২৪-এর গণআন্দোলনের গান-৪

২৪-এর গণআন্দোলনের গান-৪

সংকলন ও ভূমিকা: বীথি ঘোষ

‘২৪ -এর গণআন্দোলনের গান’ এর ধারাবাহিক লেখার ৪র্থ পর্ব এটি। প্রতিপর্বে গানগুলো রচনা বা প্রকাশের তারিখের ক্রমানুযায়ী সন্নিবেশিত করা হচ্ছে। এই পর্বে ৩০ জুলাই ২০২৪ পর্যন্ত গানগুলো সংকলিত হয়েছে। বাকি গানগুলো পরের সংখ্যায় প্রকাশিত হবে। মাঝে আগের বিভিন্ন তারিখের আরোও কিছু গানের সন্ধান পেয়েছি যা সর্বশেষ সংখ্যায় যুক্ত করবো আশা করি। গানগুলোর সুর, বাণী বা তথ্যে কোনো ভুল থাকলে বা কোনো পরামর্শ থাকলে তা জানানোর অনুরোধ রইলো। সেইসাথে এই সংকলনের বাইরেও কারো কাছে কোনো গানের সন্ধান থাকলে তা জানালে কৃতজ্ঞ থাকবো।

শিরোনাম : বায়ান্ন ৫২ (র‍্যাপ)

তারিখ ২৬ জুলাই, ২০২৪

Written and performed by Coldkraft

Produced by BIHAN

Mixed and Mastered by BIHAN

1230 KLASSICK ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

[গানের ভিডিওর বর্ণনায় এই কথাগুলো পেয়েছি। গানটির বিষয়বস্তু, গানের বক্তব্য এবং গানটি তৈরির পেছনে যে ভাবনা কাজ করেছে তার সম্পর্কে এই লেখা থেকে ধারণা পাওয়া যায়। লেখাটি নিচে হবহু তুলে দেয়া হলো-

Our national history is that of revolution and countless sacrifices, our mother language Bangla is a symbol of our pride and identity. Our country has imparted valuable lessons about the importance of free speech and the resolve to stand firm against injustice and oppression, this song embodies these aspects of our identity and heritage. We do not intend to oppose or offend any individual dead or alive rather we seek to express the woes and voices of our country as a whole. At the same time mourn the martyrs who lost their lives during the struggle for our rights. Long live Bangladesh, long live the legacies of the martyrs of 1952, 1971 & 2024. Heroes never die.]

মুর্দা চিনে শকুন জবাব রক্তে মিলে জবানের

মুদ্রা চিনে মূর্খ এদিক নাই আর রাস্তা রিটার্নের

নৌকায় জলদস্যু পাড়ি জমায় জবাই সোমবার থে

কলম ধরতে শিখছি বইলা কোপটা পড়ব তলোয়ারের।

আইন আর শৃঙ্খলা পট্টি পইড়া আন্ধারে

ঘুম আইব না চোখে যখন চিৎকার হুনবি মাঝরাতে

রক্ত দিয়া দেশটা কেনা, মালিক কারো বাপ না রে

দৈত্যর রূপে মানুষ এনে চলা লাগে সাবধানে।

ভাষা দিয়া মারে, মারেই করল বোবা এরা

তাদের খিলাফ রাজপথে মা মেধা দিয়া মোকাবেলা

বীর থাকে না স্থির বেটা এক পড়লে হয় একশর পয়দা

হকের কথা প্রজার মুখে স্বৈরাচারীর কানে সয় না।

লড়াই অধিকারের, ছাত্রগো কয় রাজাকার

৬ জন বীরের পড়ল লাশ, সারাদেশে হাহাকার।

দেনা পাওনার হিসাব মিটা খাড়া আমরা ১২ মাস,

১৮টা নামুক আবার জাগমু আমরা কাটায় রাত।

অতীতের মায়াকান্না দেশবাসী আর হুনতে চায় না,

বর্তমানে ফেরত আয় মাইনশে এডি গল্প খায় না,

পাশে থাকার চাপা ছাড়া, চোরে চোরে মামা ভাইগ্না,

মারবি যত মারিস আমগো শহীদ হলে মরা যায় না।

হেলমেট, অস্ত্র, শব্দবোমা স্বপ্নের দেশটাই দিসে আপা

মাথা উঁচায় খাড়াই আমরা, দামাল ছেলের হাতে রামদা।

রণক্ষেত্র না রে এডা, সারাদেশে গণহত্যা

মানবতার মায়ের দেশে জানোয়ারে মুক্তিযোদ্ধা।

রুটি দিলেই পটে কুত্তা, সনদ পাইবি কেজির দরে

পইড়া-লেইখা হইবটা কি? থাকতে যখন হইব ডরে।

স্বাধীন তাইলে হইলাম কোথায় প্রশ্ন আনলে বডি পড়ে

খাটতে চাইলাম দেশে রইয়া এরাই বাইরায় যাইবার বলে।

রক্ত দিতে ডরায় না কেউ, হকটা সবার সমান চাই

৫২’র তে ২৪ সালের মধ্যে কোনো তফাৎ নাই ।

মইরা গেলেও কথা ক, আর নাইলে কোনো প্রমাণ নাই

রাস্তা চাইসি নিরাপদ, ঐ রাস্তায় মরে পোলাপাইন।

আমলা দেশ চালায়, কতদূর তাদের যোগ্যতা?

আমার ভাই আর বইনের রক্তে রাঙায় দিল পতাকা।

শান্তিপূর্ণ আন্দোলনরে বানায় দিল কারবালা।

হাতে যার নাই হাতিয়ার, ওর হাতেই দিল হাতকড়া।

লাশ যায় না কবরে গায়েব কইরা পুলিশকেস,

রক্তে লেখা ইতিহাস এই আমার-তোমার বাংলাদেশ।

ঘর ভাইঙ্গা বেহুলার বেহুদা ধরে বীরের বেশ,

হেলমেট মাথায় দানব পেটে লাথি দিয়া ভরে পেট।

দেশবাসীগো রক্তমাখা হাতে খাওয়াস পরিবার,

বাপরে কিন্তু পাপ ছাড়েনা, মনে রাখিস পরিণাম।

অভিযোগের লাইগা জান যায় পয়দা লওয়াই অভিশাপ,

বোবার নাকি শত্রু নাই, তাই আওয়াজ তুললেই বলিদান।

মেরুদণ্ড হওয়ার আগেই সন্তান মরে মায়ের পেটে,

প্রশাসনও মুখ ফিরাইসে আপন নাই কেউ আমগো এনে।

সাক্ষী কয়ডা করবি গায়েব? কবর ফুরায় যাচ্ছে দেশে,

রক্ষা করার কথা যাগো, ওরাই হত্যাকারীর পিছে।

লুইটা খাইলো একটাই জোট, আর দেশটা ফিরা আইলো না,

দেখি নাই বিজয়ের মাস আর দেখলাম না স্বাধীনতা।

রক্ত মাখা জুলাই দেখলাম পাঁচ-ও ওয়াক্ত জানাযা,

বাইচা থাকুক বাংলাদেশ আর ৫২’র ঐ চেতনা।

লিংক https://www.youtube.com/watch?v=m1nysGLz_YM

 

 

 

 

 

 

 

 

শিরোনাম : জবাব দে (র‍্যাপ)

তারিখ ২৬ জুলাই, ২০২৪

AK MEDIA ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

[গানটি সম্ভবত AI জেনারেটেড]

আমার ভাই বোনটি পড়ে আছে রাস্তারই ধারে

বাংলার পতাকা আর সবুজ নাই শুধু লাল রক্ত ঝরে

মুখটা খুইলা কথা কইলে পরে গলা চিপ্পা মারে।

হাতকড়া লাগাইয়া শেষে জেল হাজতে ভরে।

মায়াকান্না দিয়া করছো তুমি ভান

তোর কারণে রাজপথে আজ ঝরছে কত প্রাণ

রাস্তায় এতো গুলি ক্যান জবাব দে

রাজপথে এতো রক্ত ক্যান জবাব দে

ভাইরা আমার মরলো ক্যান জবাব দে।

 দেশে লেখাপড়া কইরা কি লাভ?

ভাষা গেছে হারাইয়া, মেধা থাইকাই কি লাভ?

থাক এ কোটা ছাড়াইয়া নিচে

লাল সবুজের পাতাকাটা বাঁচাইতে চাই আবার।

আমার ভাই বইনগো রক্ত ওদের হইয়া গেছে খাবার

বন্দুক হাতে হায়নার দল ওপেন করে গুলি

আমার মেধাভর্তি মগজটার দেয় উড়াইয়া খুলি

দেশটা আবার স্বাধীন করবো কইরাছি যে পণ।     

রাস্তায় এতো গুলি ক্যান জবাব দে

রাজপথে এতো রক্ত ক্যান জবাব দে

ভাইরা আমার মরলো ক্যান জবাব দে।

আমি কোটা চাই না মেধা চাই

বুক ফুলাইয়া বলতে চাই

মেধার জন্য জীবন দিসি এখন বিচার চাই

আমি বাঁচবো না হয় মরবো

আমি দেশের জন্য লড়বো

আমার জীবন গেলে যাবে তবু বিজয় নিয়ে ফিরবো।

আমার স্বাধীন দেশ পরাধীন আজ নাইরে অধিকার

উচিত কথা কইলে করে গুলি রাজাকার

দেশটা আজ শেষ করছে কুকুর আর হায়েনা

সব ঘুষখোরগো চর্বি জমছে

কোটা করে পাই না।

অধিকারের জন্য আবার একবারই প্রাণ

তোগো বুঝি ভালো লাগে রক্তের ঘ্রাণ।

রাস্তায় এতো গুলি ক্যান জবাব দে

রাজপথে এতো রক্ত ক্যান জবাব দে

ভাইরা আমার মরলো ক্যান জবাব দে।

লিংক https://www.youtube.com/watch?v=33dMDhwzogg

শিরোনাম : আমি কে (র‍্যাপ)

তারিখ ২৭ জুলাই, ২০২৪

Lyrics : Rafan Ahmed Siam

Artist : Rafsan Ahmed Siam

Music Producer & Mix And Mastering : Tanz Productions

[আব্বে! এই দেশে যা হইতাসে হইত দে।

এই দেশ নিয়া কথা কওয়ার তুই কেডা, হ্যাঁ? কিরে! তুই কে?]

আমি নির্ভীক, আমি ভিতু, একাই আমার

আমি গায়ক, আমি শ্রোতা, যেনো আমিই আমার

আমি বিজয়ী, বিনয়ী আমিই হিমু

আমি পর্বত, চাঁদ, তারা সবই আমার

আমি কোরবানি ঈদেরই সামসু কসাই

আমি গোপাল ভাড়ের সেই মন্ত্রী মশাই

আমি উড়ে চাই আজ নানা বাহানায়

আমি উড়তে পারিনা তবে আমিই উড়াই

আমি দাদা বাবা ছেলে কাকা আমিই যে ভাই

পথে উত্যক্তকারীর দল আমরাই

দেখি কত কিছু হয়ে যায় এক ইশারায়

পরিবার পরিস্থিতি সব আমি সামলাই

আমি হাসি তবে হাসি না মন থেকে

আমি ছুটতে চাই এ জীবন থেকে

আমি কাঁদতে চাই তবে কাঁদতে পারিনা

ভয়ে থাকি শুনবো এই কাঁদছে কে?

আমি কে আমার কী পরিচয়?

তিলে তিলে হবো শেষ হবো ক্ষয়

আমি কাঁদতে চাই, আমি বাঁচতে চাই

আমি মরতে চাই না আর পেতে পেতে ভয়!

আমি কে আমার কী পরিচয়?

তিলে তিলে হবো শেষ হবো ক্ষয়

আমি কাঁদতে চাই, আমি বাঁচতে চাই

আমি মরতে চাই না আর!

আমি প্রেমিক, আমি নষ্টা আর আমিই কবি

আমি নষ্টালজিক ছোটবেলার ছবি

আমি সদ্য রাতে ফোটা শিউলির সুবাস

আমি ধর্ষকের সেই কালো লেবাস

আমি শূন্য হাতে ফেরা মলিন পুরুষ

আমি নিয়ে যাওয়া শতশত কালো কালো ঘুষ

আমি মেঝেতে পড়ে থাকা ভাঙা সে লাঠি

যার বারি খেয়ে ছাত্রীর ফেরেনি যে হুঁশ

আমি কেড়ে নেওয়া মেধাবীর প্রতিটি স্বপ্ন

আমি দুর্নীতিতে হেরে যাওয়া সে রত্ন

আমি কালো সমাজের কালো কালো কথা

আমি কালো টাকা তাই পাই কত যে যত্ন

আমি শীতের রাতে ঘুমানো সে পথশিশু

আমি নির্বস্ত্র আমার নেই আর কিছু

আমি আইন আমি রাজা আর আমি রাজাকার

আমি মীরজাফরের চির চেনা দাবীদার।

আমি কে আমার কী পরিচয়?

তিলে তিলে হবো শেষ হবো ক্ষয়

আমি কাঁদতে চাই, আমি বাঁচতে চাই

আমি মরতে চাই না আর পেতে পেতে ভয়!

আমি কে আমার কী পরিচয়?

তিলে তিলে হবো শেষ হবো ক্ষয়

আমি কাঁদতে চাই, আমি বাঁচতে চাই

আমি মরতে চাই না আর!

[প্রতিবাদ হোক নিজের মন থেকে। প্রশ্ন করুন নিজেকে। আমি কে? আমার কী পরিচয়?

নিজের বিবেককে প্রশ্ন করুন। নিজেকে জাগ্রত করুন। এখনই সময়। প্রশ্ন করুন নিজেকে।

Rafan Siam on the mic. আমি কে!]

লিংক https://www.youtube.com/watch?v=zuCWku9tu7w

 

শিরোনাম : আমরা বাংলাদেশ

তারিখ ২৭ জুলাই, ২০২৪

কথা ও সুর : শরিফুল ইসলাম

মা বলে আর ডাকে না

ভাই বলে আর ডাকে না…

ভাইটি আমার খুনসুটিতে রাগে না

রাগে না!

বাবা বলে ডাকে না

আপা বলে আর ডাকে না

ভাইটি আমার আহ্লাদেতে ডাকে না

ডাকে না!

ভূতের গল্পে ভাইটি আমার ভয় পেতো যে কত না

বুক পেতে যে বুলেট নিলো ভয় তো বুকে ছিলোনা।।

ভায়ের রক্ত, বোনের রক্ত, রক্ত সন্তানের

প্রতি ফোঁটার হিসাব নিবো আমরা বাংলাদেশ!

ভায়ের রক্ত, বোনের রক্ত, রক্ত সন্তানের

পিশাচের হাতে, ডাইনীর দাঁতে লাগতে দেবো না ফের!

জবাব, জবাব, জবাব দেবো আমরা বাংলাদেশ।।

আমরা বাংলাদেশ।

লিংক https://www.facebook.com/share/v/hqPbFB76kC7ZDTbm/

শিরোনাম : শেষ নিঃশ্বাস

তারিখ ২৭ জুলাই, ২০২৪

কথা : জুলফিকার আহমেদ শাকিল, সুর : জিহাদ

[জুলাই আন্দোলনের শহীদ জুলফিকার আহমেদ শাকিলকে শ্রদ্ধা জানিয়ে প্রথম সংখ্যায়, সংকলনের শুরুতেই দেয়া হয়েছিল। গানের তারিখের ধারাবাহিকতা রক্ষা করতে এইখানে আবার দেয়া হল।]

মানচিত্র আজ মৃত্যু নগরী

আর্তনাদ জমেছে পতাকায় !

তাজা প্রাণ মূল্যহীন—

আমি পেয়েছি স্বাধীনতা নামে,

বুলেটের আঘাতে শেষ নিঃশ্বাস।

লেখার লিংক https://www.facebook.com/profile.php?id=61554785300271

শিরোনাম : রাস্তায় নামছে স্টুডেন্ট

তারিখ ২৭ জুলাই, ২০২৪

AB media center ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

Singer :  Adnan Rafin

Lyrics : Adnan Rafin

Tune : Adnan Rafin

Music : Hridoy

Edit & Colour : Alamin Babu

রাস্তায় নেমেছে রে স্টুডেন্ট রাস্তায় নেমেছে

যুদ্ধে নেমেছে রে স্টুডেন্ট যুদ্ধে নেমেছে।।

দুইদিন হয় শহীদ হলো আবু সাঈদ বীর

কত তাজা প্রাণ যাচ্ছে কেউ নাইরে থির।

রাস্তায় নেমেছে স্টুডেন্ট রাস্তায় নেমেছে

যুদ্ধে নেমেছে রে স্টুডেন্ট যুদ্ধে নেমেছে।।

গরীব ঘরের ছেলে মেয়ে কত আশা নিয়ে

পড়াশোনা করছে তারা চাকরি পাবে বলে।

এমন আশার প্রদীপ এখন গেল নিভিয়া

কোটাবাড়ি পাবে চাকরি চংবং করিয়া।

তুমি পাবে জিপিএ (ভিডিওতে শিল্পী হাতের ৫ আঙুল দেখিয়েছেন। এখানে সম্ভবত উনি জিপিএ ৫ বোঝাতে চেয়েছেন)

যোদ্ধার নাতী টু

তবু চাকরি পাবে সে যোদ্ধার নাতী যে।।

রাস্তায় নেমেছে রে স্টুডেন্ট, রাস্তায় নেমেছে

যুদ্ধে নেমেছে রে স্টুডেন্ট যুদ্ধে নেমেছে।।

সকাল বিকাল রাত পেড়িয়ে ঘুম নাই চোখে

যুদ্ধ তারা করে যাচ্ছে জয়ের আশা তে।

মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে দাবী

ছাত্রদের কথা মেনে নিয়ে কোটা দেন না তুলি।

মেধা হোক আসল কোটা যাদের আছে মেধা

মেধা দিয়ে চাকরি পেলে দেশেরই তো ভালা।

রাস্তায় নেমেছে রে স্টুডেন্ট, রাস্তায় নেমেছে

যুদ্ধে নেমেছে রে স্টুডেন্ট যুদ্ধে নেমেছে।।

লিংক https://www.youtube.com/watch?v=oLo1oMWNgpA

গান করছেন মিতু আক্তার

শিরোনাম : কোটা প্রথার কবর দিতে চাই

আন্দোলনের মাঠে এই গানটি গাওয়া হয়। একজন নারী আন্দোলনকর্মী গানটি করেন। নাম মিতু আক্তার।

মনপুরা সিনেমার একটি গানের সুরের অনুসরণে এই গানটি করা।

লেখা : মিতু আক্তার

তারিখ- ২৭ জুলাই, ২০২৪

Mubarak Official ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

মেধাবী ভাইবোন

নেমে আসুন রাজপথে

কোটা প্রথার কবর দিতে চাই (২)

বৈষম্যের শেষ দেখতে চাই।

একে তো কোটার বাঁশ

তার উপরে প্রশ্নফাঁস

আমাদের নাই কোনো ঠাঁই (২)

যেন বৃথা এ জীবনটাই।

তেলা মাথায় দিচ্ছে তেল

দুর্নীতির কাছে সবই ফেল

ভালো মানষের কোনো ভাত নাই (২) 

তবু তারা করছে খাইখাই।   

লিংক https://www.youtube.com/watch?v=g3jav7QBrG8

 

শিরোনাম : তুমি কে আমি কে

তারিখ ২৮ জুলাই, ২০২৪

Song-written, Music Composed & Performed By পারসা মেহেজাবিন পূর্ণি

Music Distribution & Publishing – Quantize Music Group

Parsha ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি

কীভাবে মানুষ মরেছে অকালে কীভাবে কেটেছে রাতি

আমি ভুলে যাই কীভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে

তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে

জাতি ভুলে যাক কালোরাত আর স্মরণ করুক রেলটাকে

চলে যাক নেট, নিভে যাক জাতি, হায়নাতে খাক দেশটাকে

চলো ভুলে যাই চোখে দেখা খুন

ধরে নেই ওটা নাটক ছিল

ধরে নেই সব ঠিকঠাক এমন

কত রাজাকার আসলো গেলো।

কত ফাইয়াজ প্রিয় জাফর আহাদ

পলকেই যায় হারিয়ে

বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি

লাশের উপরে দাঁড়িয়ে

চলো দেখে নেই বাতাবী লেবু লটকনে দেশ ছাড়িয়ে

চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রোরেলটা জড়িয়ে

মূল্যবোধের রক্তক্ষরণ আকাশ থেকেই ঝরুক

মায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক

আমার শ্মশান বাংলা ভালো নেই আজ

তবু তাকে আমি ভালোবাসি

দুনিয়াতে পাই নরকের স্বাদ

বাংলা মা আজ বানভাসি

গোঁ ধরে থাকুক আরোশের মানুষ আঁকড়ে থাকুক গদি

পরে কোনো গানে ফিরবো আবার এই প্রাণটা থাকে যদি!

লিংক https://www.youtube.com/watch?v=ROS7W3OdlUU

 

শিরোনাম : রক্তের বন্যা (র‍্যাপ)

তারিখ ২৮ জুলাই, ২০২৪

Artist : Nirov Khan

Tanz Productions

সালাম রফিক বরকত জব্বার কইরে আমার ভাইরা

হাওয়া গরম দেশের মাটির বুকচিরা বাইরা  

কালাশক্তির হাত পা ভাইঙ্গা পেট চিরা ফাইড়া

ছাত্রের গায়ে হাত দিসে দিস না ওগো ছাইড়া।

চাইতে গেলাম অধিকার বানাই দিলেন রাজাকার

একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার।

চারোদিকে ছাত্রছাত্রীর হাহাকার

রাজকীয় কান্না দেখায় দেশরত্ন স্বৈরাচার।

ছাত্রের বুকে গুলি করে ওরাই আসল রাজাকার

লাশের উপ্রে দেশ চালায় ওরাই হলো স্বৈরাচার।

বাপের কোটায় চেয়ার পাইয়া দেশ লইয়া করে কারবার।

রক্তমাংস চুইষা খাইয়া দেশ জ্বালাইয়া ছারখার

সামনে বইসা কাইন্দা পিছা যাইয়া কয় আরোও মার।

আর কতদিন সইবো মোরা রেডি তোমার জানাজার

আমার ভাইয়ের রক্তে দেখো ভাইসা গেছে ঢাকা

ওরা গুলি চালায় করছে কত মায়ের বুক ফাঁকা

একবার ভালা কইরা তাকা।

রাস্তায় রক্ত করে খা খা বন্ধ কর গাড়ির চাকা

নাইলে দেশ করুম ফাঁকা

গুলির হিসাব দিবি এহন নইলে জ্বালাই দিমু ঢাকা।  

সালাম রফিক বরকত জব্বার কইরে আমার ভাইরা

হাওয়া গরম দেশের মাটির বুকচিরা বাইরা  

কালাশক্তির হাত পা ভাইঙ্গা পেট চিরা ফাইড়া

ছাত্রের গায়ে হাত দিছে দিস না ওগো ছাইড়া।

গুমের ঘরে শুনি আমি ছাত্রছাত্রীর গলা কেমনে মাইরা

গায়েব করছে আমার ভাইয়ের লাশগুলা

ওরা ছাত্র হইয়া ছাত্র মারে দলের চ্যালাপেলা।

হেলমেট পইরা আইছে সব মুক্তিযোদ্ধার পোলা

তারপর ভাইঙ্গা লাঠি লইয়া দাঁও কাইটা দিছি নলা

তোরা হাতে ল চ্যালা ওগো ছিঁড়া ফালা গলা

ওগো ধইরা ধইরা লেংটা কইরা ওগো কাইটা দে কলা।

তাইরে নাইরে কউক ভাই বাইচ্চা গেছে জনগণসব ভোদাই

আরে ওরা ভুইলা গেছে জনগণের চাইতে কোনো বড় গুন্ডা নাই।

ছাত্রের বুকে গুলি করবে এমন কোনো আইন নাই

গুলি যহন করছে তাইলে আর কোনো ছাড় নাই।

তোগো রক্তের বন্যায় ভাইসা যাইবো অন্যায়।

বহুত মাইর খাইছি এইবার ফেরত দিমু চল ভাই।

বহুত সহ্য করছি কিন্তু মাইর ছাড়া উপায় নাই।

স্বাধীন বাংলাদেশে কোনো মস্তান চোদার টাইম নাই।

লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না

এই দেশটা তোমার আমার রক্তচোষা সাপের না।

ফেরাওন আইলে মুসাও আইবো চিন্তা তোরা করিস না

রাবণ আইলে রামও আইবো ভয় তোরা করিস না। 

সালাম রফিক বরকত জব্বার কইরে আমার ভাইরা

হাওয়া গরম দেশের মাটির বুকচিরা বাইরা  

কালাশক্তির হাত পা ভাইঙ্গা পেট চিরা ফাইড়া

ছাত্রের গায়ে হাত দিছে দিস না ওগো ছাইড়া।।

লিংক https://www.youtube.com/watch?v=5FFtVeuCxMU

 

শিরোনাম : অগ্রযাত্রার গান 

তারিখ ২৯ জুলাই, ২০২৪

[This song is AI-Generated]

Lyrics: RAFSUN SAZID NIBIR

প্রকৃতির অম্লান প্রভাতে,

তারা উঠেছে, কাঁধে হাত,

চোখে স্বপ্ন, চেতনার সুরে,

সংগ্রামের ডাক, সংগ্রামীর লাশ।।

চলছে স্রোত, ফুটছে গুলি,

নির্বিচারে বিদ্রোহের ফুল।

অবিচার, অসাম্য কাটিয়ে,

গড়ে তুলবে সোনালি প্রভাত।

ধুলোর মধ্যে লুকানো আশা,

ভুলে যায় সামন্তিক সীমানা।

শিক্ষা, মর্যাদা, অধিকার চাওয়ার,

এই সংগ্রামই হবে কৃতিত্বের ভিত্তি।

আজ যারা মুখ বেঁধেছে মিছিলে,

যারা চেয়ে আছে সোনালি দিনের স্বপ্নে,

চোখে আকাশ, মনে উত্তাপ,

হাজার কণ্ঠে একত্রে ডাকে,

বিচার চাই, অধিকার চাই,

গণতন্ত্র চাই।

গর্জন ওঠে সাহসী কণ্ঠে,

অন্ধকার দূর করে আলোর পথে;

আত্মত্যাগের গাঁথা,

উদীয়মান আশা, লড়াকু চেতনা।

এই চিরসবুজ পথের সুরে,

ছাত্রদের পদচিহ্ন জ্বলছে আলোয়।

নতুন প্রভাতের আশায়,

একদিন আসবে, বিশ্বজয়ের প্রভাত।

হুংকার ছাড়ছে,

প্রতিটি স্লোগানে নতুন জোয়ার,

ন্যায়বিচারের বাতিঘর হয়ে,

অগ্রযাত্রার গান, এক নতুন স্বপ্ন।

একত্রিত জোশে, দৃঢ় সংকল্পে,

এই আন্দোলনের জয় হবে একদিন,

যতদূর যাবে পথ,

স্বপ্নের জোয়ারে সঞ্চারিত হবে।

বিপ্লবের তরঙ্গ বয়ে আনবে,

নতুন দিনের আশার প্রভাত।

লিংক https://www.youtube.com/watch?v=8De9WDwVipk

 

শিরোনাম : বাংলার নববীর

তারিখ ২৯ জুলাই, ২০২৪

Singer : Khizir Muhammad

Lyric : Hossain Nur

Tune : Khizir Muhammad

কোটা আন্দোলনে শহীদদের নিয়ে গজল ।

Holly Tune ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

বাংলা মায়ের সূর্যসেনা বাংলার নববীর

মায়ের কোলে সন্তান নেই হারিয়ে গেছে সাঈদ

বাবার চোখে কান্নার ঢেউ হয়েছে ছেলে শহীদ

হাউমাউ কাঁদে বোনটি তার হৃদ ভেঙ্গে চৌচির

অধিকার পেতে ভাই থামেনি করেনি নতশির।

বাংলার নববীর সে যে, বাংলার নববীর।।

বুক পেতে দিয়ে সাঈদ বলে বুকে তুফান ঝড়

থামাবি কেমনে বলরে জালিম আয় তুই গুলি কর

হায়েনার দল করেছে গুলি পাখি ছেড়েছে নীড়

বাংলার নববীর, বাংলার নববীর।।

ন্যায়ের পক্ষে বলতে গেলে পেতে হয় অপবাদ

দেখরে আজ সাঈদের বুকে কত যে প্রেম নিখাদ।।

ভীরুর মতো বাঁচার চেয়ে মরে যাওয়াই ভালো

সাহসীরা না জাগলে জানি আসেনা আর আলো।

সব জেনে যে চুপ থাকে সে অন্ধ, সে বধির।

বাংলার নববীর, বাংলার নববীর।।

লিংক https://www.youtube.com/watch?v=e6eOZs1iOJs

শিরোনাম : জয় বাংলা (র‍্যাপ)

তারিখ ২৯ জুলাই, ২০২৪

Artist : Rafsan Ahmed Siam

Music: ​Ryini Beats

Mix Master: Psychedelic Production

Tanz Productions ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

[‘…যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দিব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’

গানের শুরুতে শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ভাষণ এর এই ভিডিও অংশটি দেয়া হয়েছে।]

জানিনা বাক স্বাধীনতা কীভাবে হলো যে জব্দ

খুন করে আজ বলে বেড়ায়, আইনও কি কোনো শব্দ?

রক্ত ঝড়ে ছাত্রের আর ভুল দেখাবে বরাবরই

সব তো দেখি সরাসরি তবে আদালত কেন অন্ধ?

রাস্তায় গুলি কে মারে? সব তো দেখি সিন্ডিকেট

যতবারই ভাবি হবেই জয় টুপ করে পরে যায় উইকেট।

জ্বলছে দেশ খনেখনে তবে আসছেনা কেন ফায়ার ব্রিগেড?

নৌকাতে বসে দেখি মজা নেয় এটা কি কোনো ম্যাচ ক্রিকেট?

চুপ কর হয়ে যাবি গুম জেলে দিবি ঘুম

দিনে উঠবি আর মরবি শুধু তোরা

কেড়ে নিবো জান নেই কোনো মাফ যত চিৎকার চিল্লা

কেউ শুনবেনা দে চিৎকার সৎকার হবে তোর আজ

কেন বললি কেন পড়লি সামনে ভুল করলি

নে মামলা এবার তুই সামলা!

জয় বাংলা, আরও দে হামলা, আরও মামলা।

লিংক https://www.youtube.com/watch?v=HJFhVccjRbM&list=RDYVTn-kCt6F4&index=2

শিরোনাম : আবু সাঈদ (র‍্যাপ)

তারিখ ২৯ জুলাই, ২০২৪

Artist : SIAM FARDIN

Anik Sahan ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

এই বাংলা জানোস আমার কইলজা কি?

আমি বন্দুকের সামনে বুক পাইতা রাখি।

 না লাগে ৭ই মার্চ না ভাষণ চলমান

আমি নিজেই শেখ মুজিব আর জিয়াউর রহমান।

আমি একাত্তরের সেই চেতনা রাখি,

আমার রক্ত দিয়া বইনের সম্মান ঢাকি।

আসল হানাদার কারা চিন্না গেসে বাঙালি,

থাকে অস্ত্র হাতে ঠোল্লার লগে ছাত্রলীগ।

সব খিস…, চাইরো দিকে বারুদের গন্ধে

পুরা ক্যাম্পাস ভাসে আমার ভাইয়েগো রক্তে

পুরা আতঙ্ক হলে সবাই গুলির শব্দে

সব খিস…, চাইরদিকে বারুদের গন্ধে

আমার বাপ মায় জানে কান্দন কয় কারে

আমার আত্মাও জানে মরণ কয় বারে

গিয়া আজরাইলরে ক আমার নামডা কি

আমি ১৮ কোটি শহীদ আবু সাঈদ।

এই ল গুল্লি চালা খুল্লির ভিত্রে বুকের ভিত্রে আমার

দেখবি আবরার না হয় সাঈদ হইয়া ফিরা আইসি আবার

আমারে লিড দিসে সালাম ল পারলে অরে জবাই দে

গণতান্ত্রিক বাংলাদেশের গুম কইরা দে সবাইরে।।

হাচা কথা কইলেই থ্রেড, রাইতে ভিত্রে বাসায় রেইড

কহন জানি কে আয়া কয়, ‘মাদারচোদ চালু খোল গেট’

বাসার থেকা রাইতের বেলাই জায়গা মতো চালান

পরদিন বাপ-মায় যায় থানায়। কয়, পোলাডা কই আমার?

এদিকে হ্যারা তো জানে না পোলায় গুম হইয়া গেসে।

শইল্লে স্টিমরোলার দিয়া মানচিত্র বানাইতাসে

তারও চাইর পাঁচ দিন পর লয় হাসপাতাল খবর

লাশটা মর্গে আছে ট্যাকা ফালাও দিয়ালাও কবর।

এডির বিচার হয় না, এমনও কিন্তু না।

একটা পোলার বদলে গভমেন্ট চাকরি তো পাইবা

কও কোনডায় লাভ, ট্যাকা না পোলা?

খালি মায়েই জানে কষ্ট কতো পোলাডারে ভোলা।

মুখ বুইজ্জা মানতে হইবো এইডা স্বাধীন দেশের রীতি,

সব মাইন্না নিতেই হইবো এইডা স্বাধীন রাজনীতি।

মুখ খুল্লেই গুম অয় খুন অরে ধর

এইবার বাংলাদেশের সব সাঈদের বুকে পারলে গুলি কর।

লিংক https://www.youtube.com/watch?v=9_fw0r-bxMc&list=RD9_fw0r-bxMc&start_radio=1

শিরোনাম : চাকরি

তারিখ ২৯ জুলাই, ২০২৪

শিল্পী : গগন সাকিব

কথা : Johurul Islam Joni & GOGON SAKIB

সুর : গগন সাকিব

SamsuL OfficiaL ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

চাতক পাখির মতো বুকে নিয়ে ক্ষত

চাকরির আশায় গুণছি রে দিন আমি অবিরত।

কর্তা মামা হলে চাকরিটা যেতো মিলে

ইচ্ছে হয় সার্টিফিকেট খাইরে আমি গিলে।।

অসুখ বাড়ছে বাবার, বাড়ছে মায়ের দীর্ঘশ্বাস

জিন্দা মরা লাশ আমি বেকার বিএ পাশ।। 

ভাই-বোন আর প্রেমকার কত শত আবদার।

হিমশিম খাচ্ছি মেটাতে আমি বারে বার।

একটা চাকরি হলে অভাব দূরে ঠেলে

হাসি ফোটাবো আমি বড় ছেলে।।

বেকার বলে আজ আমি অসহায়

বেকার বলে আজ নির্ঘুম রাত যায়।

বেকার বলে আজ সে অন্যের বধু

বেকার বলে আজ কাঁদি একা শুধু।

পায়ের চটি জানে রোজ কতটা পথ হাঁটি

সার্টিফিকেট বুকে হয়তো স্বপ্ন হবে মাটি।

চাকরি জোটে নি বলে রে আজ কেউ তো পাশে নাই

দিনশেষে চোখে মুখে জুটলো পোড়া ছাই।।

চাতক পাখির মতো বুকে নিয়ে ক্ষত।।

লিংক https://www.youtube.com/watch?v=ccKEyPIJQno

শিরোনাম : বাংলাদেশ কোটা আন্দোলন নিয়ে নতুন গান (গ্রামীণ কিচ্ছা পালা গান)

তারিখ ২৯ জুলাই, ২০২৪

Singer : Dj Altab Khan

Lyrics, Tune : Sanowar Hussain

Bangla Voice Media ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

ওরে বিসমিল্লাহ্‌ বলিয়া আমি কথা কিছু বলি

ওরে ভক্ত শ্রোতা আছেন যত শুনবেন আশা করি।

ওরে সানোয়ারের লেখা কথা আমি আলতাব গানের সুরে বলি

ওরে বাংলাদেশে দুর্ঘটনা ঘটাইসে এক নারী।

ও তর নামটি কিন্তুক সবায় জানি গো

মুজিবরের কন্যা শেখ হাসিনা।

ও তর নামটি কিন্তুক সবার জানা গো

ঘটাইসে কিন্তুক দুর্ঘটনা।

২০২৪ সালে ঘটলো এক ঘটনা

কারে দর্জ্জাল নামছে বুঝি সোনারও বাংলায়।

ছাত্র পুলিশ মারামারি লাগাইয়া দিয়া

শেখ হাসিনা গোদির উপর আছে গো বসিয়া।

ঘটাইসে কিন্তুক দুর্ঘটনা।

ওরে নামটি কিন্তুক শেখ হাসিনা।।

বাংলাদেশের মুক্তিযোদ্ধা ছিল গো যারা

তাদের ছেলেমেয়ে করবো চাকরি জানায় শেখ হাসিনা।

তাই শুনিয়া ছাত্রছাত্রী গেল পাগল হইয়া,

এই আইন মানিবো আমরা কেমন করিয়া?

ওরে ঝরে ঝরুক বুকের রক্ত (আমাদের)

দেশটা আমরা রক্ষা করবো।

১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশ

ওরে ২০২৪ সালে করতে চায় গো শেষ,

ওরে তাই শুনিয়া ছাত্রছাত্রী গেল পাগল হইয়া

আন্দোলন করিবো তারা রাস্তাতে আসিয়া।

ওরে কী বলিবো মনের ব্যথা

ওরে ঝইরা পড়ে বৃক্ষের পাতা গো

কী বলিবো মনের ব্যথা।

ওরে এই কথাটা প্রশাসনে জাইনা যখন যায়

ওরে রাস্তাঘাট বন্ধ করার অনুমতি দেয়।

রাস্তা যখন পুলিশবাহিনী বন্ধ কইরা দেয়,

তাই শুনিয়া ছাত্রছাত্রী আরোও পাগল হয়।

ওরে কী বলিবো মনের ব্যথা

ওরে ঝইরা পড়ে বৃক্ষের পাতা গো

কী বলিবো মনের ব্যথা।

ওরে কলেজের সব ছাত্রছাত্রী মিলিয়া ঝুলিয়া

যুক্তি বুদ্ধি করে তারা ঘরে বসিয়া,

লাঠি হাতে ছাত্র যখন রাস্তাতে আসিল

পুলিশেরা মাইরা মাইরা মাথা ফাটাইলো।

ওই আমি কী বলিবো মনের ব্যথা গো

ওরে মাইরা মাইরা মাথা ফাটাইলো।

ছাত্র যখন মাইর খাইয়া রক্তে হইলো লাল

সহ্য না করিয়া ছাত্র পুলিশেক পিটায়

মাইর খাইয়া পুলিশবাহিনী দৌড়ায়া পালায়।

বাঁচার জন্য পুলিশেরা গুলি যে চালায়।

ওই আমি কী বলিবো মনের ব্যথা গো

ছাত্র মাইরা কইরলগো সাফা।

ওই আমি কী বলিবো মনের ব্যথা গো

ঝইরা পড়ে বৃক্ষের পাতা।।

ওরে এই কাহিনি এই পর্যন্ত ইতি দিয়া যাই

ভালো-মন্দ বিচার কইরা লাইক করবেন ভাই।

ভুল হইলে ক্ষমা করবেন সবাইকে জানাই।

আইজকার মতো এই কাহিনি ইতি দিয়া যাই।

ওই ওরে আমার জন্য করবেন দোয়া

ওরে ভালো-মন্দ বিচার কইরা।।

লিংক https://www.youtube.com/watch?v=7CFjsyCuJyE&list=RD7CFjsyCuJyE&start_radio=1

 

শিরোনাম : এমন করে মাইরো যেনো বাঁইচা থাকে

তারিখ ৩০ জুলাই, ২০২৪

কথা : আরিফ নূর

সুর সঙ্গীত ও কণ্ঠ : মীর সাখাওয়াত

(গানটি ৩০ তারিখ শিল্পীদের প্রতিবাদী গানের মিছিলে নূর হোসেন চত্বর থেকে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত যাত্রায় পুলিশ গুলিস্তানে আটকে দিলে প্রতিবাদকারী শিল্পীরা গুলিস্তানে বসে পড়েন এবং অবস্থান নেন। তখন প্রতিবাদী গান হয়। সেই সময় মীর সাখাওয়াত এই গানটি করেন।)

আমার সোনা পাখিটারে গাইতে দিও

দুইবেলা দুই মুঠো ভাত খাইতে দিও

সুযোগ পাইলে আকাশে তার উড়তে দিও ॥

বেশি কিছু চায় নাতো সে তোমার কাছে

যদি কিছু বায়না ধরে মাইরো না গো

এমন করে মাইরো যেনো বাঁইচা থাকে

এমন করে মাইরো যেনো মা ডাকতে পারে

এমন করে মাইরো যেনো বাঁইচা থাকে

এমন করে মাইরো যেনো বাপ ডাকতে পারে ॥

মাথায় রাখিনাই যদি উকুনে খায়

মাটিতে রাখিনাই যদি পিঁপড়াতে খায়

কোলে কোলে রাখসি আমার পাখিটারে

সেই পাখিরে কই নিয়া যাও দোলায় করে?

আমার কাছে আনো দেইগো আদর করে ॥

লিংক :

ফেসবুক https://www.facebook.com/share/v/TQEE13NMhzRhNswX/?mibextid=WC7FNe

ইউটিউব  https://youtu.be/Cb1DfVWbnS4?si=mIOheK-lGWK9zLi5

 

শিরোনাম : চব্বিশের গেরিলা (র‍্যাপ)

তারিখ ৩০ জুলাই, ২০২৪

Written, Composed & Performed : ‪‪CriticalMahmood, GXP, ‪SoMratSij, ‪Shooter_47_, ‪Rimondimon_1206, ‪shafayetzeeshan, ‪soldierbr1206, Sami Tonmoy

QMG Originals ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

আমরা সমাজ র‍্যাপার কলম হাতেযোদ্ধা

কোটার লেগা কেমনে করস ছাত্রসমাজ হত্যা?

আমরাই যখন রাজাকার, তাইলে ক তুই রাজা কার?

সমাজ বইতে কী পড়াইলি এখন দেহি খটকা।

মেধা ছাড়ে দেশ গন্ড মূর্খ পালে সরকার

এমন গণতন্ত্রের লাইগা রাজাকার অই দরকার।

হল-তে আইবো মেধার ধ্বনি আহে বোনের চিৎকার।

২৪-এ বুদ্ধিজীবী মারলে ক তুই Loss কার? 

রাজনীতি কর ভালো নীতি ছাড়া রাজ না।

জ্ঞান অর্জন করবো ছাত্র পিকেটিং এর কাজ না।

গুলি করস কারে তোরা চোখ খুইলা চাস না?

অধিকারের লাইগা কত লোভী তোরা লাল রক্তের খাজনা।

ভাই কইসে গুল্লি করলে মাথায় মার বুকে বঙ্গবন্ধু

Back Bench এ বহা বন্ধু কেমনে চালায় বন্দুক?

সাংবাদিকসব ব্যস্ত কারণ বাম্পার ফলন TV তে

সাবধান পতন হইবো History গেলে Repeat এ।

দেশটা কারো বাপের না যে হাত জাগাইলে মামলা দিবো

বোনরে পিডায় পদের লাইগা টোকাই ভায়ে কামলা দিবো

খবর বানায় কারা যারা ওরাই আবার পা চাটা

স্বাক্ষী দিবো রাবার বুলেট চৌদ্দ শিকের খাঁচাটা।

ইতিহাস স্বাক্ষী দিবো ন্যায় এর পথে খাড়াইসে কে।

ইতিহাস স্বাক্ষী দিবো গরম রক্ত পাড়াইসে কে।

ইতিহাস স্বাক্ষী দিবো আপনজনরে হারাইসে কে।

ইতিহাস স্বাক্ষী দিবো কলম হাতে খাড়াইসে কে।

কলম আমার চুপ থাকে না অন্যায়ের সম্মুখে

ন্যায় করে না মাথা নিচু অন্যায়ের বিরুদ্ধে

কত নিচে নামার পরে নিজেরে রাজাকার কই

ভাইডি আমার রক্ত দিলো ক এইডির সমাধান কই?

দেওয়ালি পিঠ ঠেইকা গেলে বাঁশের মাথায় পতাকা লই

রাস্তার গান রাস্তায় গাই স্বাধীন বাংলায় মুক্তিডা কই?

মারে আমরা হারি জিতি দাবায় রাখতে পারবো না কেউ

১৫ জুলাই দেখলে দেশে ৩০ লক্ষ মরতো না কেউ।

আমার ভাইয়ের রক্তে রাস্তা ভাসে মূর্খ নেতা দেইখা হাসে

থামাবি কেমনে ক? পাড়ি দিবি কয়ডা লাশ?

এই আমার বোনের মুখে ক্যান আর্তনাদ আর চিৎকার?

চাইলো সবাই অধিকার হইলো সবাই রাজাকার

বন্দুকের নল দেখলে বুক পাইত্তা দেই

নজর নজরে লাগায় অধিকার ছিনায়া নেই।

প্রতিবাদের ভাষা সিনা উঁচা বুক ফুলাই কই

আমার স্বাধীন দেশে আমার স্বাধীনতা গেলো কই?

ক্ষমতার লোভে তগো মনুষ্যত্ব মাটির নীচে

জনতার ঘাড়ানিতে শেষ ঠিকানা কবরেতে।

বুইঝা রাখ, হুইনা রাখ কার ইশারায় চলে সবই

কেডা চালায় দাবার গুটি, কেডা হয় খেলায় বলি?

জবাব চাই, আমার ভাই মরলো ক্যান ক

জবাব চাই, আমার আমার রক্ত ঝরলো ক্যান ক

জবাব চাই, কলম হাতে অস্ত্র ক্যান ক

জবাব চাই, আমার জবাব নাই ক্যান ক

আমি কে? তুমি কে??

রাজাকার, রাজাকার।।

কে বলেছে? কে বলেছে??

স্বৈরাচার, স্বৈরাচার।।

ওই তুই পশুর পয়দা, ছাত্র নামের কলঙ্ক

তুই নশুর পয়দা কাফন প্যাচা কপালে তুই জবাই করুম আসুর।

পুরা ক্যান্টনমেন্ট ব্লকেড, ঢাকা সিটি ব্লকেড

ছাত্র সমাজ খেপছে পুরা সোনার বাংলা ব্লকেড।

কিরে ঘরে ক্যা? বাইর হ, দেশে বায়ান্ন আবার শুরু

ফায়ার শুরু রাবার বুলেট বায়ান্ন আবার শুরু।

বিদ্রোহ আবার জিগা তফাৎ একাত্তরের এর লগে?

রাজনীতি না রে এইডা লোকনীতি

বাড়ির লগের কুত্তার চেয়েও বেশি ভক্তি পোস্টের আশায় চান্দা উডাস

চোক্ষে দেহস জুলুম ঠিকই ফুটেজ লইতে রামদা উডাস।

গান নামাইলে ইতিহাসে এই গান থাকবো আজীবন

ভাই কালকেও না পরশুও না যা কইবার আজই কন

এই আমার স্বাধীন বাংলায় দুর্নীতি সব সোনার মানব চুপ রয়

ছাত্র হইয়া ছাত্র মারছ তরেই বুঝি বীর কয়?

স্বাধীব জবান স্বাধীন নাই আর জানের ভয়ে চুপ রয়

আর চুপ থাকার কোনো সিন নাই পারলে গুলি কর সোজা জিহ্বায়

আমরা ওই তর স্বৈরাচার ধইরা মারি, থানা থেইকা কোট কাচারি।

ঠোল্লা থেইকা লীগ এর টোকাই বাদ যাইবো না লাঠির বারি।

লম্বা করগা লাশের সারি কিংবা টানবা বোনের শাড়ি

স্বপ্ন এইবার ঘরে না গেলেও লাশটা ঠিকই যাইবো বাড়ি।

Students দের মাঝে ঠোল্লা কেমনে জিন্দা যায়?

ভাই, ধর আগে ওইডিরে জেডি মারতে Helmet পিন্দা আয়।  

পুরা বাংলাদেশ অবরোধ ECB to TSC

ছাত্রডি সব খাড়ায় গেলে সামনে খাড়ায় কিয়ের লীগ

একটা মরলে দশটা খাড়ায় হাত উডাইবো সবাই।

জেডি Helmet পিন্দা আইবো দিবি Helmet খুইল্লা জবাই।

রফিক জব্বার মইরা গিয়াও বাংলা ভাষা দিয়ে গেছে

তাইলে আমি তুইও দেশের লাইগা পারমু না কেন ক ভাই?

যখন বোন হইসে ধর্ষণ তখন পুলিশ কই আসিলো?

যখন ভাই মরসে রাস্তায় চেটের পুলিশ কই আসিলো?

যখন দেশ হইসে লুট চেটের পুলিশ কই আসিলো?

যখন পুলিশ দিয়া মারলি Student বিবেক কই আসিলো? ক

শহীদ হইলো ভাই আমার কতগুলা ইতিহাস এ লেখ তোরা

যেই হাতে কলম চলে ওই হাতেই হাতকড়া?

বুক কাঁপে না, তোগো হাত তুলতে বইনের গায়ে?

যেই বইনের গায়ে আজও হাত তুলে নাই বাপ মায়ে।

খোদার কসম, কালেমা মুহে লইয়া মরমু লাগলে

শহীদ এর রক্ত বৃথা স্বাধীন দেশে চুপ থাকলে।

 রাজনীতির কেচে না ছাত্রসমাজ রাজপথে।

জনগণ এর স্বার্থে ব্যাটা জনগণের লাশ পরে।

Uniform শরীলে তর বিবেকেরে প্রশ্ন কর

বিবেক যদি না থাকে আয় বুক বরাবর গুলি কর।

টোকাই পয়দা লইসে অগো বাপ পরে নাই Helmet

ছাত্রগোরে রক্ষা করার দিস না মিথ্যা Statement

এই দেশে এহন আর দাম নাইগা জীবনের

জবাব দিবি কেমনে তোরা তালা দিসোস জবানের।

জবাব দে, দিবি না দিবি গেলে কবরে!

রাইতের পরে দিনের আলো পরবো পুরা শহর।

হুনসি ৭৩ এ

বন্দুকের নলে

শিকার সূর্য সেন হলে

কান্দে বোন আমার রোকেয়া

ঢুকতে পারে না ডরে মরে রাস্তায়, রাবার বুলেট সিধা সিনা প্যাঁচায়

প্যতুল নাচে Helmet পিন্দা খবর লাগা কেডা নাচায়, কেডা বাঁচায়?

আবু সাঈদ গুল্লি লইলে খাঁচায়

কেন সাব্বির হোসেন মরবো Road এ বারি খায়া মাথায়?

হ ভাই, শেখ মুজিবের আদর্শ গেল কই?

২৪ এ আইসা বাঙালি স্বাধীনতা পাইলো কই?

বন্ধ কর সব মিছা কিচ্ছা আজগুবি খবর তর

বাঁইচা থাকা মুশকিল এনে যে যার মতো কবর খোঁড়।

হিসাব লাগা বাজারদর আসল আগুন লাগলে কই

পেটের জ্বালায় মরি এনে ঘর ফালায়া রাস্তা সই

মাস্টার Plan বানাইসে সরকারে দ্যাশ বেইচা

পেটের জ্বালা মিটাইতে মাল পাত্তি ছিটাইতে

প্রতিবাদের বিপক্ষে ছাত্রসমাজ পিডাইতে

কাম না হইলে কোট কাচারি পল্টি পালটি লাগাইতে।

আমি কে? তুমি কে??

রাজাকার, রাজাকার।।

কে বলেছে? কে বলেছে??

স্বৈরাচার, স্বৈরাচার।।

লিংক https://www.youtube.com/watch?v=fQ_tiCB25gk

শিরোনাম : সুবিচার চাই (র‍্যাপ)

তারিখ ৩০ জুলাই, ২০২৪

Artist : Dr. Cytreed

Tanz productions ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

আইজকা কুয়ার মধ্যে বহায় আমগো মূলা দেখায় খুশি,

আপনি ভুইলা গেছেন আমরাও মানুষ, আমরাও সবই বুঝি!

যেমন, পদ্মা সেতু দিছেন, মেট্রো রেলও দিছেন,

কিন্তু, এডির পিছে জীবন যাত্রার মূল্য কনে নিছেন?

সামনে মাতারবাড়ি, পাতাল রেল আর কত শত ভুগিচুগি!

ব্যালেন্স না কইরা খালি জনতারেই পিষেণ!

নিজেরাই তো সব পাল্টান দেশের ভালোর জন্য,

এখন কোটা প্রথা কি পাল্টাইবেন? এই ভাবনা তো অন্যর!

আপনার পোলা মাইয়া যদি আমগো দেশে থাকতো,

আমগো মতো জায়গায় জায়গায় ঠেলা খাইলে পরে বুঝতো!

দেশের ৫৬ ভাগ চাকরি ডাইরেক্ট কোটা দ্বারা শেষ,

আবার প্রশ্নপত্র চুরি, ১৮ কোটির বাংলাদেশ!

প্রজাতান্ত্রিক দেশে যখন প্রজার খুলির মধ্যে গুলি,

তখন রূপপুর না, দিলের ভিত্তে জ্বলে আসল চুল্লি!

চাই একটা, দেয় একটা, আজিব ব্যবহার!

কোটা বাদ দিতে কই নাই, খালি চাইছি সংস্কার।

আপনি ভুলে গেছেন রাজাকে, আর আপনি রাজা কার।

আসল রাজা শিশু, আমগো উপরে করছে বয়স ভার

ওরা আমার ভাইয়ের জান নিছে, সুবিচার চাই।

বোনের বুকে হাত দিছে ওরা, সুবিচার চাই।

আমার মায়ের বুক খালি আইজকা, সুবিচার চাই।

রক্ত দিছি লাগলে আরো দিমু, ছাড়াছাড়ি নাই।।

সব বদলায়! তাও কেন মধ্যে মিথ্যা রাজনীতি?

ছাত্রলীগ লেলায় দিনে, রাইতে বয়ান সন্ত্রাসী!

Opposition ফাঁসায় দেখায়, চালায় আন্দোলনে ছুরি!

Global media তে দেখেন ক‌ই আনছেন ভাবমূর্তি।

পুলিশ রক্ষক না ভক্ষক? যে ওরাই ছুঁড়ে গুলি?

বুলেট দিয়া ঝাঁঝরা আজকা আমার ছোট্ট ভাইগ্নার খুলি।

কোনো হাসপাতালে ভর্তি নেয় নাই, অ্যাম্বুলেন্সে কাতরায়!

একটু অক্সিজেনের লাইগা, শ্বাসকষ্টে পোলায় তড়পায়!

আইজকা নিরপরাধ ছাত্রের উপর তাক করা কামান,

একটা জাতির লাইগা ভাবেন এটা কতটা বেমানান,

যত রেললাইন আর সেতু লগে অট্টালিকা বানান,

পুরা বিশ্ববাসী দেখেন আমাগো করতেছে অপমান!

আমরা নিজের লাইগা বাঁচি না, নিজ লোকের লাইগা বাঁচি,

নিজের সন্তানের সুখেই সকল মায়ের আসল হাসি

আহেন, ভবিষ্যতের কথা ভাইবা দাঁড়াই পাশাপাশি,

কারণ দিনশেষে আমরা আপন লোকের লাইগাই বাঁচি।

ওরা আমার ভাইয়ের জান নিছে, সুবিচার চাই।

বোনের বুকে হাত দিছে ওরা, সুবিচার চাই।

আমার মায়ের বুক খালি আইজকা, সুবিচার চাই।

রক্ত দিছি লাগবে আরো দিমু, ছাড়াছাড়ি নাই।।

[গানের শেষে এই কথাগুলো র‍্যাপের বিটে বলা হয়েছে-

এইটা তোগো DR. CYTREED ভায়া। ঢাকা মেডিকেলে শুটিংয়ের রাইতে, মানে বুধবার, ১৬ জুলাই ২০২৪। ওইদিন ১০০ জনেরও উপরে বেশি ভর্তি হইছে। GUNSHOTWOUND. ঢাকা মেডিকেলে সার্জারি এমার্জেন্সিতে। হ্যাঁ, আমি WITHNESS (খুব সম্ভবত উনি Witness বোঝাতে চেয়েছেন). YEAH. MC CYTREED বা DR. CYTREED SIGNING OUT. PEACE FOR BANGLADESH. এটা আমগো একমাত্র দোয়া আল্লাহর কাছে। YEAH. TANZ PRODUCTIONS. DR. CYTREED. ZOOM STUDIO. ALL THANKS TO RYSUL ISLAM BRO. YEAH. PEACE!]   

লিংক https://www.youtube.com/watch?v=RmdzDmdbheY

শিরোনাম : জেগে ওঠে ঘুমন্ত এক শহর

তারিখ ৩০ জুলাই, ২০২৪

Lyric, Tune & Vocal: Mobassher Choudhury

Recording and Video Production: Mobassher Choudhury

Md. Mobassher Choudhury ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

আঁধারে ঢাকা নশ্বর এই কালে

কিছু বীর আলোকিত মানুষ বাঁচে,

তাঁদের হৃদয় জ্বলে বিশুদ্ধ উজ্জ্বলতায়

তাঁরা ন্যায়ের পথে মশাল জ্বেলে আগায়।।

তাঁদের লক্ষ্য মহৎ, ইচ্ছে দৃঢ় অটুট

কারণ, তাঁরা জানে স্বাধীনতার দাম কতো

ছোঁয়াচে সাহস দ্রুত ছড়িয়ে পড়ে

জেগে ওঠে ঘুমন্ত এক শহর।।

লিংক https://www.youtube.com/watch?v=XVnp1QlrV4I

 

বীথি ঘোষ: শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক। ইমেইল ghoshhbithii@gmail.com

Social Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •