয়া ফ্যান।
হাশেম ফুডস কারখানার শ্রমিক আকাশ উদ্দিন আগুনের কারণে কারখানা থেকে বের হতে পারছিলেন না। নিশ্চিত মৃত্যু জেনে কারখানা থেকে মোবাইল ছুঁড়ে দিয়েছিলেন নিজের অবস্থান জানান দিতে। পরে লাশের স্তূপের মধ্য থেকে নিখোঁজ ছেলের লাশ খুঁজে পেতে ছেলের ছুঁড়ে দেয়া ভাঙ্গা মোবাইল হাতে বাবা মোঃ বাহার উদ্দিন নোয়াখালি থেকে এসেছেন মর্গে, ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল দিতে।
ঢাকা মেডিকেলের মর্গে হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পোড়া লাশের প্যাকেটের স্তূপ।

 

 পারভেজ আহমদ রনি: সাংবাদিক, আলোকচিত্রশিল্পী।

ইমেইল: contact@parvezahmad.com

Social Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •